1 Answers
২৮ অক্টোবর ১৯৪৮ ইসরায়েলের জাতীয় পতাকা প্রবর্তিত হয়। এর ৫ মাস পূর্বে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। পতাকাটিতে সাদা পটভূমিতে দুইটি আনুভূমিক নীল রেখার মাঝখানে নীল বর্ণের একটি দাউদের তারা চিহ্ন প্রদর্শিত হয়েছে। পতাকায় স্টার চিহ্নটি উসমানীয় খিলাফত তথা অটোমান সাম্রাজ্যের প্রতীক । কন্সটান্টিনোপল এর নগর পতাকায় এ প্রতীকটি ব্যবহার হতো। ১৪৫০ সালে কন্সটান্টিনোপল বিজয়ের পর অটোমানরা একে নিজেদের পতাকায় যুক্ত করে। অনেকের মতে চাঁদ-তারা হলো গ্রিক দেবী ডায়ানার প্রতীক।
একটি উত্তর ত্যাগ
Please login or Register to submit your answer