Current Affairs March 2024 || কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২৪

Preparation BD
By -
0


Current Affairs March 2024 || কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২৪ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।

https://youtu.be/Jcfx1mKMXw4?si=W0YoKcyko3iloPMV

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কতটি ভাষায় অনূদিত হয়?
উত্তর : ৬টি চাকমা, মারমা, ককবরক, আচিক, কুড়মালি ও সাদরি।

প্রশ্ন : বর্তমানে দেশে মোট আয়তনের কত শতাংশ বনভূমি রয়েছে?
উত্তর : ১৫.৫৮% (জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে)।

প্রশ্ন : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (BAU) উদ্ভাবিত সারের প্রয়োজনীয়তা নির্ণয়ের অ্যাপটির নাম কী?
উত্তর : নিউট্রিয়েন্ট ব্যালেন্স ।

প্রশ্ন: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়?
উত্তর : সিলেট ।

প্রশ্ন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০২৩ অনুযায়ী, শিল্পে নিয়োজিত জনগোষ্ঠী কত শতাংশ?
উত্তর : ১২.৪৯%।

প্রশ্ন : মাইকেল মধুসূদন পদক ২০২৩ লাভ করেন কে?
উত্তর : সুহিতা সুলতানা

প্রশ্ন : দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কতটি?
উত্তর : ৩৯টি ।

প্রশ্ন: দ্বাদশ জাতীয় সংসদে মোট নারী সদস্য কতজন?
উত্তর : ৭০ জন (সরাসরি নির্বাচিত ২০জন)।

প্রশ্ন: ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (ITFC) এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ঋণ চুক্তি কবে স্বাক্ষর করে?
উত্তর : ৭ ফেব্রুয়ারি ২০২৪ ।

প্রশ্ন: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ উদ্বোধনকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নিয়ে তৈরি অ্যাপের নাম কী?
উত্তর : বঙ্গবন্ধু ।

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংক টাকার সঙ্গে ডলার বিনিময় বা সোয়াপ ব্যবস্থা চালু করে কবে?
উত্তর : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ।

প্রশ্ন: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মালিকানাধীন রাবার বাগান কতটি?
উত্তর : ১৮টি।

প্রশ্ন: ব্যাংক কোম্পানির স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম বয়স কত হবে?
উত্তর : ৪৫ বছর; সর্বোচ্চ ৭৫ বছর।

প্রশ্ন: ২০২২-২৩ সালের GDP’র চূড়ান্ত হিসাব অনুযায়ী, মাথাপিছু আয় কত?
উত্তর : ২,৭৩,৩৬০ টাকা ।

প্রশ্ন: ২০২২-২৩ সালের GDP’র চূড়ান্ত হিসাব অনুযায়ী, মাথাপিছু GDP কত?
উত্তর : ২,৬২,৮৬৮ টাকা

প্রশ্ন: BBS বর্তমানে GDP’র হিসাব প্রকাশ করে—
উত্তর : ত্রৈমাসিক ।

প্রশ্ন: ‘৫৭০’ চলচ্চিত্রটির পরিচালক কে?
উত্তর : আশরাফ শিশির।

প্রশ্ন: ২১ ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কী?
উত্তর : পূর্ণ ।

আন্তর্জাতিক বিয়ষাবলী

প্রশ্ন: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রথম নারী মুখ্যমন্ত্রী কে?
উত্তর : মরিয়ম নওয়াজ ।

প্রশ্ন: সম্প্রতি রাশিয়া ইউক্রেনের কোন শহর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়?
উত্তর : আভদিভকা ।

প্রশ্ন: ‘মুস্তারিবিন’ কোন দেশের কুখ্যাত গুপ্তচর বাহিনী?
উত্তর : ইসরায়েল ।

প্রশ্ন: ‘অ্যাক্সিস অব রেসিস্ট্যান্স’ বলতে কী বোঝায়?
উত্তর : ইরান-সমর্থিত বাহিনীর নেটওয়ার্ক ।

প্রশ্ন : বিশ্বের সর্ববৃহৎ প্রমোদতরি ‘আইকন ‘অব দ্য সিজ’ কবে যাত্রা শুরু করে?
উত্তর : ২৭ জানুয়ারি ২০২৪।

প্রশ্ন: ৩ ফেব্রুয়ারি ২০২৪ থাইল্যান্ড ও শ্রীলংকার মধ্যে কোন ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : মুক্ত বাণিজ্য চুক্তি (FTA)।

