1 Answers
বাচ্চাদের সবসময় পক্ষপাতশূন্য বলে ধরা হয় এবং তারা হাসিখুশি ও খোশমেজাজে থাকে। তাই তাদের এ গুণগুলি খেলোয়াড়রা নিজেদের মধ্যে গ্রহণ করার চেষ্টা করে মাঠে খেলতে নামে। খেলোয়াড়দের হাত ধরে থাকা এসব শিশুদের বলা হয় 'ম্যাসকট চিলড্রেন' বা 'প্লেয়ার এস্কর্টস'। সর্বপ্রথম শিশুরা খেলোয়াড়দের সঙ্গে মাঠে প্রবেশ করে চমক সৃষ্টি করে ১৯৯৯ সালের এফএ কাপ ফাইনালে। ২০০০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম প্রতি খেলোয়াড়ের সঙ্গে একজন করে শিশু মাঠে প্রবেশ করে। ২০০১ সাল থেকে এ নিয়ম চালু হলেও এর বাস্তবায়ন ঘটে ২০০২ সালে ।
একটি উত্তর ত্যাগ
Please login or Register to submit your answer