১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় পরীক্ষা ২০২৪ এর সম্পূর্ণ প্রশ্ন সমাধান

Preparation BD
By -
0


১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় পরীক্ষা ২০২৪ এর সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ১৫ মার্চ ২০২৪। এই দিন ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিচে দেওয়া হলো। আসা এটা আপনার জন্য সহায়ক হবে।

১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় পরীক্ষা ২০২৪ এর সম্পূর্ণ প্রশ্ন সমাধান

১. বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত?
ক. ৩.৩০ কি.মি
খ. ৩.৩১ কি.মি
গ. ৩.৩২ কি.মি
ঘ. ৩.৩১ কি.মি

উত্তর : গ

২. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোন জেলা?
ক. ভোলা
খ. সাতক্ষীরা
গ. চাঁদপুর
ঘ. নোয়াখালী

উত্তর : ক

৩. কোন সাময়িকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি খেতাবে ভূষিত করেন?
ক. দ্য ইকোনমিস্ট
খ. নিউজ উইকস
গ. দ্য গার্ডিয়ান
ঘ. রয়টার্স

উত্তর : ক

৪. বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি?
ক. ভারত
খ. চীন
গ. রাশিয়া
ঘ. যুক্তরাষ্ট্র

উত্তর : গ

৫. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক. কপোতাক্ষ
খ. যমুনা
গ. মেঘনা
ঘ. করতোয়া

উত্তর : ঘ

৬. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে ‘বীরপ্রতীক’ উপাধিতে ভূষিত করা হয়?
ক. তারামান বিবি ও ময়মুনা বিবি
খ. সিতারা বেগম ও ময়মুনা বিবি
গ. তারামন বিবি ও সিতারা বেগম
ঘ. ময়মুনা বিবি ও তারামন বিবি

উত্তর : গ

৭. ওয়াংগালা কাদের উৎসব?
ক. কুকিদের
খ. গারোদের
গ. চাকমাদের
ঘ. মারমাদের

উত্তর : খ

৮. বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কবে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৮১ সালে

উত্তর : গ

৯. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
ক. ১৯০৫ সালে
খ. ১৯১১ সালে
গ. ১৯০৬ সালে
ঘ. ১৯০৯ সালে

উত্তর : খ

১০. নিচের কোন কর্মসূচিকে ম্যাগনাকার্টা হিসেবে গণ্য করা হয়?
ক. ১১ দফা
খ. ২১ দফা
গ. ৬ দফা
ঘ. ৪ দফা

উত্তর : গ

১১. হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন?
ক. জর্ডান
খ. ফিলিস্তিন
গ. মিশর
ঘ. লেবানন

উত্তর : ঘ

১২.জাপানের পার্লামেন্টের নাম কী?
ক. ডায়েট
খ. কায়েট
গ. লোকসভা
ঘ. ন্যাশনাল এসেম্বলি

উত্তর : ক

১৩. ‘ফিফা বিশ্বকাপ-২০২৬’ কোথায় অনুষ্ঠিত হবে?
ক. যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
খ. জেনেভা, রাশিয়া, ফ্রান্স
গ. ভিয়েনা, অস্ট্রিয়া, ভেনিজুয়েলা
ঘ. কাতার, দুবাই, বাহরাইন

উত্তর : ক

১৪. SDG জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়?
ক. ৫৫তম
খ. ৭০তম
গ. ৭২তম
ঘ. ৭৩তম

উত্তর : খ

১৫. থাইল্যান্ডের মুদ্রার নাম কী?
ক. লিরা
খ. ক্রোনা
গ. বাথ
ঘ. রিংগিত

উত্তর : গ

১৬. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. তাওয়াক্কোল কারমান
খ. নার্গিস মোহাম্মদী
গ. মালালা ইউসুফ জাই
ঘ. শিরিন এবাদী

উত্তর : খ

১৭. IMF এর সদর দপ্তর কোথায়?
ক. ওয়াশিংটন ডিসি
খ. নিউইয়র্ক
গ. জেনেভা
ঘ. রোম

উত্তর : ক

১৮. জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
ক. উ-থান্ট
খ. ট্রিগভেলী
গ. দ্যাগ হ্যামারশোল্ড
ঘ. গুতেরেস

উত্তর : খ

১৯. জ্বালানি তেল উৎপাদনে শীর্ষে কোন দেশ?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. ইরাক
ঘ. সৌদি আরব

উত্তর : ক

২০.’লেইস ফেয়ার’ নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত?
ক. সমাজতান্ত্রিক
খ. খেলাধুলা
গ. গণতন্ত্র
ঘ. মুক্তবাজার

উত্তর : ঘ

২১. কোনটি জলবায়ুর উপাদান নয়?
ক. বায়ু প্রবাহ
খ. বারিপাত
গ. সমুদ্র স্রোত
ঘ. বায়ুর আর্দ্রতা

উত্তর : গ

২২. সবজি চাষ বিদ্যাকে কী বলে?
ক. Horticulture
খ. Arboriculture
গ. Floriculture
ঘ. Vegeculture

উত্তর : ক

২৩. বাংলাদেশে সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি?
ক. উত্তর-পশ্চিম
খ. দক্ষিণ
গ. দক্ষিণ-পশ্চিম
ঘ. মধ্য অঞ্চল

