Recent General Knowledge October 2024 || সাম্প্রতিক সাধারণ জ্ঞান অক্টোবর ২০২৪ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশা আল্লাহ!
বাংলাদেশ বিষয়াবলী
১. ২৬ সেপ্টেম্বর
২০২৪ পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি?
ক) ৪০টি
খ) ৪১টি
গ) ৪২টি
ঘ) ৪৩টি
২. বাংলাদেশের ৪৩তম
ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি?
ক) কুমিল্লার খাদি
খ) ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি
গ) গোপালগঞ্জের ব্রোঞ্জের
গহনা
ঘ) সুন্দরবনের মধু
৩. ২৬ সেপ্টেম্বর
২০২৪ পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি?
ক) ৪৫টি
খ) ৪৬টি
গ) ৪৭টি
ঘ) ৪৮টি
৪. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান
উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত কে?
ক) দেবপ্রিয় ভট্টাচার্য
খ) লুৎফে সিদ্দিকী
গ) আনু মুহাম্মদ
ঘ) মোশতাক খান
৫. ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪' জারি করা হয় কবে?
ক) ২৯ আগস্ট
২০২৪
খ) ৩ সেপ্টেম্বর
২০২৪
গ) ৯ সেপ্টেম্বর
২০২৪
ঘ) ১২ সেপ্টেম্বর
২০২৪
৬. বাংলাদেশ কততম
দেশ হিসেবে গুমবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে?
ক) ৩২তম
খ) ৫০তম
গ) ৭৬তম
ঘ) ৮২তম
৭. ছাত্র-জনতার
অভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন' গঠন করা হয় কবে?
ক) ১০ সেপ্টেম্বর
২০২৪
খ) ১২ সেপ্টেম্বর
২০২৪
গ) ১৪ সেপ্টেম্বর
২০২৪
ঘ) ১৭ সেপ্টেম্বর
২০২৪
৮. বাংলাদেশ চলচ্চিত্র
সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে?
ক) ২ সেপ্টেম্বর
২০২৪
খ) ৮ সেপ্টেম্বর
২০২৪
গ) ১২ সেপ্টেম্বর
২০২৪
ঘ) ২২ সেপ্টেম্বর
২০২৪
সংস্কার কমিশন
৯. সংবিধান সংস্কার
কমিশনের প্রধান কে?
ক) ড. শাহদীন
মালিক
খ) অধ্যাপক আলী
রীয়াজ
গ) ড. কামাল
হোসেন
ঘ) ড. আসিফ
নজরুল
১০. নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে?
ক) ড. বদিউল
আলম মজুমদার
খ) ড. তোফায়েল
আহমেদ
গ) হাসান আরিফ
ঘ) আলী ইমাম
মজুমদার
১১. বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান কে?
ক) বিচারপতি মো.
তাফাজ্জাল ইসলাম
খ) বিচারপতি মোহাম্মদ
আব্দুল ওয়াহহাব মিঞা
গ) বিচারপতি সৈয়দ
রেফাত আহমেদ
ঘ) বিচারপতি শাহ
আবু নাঈম মমিনুর রহমান
১২. পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে?
ক) মো. ময়নুল
ইসলাম
খ) সফর রাজ
হোসেন
গ) মুহাম্মদ নুরুল
হুদা
ঘ) নুর মোহাম্মদ
১৩. দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান কে?
ক) ড. ইফতেখারুজ্জামান
খ) মাহফুজ আনাম
গ) মুহাম্মদ ফাওজুল
কবির খান
ঘ) মো. তৌহিদ
হোসেন
আন্তর্জাতিক বিষয়াবলী
১৪. জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে?
ক) এ এস
এম আব্দুল হালিম
খ) আলী ইমাম
মজুমদার
গ) মো. আবু
সোলায়মান চৌধুরী
ঘ) আবদুল মুয়ীদ
চৌধুরী
১৫. One Nation, One
Election কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
ক) ভারত
খ) যুক্তরাষ্ট্র
গ) উত্তর কোরিয়া
ঘ) রাশিয়া
১৬. শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট কে?
ক) অনূঢ়া কুমারা
দিশানায়েকে
খ) সাজিথ প্রেমাদাসা
গ) রনিল বিক্রমাসিংহে
ঘ) গোতাবায়া রাজাপাকসে
১৭. ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে?
ক) এমানুয়েল মাখোঁ
খ) মিশেল বার্নিয়ে
গ) গ্যাব্রিয়েল আতাল
ঘ) ম্যানুয়েল ভালস
১৮. ভারতের দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী কে?
ক) সুষমা স্বরাজ
খ) আতীশি মারলেনা
গ) শীলা দীক্ষিত
ঘ) নন্দিনী শতপতি
১৯. বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে?
