১৩-২০তম গ্রেডের নিয়োগ পরীক্ষার পূর্ণ প্রস্তুতি

Preparation BD
By -
0


১৩-২০তম গ্রেডের নিয়োগ পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নিয়ে নিচে আলোচনা করা হলো। বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গণিত ও সাধারণ জ্ঞান অংশ আলাদা করে আলোচনা করা হয়েছে। আশা করি লেখাটি আপনাদের অনেক সহায়ক হবে।

বাংলা

১. নিচের শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করুন :

বাগদান; অন্তর্গত; অত্যাচার; নায়ক; বিপজ্জনক

উত্তর: বাক্ + দান = বাগদান; অন্তঃ + গত অন্তর্গত; অতি + আচার = অত্যাচার; নৈ + অক = নায়ক; বিপদ + জনক = বিপজ্জনক ।

২. বাগ্ধারাগুলোর অর্থ লিখুন :

  • হাতের পাঁচ— শেষ সম্বল ৷
  • কচ্ছপের কামড়— নাছোড়বান্দা।
  • কাষ্ঠ হাসি— শুকনো হাসি ৷
  • বাঘের মাসি— আরাম প্রিয় ব্যক্তি।
  • কলা দেখানো— ফাঁকি দেওয়া ।

৩. পারিভাষিক শব্দগুলোর অর্থ লিখুন :

  • Postage— ডাকমাশুল;
  • Sanction— অনুমোদন;
  • Remark— মন্তব্য;
  • Pact – চুক্তি;
  • Treasury- কোষাগার।

৪. কারক ও বিভক্তি নির্ণয় করুন :

  • ক. জিজ্ঞাসিবে জনে জনে- কর্মে সপ্তমী ।
  • খ. গাঁয়ে মানে না আপনি মোড়ল-কর্তায় সপ্তমী ।
  • গ. আকাশে চাঁদ উঠেছে- কর্তায় ষষ্ঠী ।
  • ঘ. মেঘে বৃষ্টি হয়। – অপাদানে সপ্তমী ।
  • ঙ. বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে- অধিকরণে সপ্তমী।

৫. এক কথায় প্রকাশ করুন :

  • সৃষ্টি করার ইচ্ছা— সিক্ষা;
  • সৈনিকদের বিশ্রাম শিবির স্কন্দাবার;
  • যিনি স্মৃতি শাস্ত্র জানেন স্মার্ত;
  • মর্মকে পীড়া দেয় যে— মর্মন্তুদ;
  • বহু গৃহ হতে ভিক্ষা সংগ্রাহক মাধুকরী ।

৬. ‘ষাট গম্বুজ মসজিদ’ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন।

English

Write the meaning and make sentences with the following words:

  • Condemn (দোষ দেওয়া)— The government condemns all acts of terrorism.
  • Bilateral (দ্বিদলীয়)— They have been negotiating a bilateral trade deal.
  • Gigantic (বিশাল / প্রকাণ্ড ) — The gigantic skyscraper dominated the city skyline.

Appropriate prepositions

  • Meditate on/upon- One should not meditate upon the past actions.
  • Influence over- The old man has no influence over his sons.
  • Heed to- The sons did not pay heed to their father’s advice.

Subject-verb Agreement

  • Lily as well as her sisters (have) done well in the examinations.— has.
  • One-third of the work (have) been finished.- has.
  • There (be) a high school in our village.― is.
  • If I were you, I (not do) this.— would not.
  • The jury (be) unanimous in its opinion.― were.

Translate into English

  • আইনের চোখে সবাই সমান।— All are equal in the eye of law.
  • সবচেয়ে ভালোটা হোক তোমার এই কামনা রইলো All the best to you.
  • তোমার জন্য আমার একটা প্রশ্ন আছে।— I have a question for you.

Gender (Masculine to Feminine)

MasculineFeminine
BachelorSpinster/ Maid
DrakeDuck
HartRoe
BeauBelle
FiancéFiancée

Change the following sentences as directed:

  • I always agreed with him. (Make it Negative) I never disagreed with him.
  • Killing the bird, the old man brought bad luck to the crew. (Make it Complex)— Since the old man killed the bird, he brought bad luck to the crew.
  • Who is happier than Jamil? (Make it Assertive) There is no man happier than Jamil.
  • I wish I had the wings of a bird. (Make it Exclamatory) Had I the wings of a bird!
  • I saw him when he was playing. (Make it Simple)— I saw him at the time of playing.

গণিত

১. দুটি সংখ্যার অনুপাত ৫: ৮। উভয়ের সাথে ২ যোগ করে অনুপাতটি ২: ৩ হয়। সংখ্যা দুটি নির্ণয় করুন।
উত্তর : ১০ ও ১৬ ৷

২. 2x = 3y+5 হলে, 4x−6y = কত?
উত্তর : 10।

৩. একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে, সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
উত্তর : ৫০০ মিটার ।

[Hints: V=d/t]

৪. একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
উত্তর : ৫০০০ টাকা ।

৫. ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
উত্তর : ৫১।

৬. 32-এর 2 ভিত্তিক লগারিদম কত?
উত্তর : 5 ।

৭. ০.০০০১-এর বর্গমূল কত?
উত্তর : ০.০১ ।

৮. চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
উত্তর : ৯৮৯৯।

৯. x > y ও z < 0 হলে নিচের কোনটি সঠিক?
উত্তর : xz < yz

১০. ৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
উত্তর : ৯৮ বর্গ সে.মি.

