২০০০ সাল থেকে তার পরবর্তীতে একবিংশ শতাব্দি চলমান, কিন্তু শতাব্দি হিসাব করার সময় কেন এক শতাব্দি বেশিগণনা করা হয়?
1 Answers
জুলিয়ান ক্যালেন্ডারের প্রথম শতাব্দি থেকে হিসাব করলে প্রশ্নটির সঠিক উত্তর পাওয়া যায়। AD 1 to AD 100 : প্রথম শতাব্দি, AD 101 to AD 200 : দ্বিতীয় শতাব্দি, AD 201 to AD 300 : তৃতীয় শতাব্দি। এভাবে ক্রমে AD1901 to AD 2000 : বিংশ শতাব্দি এবং AD 2001 to AD 2100: একবিংশ শতাব্দি হিসাব করা হয়। অর্থাৎ, ১ থেকে ১০০ সাল (ইংরেজি) হলো প্রথম শতাব্দি। আবার ১০১ সাল থেকে ২০০ সাল হলো দ্বিতীয় শতাব্দি। এইভাবে ২০০০ সাল থেকে ২১০০ সালকে একবিংশ শতাব্দি বলা হয় ।
একটি উত্তর ত্যাগ
Please login or Register to submit your answer