ক) ১৫ জুন
খ) ৮ ডিসেম্বর
গ) ৬ জুন
ঘ) ৬ জুলাই
২০. ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট ৪ (Shift 4)- এর প্রতিষ্ঠাতা কে?
ক) ইলন মাস্ক
খ) ডোনাল্ড নাউস
গ) জ্যারেড আইজ্যাকম্যান
ঘ) ডোনাল্ড ট্রাম্প
২১. ১৩ সেপ্টেম্বর ২০২৪
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোন ভাইরাসের টিকার প্রথম অনুমোদন দেয়?
ক) Monkeypox
খ) Bourbon
গ) Marburg
ঘ) Rotavirus A
২২. থার্মাইট ব্যবহার করে তৈরি ‘ড্রাগন ড্রোন (Dragon Drone) কোন দেশের?
ক) ইরান
খ) তুরস্ক
গ) ইউক্রেন
ঘ) রাশিয়া
২৩. দুবাইয়ে নির্মিতব্য আকাশচুম্বী ভবন বুর্জ আজিজির উচ্চতা কত?
ক) ৮২৮ মিটার
খ) ৭২৫ মিটার
গ) ৯০১ মিটার
ঘ) ১০০০মিটার
২৪. ১৭ সেপ্টেম্বর ২০২৪
মধ্যপ্রাচ্যের কোন দেশে পেজার (যোগাযোগযন্ত্র) বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়।
ক) সিরিয়া
খ) ইরান
গ) লেবানন
ঘ) ফিলিস্তিন
২৫. জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও ১০
সেপ্টেম্বর ২০২৪ সাধারণ পরিষদে আসন পায় কোন দেশ?
ক) ভ্যাটিকান সিটি
খ) কসোভো
গ) ফিলিস্তিন
ঘ) তাইওয়ান
২৬. নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর নতুন রানি কে?
ক) ডেম সিনডি
কিরো
খ) ক্যামিলা রোজমেরি
গ) আরিনা সাবালেঙ্কা
ঘ) এনগা ওয়াই
হোনো ই তে পো
পাকি
২৭. ১২ সেপ্টেম্বর ২০২৪
মহাশূন্যে প্রথম অপেশাদার ক্রু হিসেবে ‘স্পেসওয়ার্ক' সম্পন্ন করেন কে?
ক) জ্যারেড আইজ্যাকম্যান
খ) আনা মেনন
গ) সারাহ গিলিস
ঘ) স্কট পোটিট
সম্মেলন-বৈঠক
২৮.১০ সেপ্টেম্বর
২০২৪ জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয়?
ক) ৭৮তম
খ) ৮০তম
গ) ৭৯তম
ঘ) ৮১তম
২৯. ১৬তম BRICS সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক) ১১-১৩
অক্টোবর ২০২৪
খ) ১৫-১৭
অক্টোবর ২০২৪
গ) ১৮-২০
অক্টোবর ২০২৪
ঘ) ২২-২৪
অক্টোবর ২০২৪
৩০. ১৬তম BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) কাজান, রাশিয়া
খ) বেইজিং, চীন
গ) তেহরান, ইরান
ঘ) কলকাতা, ভারত
৩১. ৩১তম APEC সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক) ১০-১৬
অক্টোবর ২০২৪
খ) ১০-১৬
নভেম্বর ২০২৪
গ) ১০-১৬
ডিসেম্বর ২০২৪
ঘ) ১০-১৬
জানুয়ারি ২০২৫
৩২. ৩১তম APEC সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) চীন
খ) থাইল্যান্ড
গ) পেরু
ঘ) জাপান
সংস্থার সদস্য
৩৩. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) বর্তমান সদস্য কত?
ক) ১৬৩টি
খ) ১৬৫টি
গ) ১৬৪টি
ঘ) ১৬৬টি
৩৪. ২১ আগস্ট ২০২৪
কোন দেশ WTO'র ১৬৫তম সদস্যপদ
লাভ করে?
ক) কাজাখস্তান
খ) কমোরোস
গ) আফগানিস্তান
ঘ) ভানুয়াতু
৩৫. ৩০ আগস্ট ২০২৪
কোন দেশ WTO'র ১৬৬তম সদস্যপদ
লাভ করে?
ক) পূর্ব তিমুর
খ) আর্মেনিয়া
গ) এস্তোনিয়া
ঘ) আলবেনিয়া
৩৬. স্থায়ী সালিশি আদালতের (PCA) বর্তমান সদস্য দেশ কয়টি?
ক) ১২১টি
খ) ১২৩টি
গ) ১২২টি
ঘ) ১২৪টি
৩৭.২০ সেপ্টেম্বর
২০২৪ কোন দেশ PCA'র ১২৪তম সদস্যপদ
লাভ করে?