১১. একটি রেখার ওপর অঙ্কিত বর্গ ঐ রেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গের কতগুণ?
উত্তর : চারগুণ ।

১২. রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?
উত্তর : ৯৭।

১৩. প্রথম ১০টি বিজোড় সংখ্যার যোগফল কত?
উত্তর : ১০০ ।

১৪. FREEDOM শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
উত্তর : ৭!/ 2!

[Hints: n !/p!q!r!]

১৫. ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?
উত্তর : ৬০ ।

সাধারণ জ্ঞান

প্রশ্ন : ভাওয়াইয়া ও চটকা কোন অঞ্চলের লোকসংগীত?
উত্তর : রংপুর ।

প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি?
উত্তর : বীর বিক্রম।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে গণচীনে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে অংশ নেন?
উত্তর : ১৯৫২ সালে ।

প্রশ্ন : মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন কোথায় অবস্থিত?
উত্তর : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া।

প্রশ্ন : ‘আল-মায়েদিন’ নিউজ চ্যানেলটি কোন দেশের?
উত্তর : লেবানন ।

প্রশ্ন : বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ‘ওয়ানগালা উৎসব পালন করে?
উত্তর : গারো ।

প্রশ্ন : সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা কে ছিলেন?
উত্তর : মিখাইল গর্বাচেভ।

প্রশ্ন : রামসার কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি।

প্রশ্ন : স্থলবন্দর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, দেশে কতটি স্থলবন্দর রয়েছে?
উত্তর : ২৪টি।

প্রশ্ন : ক্রিসমাস আইল্যান্ড কোন দেশে অবস্থিত?
উত্তর : অস্ট্রেলিয়া ।

প্রশ্ন : রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার নাম কী?
উত্তর : রোসাটম ।

প্রশ্ন : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদেশ কতটি?
উত্তর : ১০টি ।

প্রশ্ন : বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে?
উত্তর : অ্যাটর্নি জেনারেল ।

প্রশ্ন : অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত?
উত্তর : ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত।

প্রশ্ন : জাইকা কোন দেশের উন্নয়ন সহযোগী সংস্থা?
উত্তর : জাপান ।

প্রশ্ন: ‘মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ গানটির রচয়িতা কে?
উত্তর : অতুলপ্রসাদ সেন ৷

প্রশ্ন : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রধান লক্ষ্য কয়টি?
উত্তর : ১৭টি

প্রশ্ন : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : জুরিখ, সুইজারল্যান্ড।

প্রশ্ন : ‘নাইওর’ ও ‘তিন কন্যা’ ছবি দুটো কে এঁকেছেন?
উত্তর : পটুয়া কামরুল হাসান ।

প্রশ্ন : আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে কোন দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে?
উত্তর : ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ।

প্রশ্ন : ২০২২ সালের ১২ ডিসেম্বর ঘোষিত স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টি?
উত্তর : ৪টি


আরো পড়ুন :


অনুচ্ছেদ রচনা

বিস্তারিত

আন্তর্জাতিক বিষয়াবলী

বিস্তারিত

ইংরেজি ভাষা  সাহিত্য

বিস্তারিত

ইসলাম ধর্ম

বিস্তারিত

ইসলামের ইতিহাস  সংস্কৃতি

বিস্তারিত

এইচএসসি

বিস্তারিত

এসএসসি

বিস্তারিত

ওয়েব ডিজাইন

বিস্তারিত

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

বিস্তারিত

কারেন্ট অ্যাফেয়ার্স

বিস্তারিত

গ্রন্থ-সমালোচনা

বিস্তারিত

চাকরি-বাকরি

বিস্তারিত

জীবনযাপন

বিস্তারিত

জীববিজ্ঞান

বিস্তারিত

জেলা পরিচিতি

বিস্তারিত

টিপস

বিস্তারিত

দেশ পরিচিতি

বিস্তারিত

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি

বিস্তারিত

নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন

বিস্তারিত

পদার্থ বিজ্ঞান

বিস্তারিত

পিডিএফ ডাউনলোড

বিস্তারিত

পৌরনীতি ও নাগরিকতা

বিস্তারিত

প্রতিষ্ঠান পরিচিতি

বিস্তারিত

প্রবন্ধ আলোচনা

বিস্তারিত

প্রশ্ন সমাধান

বিস্তারিত

ফিন্যান্স ও ব্যাংকিং

বিস্তারিত

বাংলা ভাষা ও সাহিত্য

বিস্তারিত

বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি

বিস্তারিত

বাংলা রচনা সম্ভার

বিস্তারিত

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

বিস্তারিত

বাংলাদেশ বিষয়াবলী

বিস্তারিত

বিসিএস প্রস্তুতি

বিস্তারিত

ভাইভা প্রস্তুতি

বিস্তারিত

ভাবসম্প্রসারণ

বিস্তারিত

ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

বিস্তারিত

লেখক পরিচিতি

বিস্তারিত

সাধারণ জ্ঞান

বিস্তারিত

সাধারন বিজ্ঞান

বিস্তারিত

সামাজিক বিজ্ঞান

বিস্তারিত

স্বাস্থ্য টিপস

বিস্তারিত

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !