ইতিহাসের প্রচ্ছদপট মার্চ

সাইবার ক্রাইম সম্পর্কে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন

বাংলাদেশে প্রায়শই ঘটা সাইবার অপরাধসমূহের মধ্যে রয়েছে আইডি হ্যাকিং, উগ্র ও বিদ্বেষপূর্ণ মন্তব্য/অডিও/ভিডিও প্রচার, ফেইক অ্যাকাউন্ট তৈরি, সাইবার বুলিং বা হ্যারাসমেন্ট, প্রশ্নপত্র ফাঁস, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি, অনলাইন মাল্টি লেভেল মার্কেটিং ও গ্যাম্বলিং ইত্যাদি । তাই অনলাইন কার্যক্রমে সুরক্ষিত থাকতে সাধারণ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা সম্পর্কে জানা প্রয়োজন।

অনলাইনে নিরাপদ থাকার সতর্কতা

ব্যক্তিগত ফোন/ল্যাপটপ বা অন্য যেকোনো পাবলিক ডিভাইস ব্যবহারের পর যথাযথভাবে লগআউট করা • অপরিচিত কাউকে ফ্রেন্ড লিস্টে এ্যাড করা যাবে না। অনলাইনে পরিচিত হওয়া কোনো ব্যক্তি দেখা করতে চাইলে তা এড়িয়ে চলা • সকল সোশ্যাল মিডিয়া একাউন্টের সিকিউরিটি অপশনে থাকা প্রাইভেসি সেটিংস নিয়ন্ত্রণ করতে হবে। একই পাসওয়ার্ড একাধিক সোশ্যাল মিডিয়া একাউন্টের জন্য ব্যবহার করা থেকে বিরত থাকা

আরো পড়ুন

• Google Yourself গুগলে নিজের নাম সার্চ দিয়ে দেখতে হবে আপত্তিকরভাবে কোথাও নিজের নাম বা ছবি ব্যবহার করা হয়েছে কি না • কোনো একাউন্ট থেকে বিব্রতকর ছবি বা মেসেজ পাঠানো হলে সে একাউন্ট ব্লক করে দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বা অন্যের অধিকারকে ক্ষুণ্ণ করে কোনো • মন্তব্য করা যাবে না • সঠিকভাবে যাচাই না করে কোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্য শেয়ার করা যাবে না।

ফেসবুক একাউন্টের নিরাপত্তা বিধানে করণীয়

Capital letter, small letter, number & symbol মিলিয়ে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ব্যক্তিগত তথ্য যেমন— জন্ম তারিখ, নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইত্যাদি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে Two factor authentication অপশন চালু রাখতে হবে। অন্য কেউ লগইন করতে চাইলেও এই ইমেইলে বা মোবাইল নাম্বারে আসা কোড জানতে পারবে না বিধায় সুরক্ষিত থাকা যাবে

ফেসবুকের Privacy Settings অপশনটি ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, ছবি, পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে প্রোফাইল লক করে রাখতে হবে * ফেসবুক একাউন্ট খোলার সময় জাতীয় পরিচয়পত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নাম ও জন্মতারিখ ব্যবহার করতে হবে। এতে আইডি হ্যাক হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।

ফেসবুক একাউন্ট হ্যাক হলে করণীয়

প্রথমেই http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করতে হবে। এরপর Someone else got into my account without my permission-এ ক্লিক করতে হবে। হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২টি অপশনের (ইমেইল বা ফোন নম্বর) যেকোনো একটির ইনফরমেশন দিতে হবে। এরপর My account is compromised এ ক্লিক করতে হবে । হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ইমেইল বা ফোন নম্বর যেকোনো একটির ইনফরমেশন দিতে হবে । প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত একাউন্টটিই দেখাবে এবং বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে; এখানে পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে Continue করতে হবে।

হ্যাকার যদি ইমেইল এ্যাড্রেস পরিবর্তন করে না থাকে তাহলে আগের ইমেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে হ্যাকড ফেসবুক একাউন্ট উদ্ধার করা সম্ভব।

হ্যাকার যদি ইমেইল এ্যাড্রেস, ফোন নম্বরসহ লগইন এর জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে তাহলে, Need another way to authenticate? > Submit a request to Facebook 4 ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাকড ফেসবুক এ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

ব্যক্তিগত কন্টেন্ট ফেসবুকে ছাড়লে করণীয়

যে পোস্টের মাধ্যমে ব্যক্তিগত কন্টেন্ট ফেসবুকে শেয়ার করা হয়েছে সে পোস্টের ডানদিকে রিপোর্ট করার অপশনে গিয়ে Find support or report post এ ক্লিক করতে হবে। অপশনে থাকা বিভিন্ন ইস্যু যেমন— Fake news, violence, harassment ইত্যাদির মধ্য থেকে উপযুক্ত বিষয়টি নির্বাচন করতে হবে। ভুক্তভোগী নিজে কিংবা তার ফেসবুক বন্ধুরা Me/My friends থেকে উপযুক্ত অপশনটি নির্বাচন করে মিথ্যা বা মানহানিকর পোস্টটির বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন। সংশ্লিষ্ট পোস্টটির সম্পূর্ণ লিঙ্কসহ স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করে রাখতে হবে যা, পরবর্তীতে যেকোনো আইনি পদক্ষেপ নিতে সহায়ক হবে।

আইনি সহায়তা

সাইবার ক্রাইম এর শিকার হলে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করতে হবে এবং পুলিশের সাইবার ইউনিটকে অবহিত করতে হবে। এছাড়া নিম্নবর্ণিত যেকোনো হেল্প ডেস্কের সহযোগিতা নেওয়া যাবে – সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, ৩৬, মিন্টো রোড, রমনা, ঢাকা। হেল্পডেস্ক : ০১৭৬৯৬৯১৫২২; ইমেইল: [email protected]

সাইবার পুলিশ সেন্টার, সিআইডি। ফোন: ০১৩২০০১০১৪৮; সাইট: https://cid.gov.bd • ফেসবুক পেইজ-পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন হা (পিসিএসডব্লিউ) ফোন : ০১৩২০০০০৮৮৮; ইমেইল: [email protected] • পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করতে পারেন । এছাড়াও নিম্নোক্ত পেইজে সংযুক্ত থাকতে পারেন— facebook.com/cyberctdmp, facebook.com/dmpdhaka, facebook.com/cpccidbdpolice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *