৮১ বছরের যাত্রার ইতি টানল-বিবিসি বাংলা রেডিও। ৩১ ডিসেম্বর ২০২২ সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১০টায় শেষবারের মতো বিবিসি রেডিওতে প্রচারিত হয় সংবাদ ও সাময়িক প্রসঙ্গের অনুষ্ঠান ‘প্রবাহ’ ও ‘পরিক্রমা’। এর মধ্য দিয়ে দীর্ঘকাল বাংলার মানুষের আগ্রহের কেন্দ্রে থাকা রেডিওটির সম্প্রচার বন্ধ হয়ে যায়।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ব্যাপক পরিবর্তনের জেরে বিবিসি বাংলা রেডিও বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে ওয়ার্ল্ড সার্ভিস কর্তৃপক্ষ বাংলায় রেডিও সম্প্রচার বন্ধের পরিকল্পনা ঘোষণা করে।
১১ অক্টোবর ১৯৪১ বিবিসি বাংলা রেডিওর যাত্রা শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রান্তিকালে মিত্রপক্ষের বক্তব্য ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু হয় বিবিসি বাংলা রেডিও। বাংলাদেশের মানুষের মধ্যে বিবিসি নামটি সবচেয়ে বেশি পরিচিতি পায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়।
আরো পড়ুন
- সাধারণের জন্য খুলছে বঙ্গভবন
- নরসিংদীর ইমরান নাসার গবেষক
- প্রয়াত সারাহ ইসলামের কিডনি প্রতিস্থাপন
- জাতীয় গ্রিডে বাঁশখালীর বিদ্যুৎ
- একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন
- হাওরে উড়ালসড়ক
- নতুন জাত সুবর্ণ মুরগি
- জাতিসংঘের ৩ সংস্থার সহ-সভাপতি
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (BBC) যুক্তরাজ্যভিত্তিক একটি গণমাধ্যম সংস্থা। টেলিভিশন, বেতার এবং ইন্টারনেটে সম্প্রচারের জন্য বিভিন্ন ইংরেজি অনুষ্ঠান প্রচার এবং তথ্য সেবা সরবরাহ করা BBC’র প্রধান কাজ । ১৮ অক্টোবর ১৯২২ BBC প্রতিষ্ঠা করা হয়। বিবিসি এর সদর দপ্তর হলো ‘ব্রডকাস্টিং হাউসে’, যা যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত।