Current Affairs November 2024 || কারেন্ট অ্যাফেয়ার্স নভেস্বর ২০২৪ থেকে প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।
কারেন্ট অ্যাফেয়ার্স নভেস্বর ২০২৪ থেকে প্রশ্ন ও উত্তর
বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পান কে?
উত্তর : ক্যাপ্টেন তাসমিন দোজা ।
প্রশ্ন: ১৭ অক্টোবর ২০২৪ ন্যায্যমূল্যে অত্যাবশকীয় কৃষিজাত পণ্য বিক্রির জন্যে কোন অ্যাপ চালু করা হয়?
উত্তর : ফসল ডট কম ।
প্রশ্ন : বর্তমানে Bangladesh Standards and Testing Institution (BSTI ) অনুমোদিত পণ্যের সংখ্যা কতটি?
উত্তর : ২৯৯টি।
প্রশ্ন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) নতুন চেয়ারম্যানের নাম কী?
উত্তর : বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার ।
প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে কতটি বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে?
উত্তর : ১৪৪টি।
প্রশ্ন: ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন দেশে?
উত্তর : সংযুক্ত আরব আমিরাত (দ্বিতীয় পাকিস্তান) ।
প্রশ্ন : ৯৭তম অস্কারের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম' বিভাগে বাংলাদেশের কোন ছবিটিকে মনোনিত করা হয়?
উত্তর : বলি ।
প্রশ্ন: সারাদেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (BSCIC) কারখানা রয়েছে কতটি?
উত্তর : ৪৩৪টি।
প্রশ্ন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, দেশের সর্বোচ্চ পথশিশু রয়েছে কোন শহরে?
উত্তর: ময়মনসিংহ।
প্রশ্ন: ঘূর্ণিঝড় ‘দানা' শব্দের অর্থ কী?
উত্তর: মুক্তো (এটি একটি আরবি শব্দ এবং নামকরণ করে কাতার)।
প্রশ্ন: ২৭ সেপ্টেম্বর ২০২৪ দেশে প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল কোন জেলায় চালু হয়?
উত্তর : কক্সবাজার ।
প্রশ্ন: Marine Biodiversity of Areas Beyond National Jurisdiction (BBNJ) চুক্তির নথি বাংলাদেশ জাতিসংঘে কবে জমা দেয়?
উত্তর : ২৬ সেপ্টেম্বর ২০২৪।
প্রশ্ন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কতজন নিহত হন?
উত্তর : ৭৩৫ জন (৭ অক্টোবর ২০২৪ পর্যন্ত)।
প্রশ্ন: ১ অক্টোবর ২০২৪ আদালত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কার নাম ঘোষণা করে?
উত্তর : ডা. শাহাদাত হোসেন ৷
আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন: ইউরোপের দেশ আলবেনিয়ায় সুফি মুসলিমদের জন্য কী নামে ক্ষুদ্র রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে?
উত্তর: দ্য সভরেন স্টেট অব বেকতাশি অর্ডার ।
প্রশ্ন: ২১ অক্টোবর ২০২৪ ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর : লুওং কুওং ।
প্রশ্ন: লেবাননে ইসরায়েলের নতুন স্থল অভিযানের নাম কী দেওয়া হয়?
উত্তর : অপারেশন নর্দান অ্যারোস ।
প্রশ্ন: নেভাতিম বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত?
উত্তর: ইসরায়েল ।
প্রশ্ন: ‘মার্কাভা’ ট্যাংক কোন দেশের তৈরি?
উত্তর: ইসরায়েল ।
প্রশ্ন: বিশ্বে পামওয়েল উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে কোন দেশ?
উত্তর : মালয়েশিয়া (প্রথম : ইন্দোনেশিয়া) ।
প্রশ্ন: ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে ঝুলন্ত অবতরণ হওয়া রকেটের নাম কী ?
উত্তর: স্টারশিপ ।
প্রশ্ন: ‘লিয়াওনিং' কী?
