1 Answers
অনুমতি ছাড়া কোনো ব্যক্তির কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করার প্রক্রিয়াকে হ্যাকিং বলে। যারা হ্যাকিং করে তাদেরকে হ্যাকার বলা হয়। শুধু কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্ক নয় বরং মোবাইল ফোন, ল্যান্ড ফোন, গাড়ি ট্র্যাকিং, বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও ডিজিটাল যন্ত্রও হ্যাক করা হয়। হ্যাকারদের চিহ্নিত করা হয় Hat' বা টুপি দিয়ে। ৩ প্রকারের হ্যাকার রয়েছ— 1. White hat hacker 2. Grey hat hacker & 3 Black hat hacker.
একটি উত্তর ত্যাগ
Please login or Register to submit your answer