ক) হন্ডুরাস
খ) পাপুয়া নিউগিনি
গ) পূর্ব তিমুর
ঘ) গুয়েতেমালা
সংস্থার প্রধান
৩৮. ১ ডিসেম্বর ২০২৪
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে?
ক) জয় শাহ
খ) রবি শাস্ত্রী
গ) শচীন টেন্ডুলকার
ঘ) বীরেন্দ্র শেবাগ
৩৯. ১ অক্টোবর ২০২৪
ন্যাটোর ১৪তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক) চার্লস মিশেল
(বেলজিয়াম)
খ) মার্ক রুটে
(নেদারল্যান্ডস)
গ) টনি ব্লেয়ার
(যুক্তরাজ্য)
ঘ) অ্যাঞ্জেলা মার্কেল
(জার্মানি)
৪০. ১০ সেপ্টেম্বর ২০২৪
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক) নাসির আহমদ
ফাইক
খ) ফিলেমন ইয়াং
গ) জেমস লারসেন
ঘ) ফিলিপ ক্রেডেলকা
রিপোর্ট-সমীক্ষা
৪১. প্লাস্টিক বর্জ্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক) ভারত
খ) ইন্দোনেশিয়া
গ) যুক্তরাষ্ট্র
ঘ) বাংলাদেশ
৪২. ২০২৪ সালের ই-গভর্নমেন্ট সূচকে
শীর্ষ দেশ কোনটি?
ক) এস্তোনিয়া
খ) জাপান
গ) ডেনমার্ক
ঘ) সিঙ্গাপুর
৪৩. ২০২৪ সালের ই-গভর্নমেন্ট সূচকে
সর্বনিম্ন দেশ কোনটি?
ক) আফগানিস্তান
খ) দক্ষিণ সুদান
গ) সোমালিয়া
ঘ) মধ্য আফ্রিকান
প্রজাতন্ত্র
৪৪. ২০২৪ সালের ই-গভর্নমেন্ট সূচকে
বাংলাদেশের অবস্থান কততম?
ক) ৯৮ তম
খ) ১০০তম
গ) ১০৩তম
ঘ) ১১০তম
৪৫. ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
ক) ভারত
খ) ইন্দোনেশিয়া
গ) নাইজেরিয়া
ঘ) যুক্তরাষ্ট্র
৪৬. ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম?
ক) নবম
খ) ২১তম
গ) ৩৫তম
ঘ) ৪৯তম
ক্রীড়াঙ্গন
৪৭. ২০২৪ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়
কোন দেশ?
ক) বাংলাদেশ
খ) নেপাল
গ) ভারত
ঘ) শ্রীলংকা
৪৮. ২৩ সেপ্টেম্বর ২০২৪
পর্যন্ত বাংলাদেশ কতটি টেস্ট জয়লাভ করেছে?
ক) ২১টি
খ) ২৩টি
গ) ২৫টি
ঘ) ২৬টি
৪৯. ২০২৪ সালের ইউএস ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
ক) নোভাক জোকোভিচ
খ) ইয়ানিক সিনার
গ) টেইলর ফ্রিটজ
ঘ) মহেশ ভূপতি
৫০. ২০২৪ সালের ইউএস ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন কে?
ক) আরিয়ানা সাবালেঙ্কা
খ) জেসিকা পেগুলা
গ) এমা নাভারো
ঘ) কোকো গফ
আরো পড়ুন :
অনুচ্ছেদ রচনা | |
আন্তর্জাতিক বিষয়াবলী | |
ইংরেজি ভাষা ও সাহিত্য | |
ইসলাম ধর্ম | |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | |
এইচএসসি | |
এসএসসি | |
ওয়েব ডিজাইন | |
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি | |
কারেন্ট অ্যাফেয়ার্স | |
গ্রন্থ-সমালোচনা | |
চাকরি-বাকরি | |
জীবনযাপন | |
জীববিজ্ঞান | |
জেলা পরিচিতি | |
টিপস | |
দেশ পরিচিতি | |
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি | |
নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন | |
পদার্থ বিজ্ঞান | |
পিডিএফ ডাউনলোড | |
পৌরনীতি ও নাগরিকতা | |
প্রতিষ্ঠান পরিচিতি | |
প্রবন্ধ আলোচনা | |
প্রশ্ন সমাধান | |
ফিন্যান্স ও ব্যাংকিং | |
বাংলা ভাষা ও সাহিত্য | |
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি | |
বাংলা রচনা সম্ভার | |
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | |
বাংলাদেশ বিষয়াবলী | |
বিসিএস প্রস্তুতি | |
ভাইভা প্রস্তুতি | |
ভাবসম্প্রসারণ | |
ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা | |
লেখক পরিচিতি | |
সাধারণ জ্ঞান | |
সাধারন বিজ্ঞান | |
সামাজিক বিজ্ঞান | |
স্বাস্থ্য টিপস |