উত্তর : চীনের নির্মিত বিমানবাহী রণতরি ।
প্রশ্ন: 'পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (PTSD) কী?
উত্তর : পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (PTSD) একটি মানসিক রোগ । বেদনাদায়ক (ট্রমাটিক) কোনো ঘটনার সম্মুখীন হওয়ার ফলে কেউ মানসিকভাবে বিপর্যস্ত হলে তিনি এ অবস্থায় পরিণত হতে পারে ।
প্রশ্ন: জাতিসংঘ শান্তি রক্ষা মিশন প্রধানের নাম কী?
উত্তর : জ্যঁ-পিয়েরে ল্যাক্রোইক্স।
প্রশ্ন: United Nations Interim Force in Lebanon (UNIFIL) কবে গঠন করা হয়?
উত্তর: ১৯ মার্চ ১৯৭৮।
প্রশ্ন: সীমান্ত অচলাবস্থা দূর করতে ভারত-চীন কবে চুক্তি স্বাক্ষর করে?
উত্তর : ২১ অক্টোবর ২০২৪।
প্রশ্ন: ২০ অক্টোবর ২০২৪ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোন দেশকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণা করে?
উত্তর : মিসরকে ।
প্রশ্ন: হ্যারিকেন মিল্টন কবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানে?
উত্তর : : ৯ অক্টোবর ২০২৪।
প্রশ্ন: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ইউরোপের কোন দেশটি সর্বশেষ কয়লার বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়?
উত্তর : যুক্তরাজ্য ।
ক্রীড়াঙ্গন
প্রশ্ন : ২৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দেশ কোনটি?
উত্তর : জিম্বাবুয়ে (৩৪৪ রান; বিপক্ষ দল গাম্বিয়া)।
প্রশ্ন: ক্রিকেট বিশ্বে টেস্টের প্রথম দল হিসেবে এক বর্ষপঞ্জিতে ১০০ ছক্কা মারার মাইলফলক অর্জন করে কোন দেশ?
উত্তর : ভারত ।
প্রশ্ন: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর নতুন সভাপতি কে?
উত্তর: তাবিথ আউয়াল ।
প্রশ্ন: বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচের নাম কী?
উত্তর : ফিলিপ ভেরান্ট সিমন্স।
আরো পড়ুন :
অনুচ্ছেদ রচনা |
|
আন্তর্জাতিক
বিষয়াবলী |
|
ইংরেজি ভাষা ও সাহিত্য |
|
ইসলাম ধর্ম |
|
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি |
|
এইচএসসি |
|
এসএসসি |
|
ওয়েব ডিজাইন |
|
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি |
|
কারেন্ট অ্যাফেয়ার্স |
|
গ্রন্থ-সমালোচনা |
|
চাকরি-বাকরি |
|
জীবনযাপন |
|
জীববিজ্ঞান |
|
জেলা পরিচিতি |
|
টিপস |
|
দেশ পরিচিতি |
|
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি |
|
নৈতিকতা মূল্যবোধ ও
সুশাসন |
|
পদার্থ বিজ্ঞান |
|
পিডিএফ ডাউনলোড |
|
পৌরনীতি ও নাগরিকতা |
|
প্রতিষ্ঠান পরিচিতি |
|
প্রবন্ধ আলোচনা |
|
প্রশ্ন সমাধান |
|
ফিন্যান্স ও ব্যাংকিং |
|
বাংলা ভাষা ও সাহিত্য |
|
বাংলা ভাষার ব্যাকরণ
ও নির্মিতি |
|
বাংলা রচনা সম্ভার |
|
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় |
|
বাংলাদেশ বিষয়াবলী |
|
বিসিএস প্রস্তুতি |
|
ভাইভা প্রস্তুতি |
|
ভাবসম্প্রসারণ |
|
ভূগোল পরিবেশ ও দুর্যোগ
ব্যবস্থাপনা |
|
লেখক পরিচিতি |
|
সাধারণ জ্ঞান |
|
সাধারন বিজ্ঞান |
|
সামাজিক বিজ্ঞান |
|
স্বাস্থ্য টিপস |