1 Answers
বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এস.আই) আর সার্জেন্ট এর র্যাঙ্কের কোনো পার্থক্য নেই। উভয়ই ১০ম গ্রেডের কর্মকর্তা । তবে তাদের কর্মপরিধির মধ্যে পার্থক্য রয়েছে। একজন এস.আই র্যাঙ্কধারী পুলিশ অফিসার সার্জেন্ট এর সকল আইনী ক্ষমতা প্রয়োগ করতে পারেন কিন্তু একজন সার্জেন্ট র্যাঙ্কের পুলিশ অফিসার এস.আই এর ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। যেমন-একজন সার্জেন্ট কোনো মামলার তদন্ত করতে পারেন না। কিন্তু একজন এস.আই গাড়ি জব্দ থেকে শুরু করে গাড়িবিষয়ক যেকোনো মামলা দিতে পারেন ।
একটি উত্তর ত্যাগ
Please login or Register to submit your answer