1 Answers
রহস্যময়তা, প্রায়োগিক দিক কিংবা প্রকৃতির মাঝে 'খুঁজে পাওয়া বিস্ময়কর অনুপাত গোল্ডেন রেশিও বা সোনালি অনুপাত। অন্যান্য অনুপাতের মতোই গোল্ডেন রেশিও একটি সাধারণ অনুপাত, যার মান ১.৬১৮০৩৩৯৮৮...। গোল্ডেন রেশিও অনুপাতকে প্রকাশ করা হয় ল্যাটিন অক্ষর (PHI/ফাই) দ্বারা । জ্যামিতির জনক ইউক্লিডের এলিমেন্টস গ্রন্থে গোল্ডেন রেশিওর প্রথম লিখিত সংজ্ঞা পাওয়া যায়। একটি সরলরেখার ওপর এমন একটি বিন্দু কল্পনা করা হয় যাতে রেখাটি এমনভাবে দুই ভাগে ভাগ হয় যেন রেখার বড় অংশ ও ছোট অংশের ভাগফল রেখাটির সম্পূর্ণ অংশ ও বড় অংশের ভাগফলের সমান হয় ।
একটি উত্তর ত্যাগ
Please login or Register to submit your answer