১৬-১৭ মার্চ ২০২৩ মৌরিতানিয়ার রাজধানী নোয়াকচটে ইসলামি সহযোগিতা সংস্থার (OIC) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৯তম বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বাংলাদেশ OIC’র ইসলামি মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়।
এ কাউন্সিলে এশিয়ার অন্য সদস্য দেশগুলো হলো তুরস্ক ও ইরান। এছাড়া OIC’র ভাইস প্রেসিডেন্ট পদে ফিলিস্তিন ও নাইজেরিয়া নির্বাচিত হয়। ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থাটির সভাপতির দায়িত্বে রয়েছে আয়োজক দেশ মৌরিতানিয়া।
আরো পড়ুন
- ২০২৩ সালের মার্চে আমরা যাদের হারিয়েছি
- স্বল্পোন্নত দেশবিষয়ক জাতিসংঘ সম্মেলন ২০২৩
- ভুটান-বাংলাদেশ ট্রানজিট চুক্তি
- সাম্প্রতিক ৫০টি এমসিকিউ সাধারণ জ্ঞান এপ্রিল ২০২৩
- কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৩ || Current Affairs April 2023