প্রশ্ন: মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো তারবিহীন চিপ স্থাপন করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : নিউরালিংক ।

প্রশ্ন: ২২ জানুয়ারি ২০২৪ কোন দেশ সমুদ্রের তলদেশে রেলওয়ে টানেল নির্মাণের ঘোষণা দেয়?
উত্তর : মালদ্বীপ ।

প্রশ্ন : গুগলের তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) নাম কী?
উত্তর : জেমিনি ।

প্রশ্ন: ২০২৬ সাল থেকে সিঙ্গাপুরের সকল উড়োজাহাজে কোন ধরনের জ্বালানি ব্যবহার বাধ্যতামূলক করবে?
উত্তর : পরিবেশবান্ধব জ্বালানি সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল (SAF)।

প্রশ্ন : দক্ষিণ কোরিয়া ও কিউবা পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে কবে?
উত্তর : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ।

প্রশ্ন: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : লুক্সেমবার্গ (১,৪০,৩১২ মার্কিন ডলার)।

প্রশ্ন: থাইল্যান্ডে নির্বাসিত মিয়ানমার নাগরিকদের পরিচালিত সংবাদ মাধ্যমের নাম কী?
উত্তর : Irrawaddz

প্রশ্ন: ২১ ফেব্রুয়ারি ২০২৪ গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর প্রথমবারের মতো উপত্যকাটিতে আকাশপথে ত্রাণ পাঠায় কোন দেশ?
উত্তর : যুক্তরাজ্য।

প্রশ্ন : যুক্তরাষ্ট্র প্রথম ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে Odysseus মহাকাশযান চাঁদে অবতরণ করে কবে?
উত্তর : ২২ ফেব্রুয়ারি ২০২৪।

ক্রীড়াঙ্গন

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় দলের নতুন প্রধান নির্বাচকের নাম কী?
উত্তর : গাজী আশরাফ হোসেন লিপু ।

প্রশ্ন : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান অর্জন করেন কে?
উত্তর : মোহাম্মদ নবী ।


আরো পড়ুন :


অনুচ্ছেদ রচনা

বিস্তারিত

আন্তর্জাতিক বিষয়াবলী

বিস্তারিত

ইংরেজি ভাষা  সাহিত্য

বিস্তারিত

ইসলাম ধর্ম

বিস্তারিত

ইসলামের ইতিহাস  সংস্কৃতি

বিস্তারিত

এইচএসসি

বিস্তারিত

এসএসসি

বিস্তারিত

ওয়েব ডিজাইন

বিস্তারিত

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

বিস্তারিত

কারেন্ট অ্যাফেয়ার্স

বিস্তারিত

গ্রন্থ-সমালোচনা

বিস্তারিত

চাকরি-বাকরি

বিস্তারিত

জীবনযাপন

বিস্তারিত

জীববিজ্ঞান

বিস্তারিত

জেলা পরিচিতি

বিস্তারিত

টিপস

বিস্তারিত

দেশ পরিচিতি

বিস্তারিত

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি

বিস্তারিত

নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন

বিস্তারিত

পদার্থ বিজ্ঞান

বিস্তারিত

পিডিএফ ডাউনলোড

বিস্তারিত

পৌরনীতি ও নাগরিকতা

বিস্তারিত

প্রতিষ্ঠান পরিচিতি

বিস্তারিত

প্রবন্ধ আলোচনা

বিস্তারিত

প্রশ্ন সমাধান

বিস্তারিত

ফিন্যান্স ও ব্যাংকিং

বিস্তারিত

বাংলা ভাষা ও সাহিত্য

বিস্তারিত

বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি

বিস্তারিত

বাংলা রচনা সম্ভার

বিস্তারিত

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

বিস্তারিত

বাংলাদেশ বিষয়াবলী

বিস্তারিত

বিসিএস প্রস্তুতি

বিস্তারিত

ভাইভা প্রস্তুতি

বিস্তারিত

ভাবসম্প্রসারণ

বিস্তারিত

ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

বিস্তারিত

লেখক পরিচিতি

বিস্তারিত

সাধারণ জ্ঞান

বিস্তারিত

সাধারন বিজ্ঞান

বিস্তারিত

সামাজিক বিজ্ঞান

বিস্তারিত

স্বাস্থ্য টিপস

বিস্তারিত

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !