1 Answers
ধোঁয়া হলো অতি ক্ষুদ্র কঠিন, তরল এবং গ্যাসীয় কণার সমষ্টি। তবে দৃশ্যমান ধোঁয়ার বেশিরভাগ পদার্থই কার্বন, তেল, ছাই ইত্যাদি। যখন অসম্পূর্ণ দহন ঘটে অর্থাৎ জ্বালানি সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য পর্যাপ্ত অক্সিজেন থাকেনা তখন ধোঁয়ার সৃষ্টি হয়। সম্পূর্ণ দহনে সবকিছু পুড়ে যায়। শুধু পানি এবং কার্বন ডাই- অক্সাইড উৎপন্ন করে। কিন্তু যখন অসম্পূর্ণ দহন ঘটে, তখন সবকিছু পুড়ে যায় না। ধোঁয়া এ অসম্পূর্ণ দহনের অবশিষ্ট ক্ষুদ্র কণাসমূহের একটি সংগ্রহ।
একটি উত্তর ত্যাগ
Please login or Register to submit your answer