উত্তর : গ

২৪. রক্তে Platelet এর কাজ কী?
ক. O2 পরিবহন
খ. সংক্রমণ প্রতিরোধ
গ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে
ঘ. রক্তে pH এর নির্ধারণ করে

উত্তর : গ

২৫.কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানকে কী বলা হয়?
ক. ইন্টারনেট
খ. ইন্টারকম
গ. ই-মেইল
ঘ. ইন্টারস্পিড

উত্তর : ক

২৬. লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় ৫ বছর কম। শাফিনের বয়স ২০ বছর হলে জিদানের বয়স কত?
ক. ২০ বছর
খ. ২৫ বছর
গ. ৩০ বছর
ঘ. ৩৫ বছর

উত্তর : ঘ

২৭. দুইটি দলের সদস্য সংখ্যার ল. সা. গু ৯০ ও গ. সা. গু ১৫ হলে উভয় দলের সদস্য মোট কত জন?
ক. ৬৫
খ. ৭৫
গ. ৮৫
ঘ. ৯৫

উত্তর : খ

২৮. কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে ১০ দিনে ও ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭

উত্তর : গ

২৯. একটি লাঠির মোট দৈর্ঘ্যের ৪০% এর সাথে ৪৫ মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। লাঠিটির দৈর্ঘ্য কত?
ক. ৬৫ মিটার
খ. ৭০ মিটার
গ. ৭৫ মিটার
ঘ. ৮০ মিটার

উত্তর : গ

৩০. বার্ষিক শতকরা ১২½% সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?
ক. ১০০
খ. ২০০
গ. ৩০০
ঘ. ৪০০

উত্তর : খ

৩১. ৫ টাকায় ৮টি কলা ক্রয় করে ৫ টাকায় ৬টি কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে?
ক. ৩০⅓%
খ. ৩১⅓%
গ. ৩২⅓%
ঘ. ৩৩⅓%

উত্তর : ঘ

৩২. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫: ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৬

উত্তর : ক

৩৩. x3 + 6x2y + 11xy2 + 6y3 এর উৎপাদক নিচের কোনটি?
ক. (x + y) (x + 2y) ( x + 3y)
খ. (x + y) (x – 2y) (x – 3y)
গ. (x – y) (x – 2y) ( x + 3y)
ঘ. (x – y) (x + 2y) (x – 3y)

উত্তর : ক

৩৪. x = √5 + √4 হলে x2 +1/x2= এর মান কত?
ক. 36
খ. 27
গ. 18
ঘ. 9

উত্তর : গ

৩৫. 18 (x + y)3, 24 (x + y)2 এবং 32 (x2 – y2) এর গ.সা.গু কোনটি?
ক. 2 (x + y)
খ. x – y
গ. x + y
ঘ. 2 (x – y)

উত্তর : ক

৩৬. (−27)4/3 এর মান কত?
ক. -81
খ. 81
গ. ±81
ঘ. ±27

উত্তর : খ

৩৭. (xp-q)p+q .(xq-r)q+r . (xr-p)r+p = কত?
ক. 0
খ. p+ q
গ. q+r
ঘ. 1

উত্তর : ঘ

৩৮. log10x = -2 হলে x এর মান কত?
ক. 0.01
খ. 0.001
গ. 0.05
ঘ. 0.005

উত্তর : ক

৩৯. (log10x )2 = log10x2 হলে x এর মান কত?
ক. 1,0
খ. 1, 10
গ. 1, 100
ঘ. 10, 100

উত্তর : গ

৪০. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার। এর প্রস্থ 5 মিটার হলে, দৈর্ঘ্য কত মিটার হবে?
ক. 15
খ. 20
গ. 25
ঘ. 30

উত্তর : ক

৪১. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটি 30° ও 60° ; ত্রিভুজটির বাহু তিনটির অনুপাত কত?
ক. 1 : √3 : 2
খ. 1 : 3 : √2
গ. 1 : 2 : 3
ঘ. 1 : 3 : 2

উত্তর : ক

৪২. কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30° হলে ঐ বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত?
ক. 15°
খ. 45°
গ. 60°
ঘ. 75°

উত্তর : ঘ

৪৩. 1 সে.মি., 2 সে.মি., 3 সে.মি. ও 4 সে.মি. দৈর্ঘ্যবিশিষ্ট চারটি রেখাংশ দ্বারা কয়ীট ত্রিভুজ অংকন করা যাবে?
ক. 1
খ. 2
গ. 3
ঘ. 4

উত্তর : ক

৪৪. 5 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সে.মি. দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
ক. 4
খ. 5
গ. 6
ঘ. 7

উত্তর : গ

৪৫. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি.। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
ক. 128
খ. 130
গ. 132
ঘ. 140

উত্তর : ক

৪৬. বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোণটি-
ক. সূক্ষ্মকোণ
খ. স্থূলকোণ
গ. সমকোণ
ঘ. সরলকোণ

উত্তর : খ

৪৭. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে, তার পরিসীমা কত মিটার?
ক. 20
খ. 40
গ. 60
ঘ. 80

উত্তর : গ

৪৮. ক : খ = ৪ : ৫ এবং খ গ = ৭ : ৮ হলে ক : গ = কত?
ক. ১:২
খ. ৪ : ৮
গ. ৭:১০
ঘ. ৫ : ৮

উত্তর : গ

৪৯. -2x2 + 4x – 5 রাশিটির সর্বোচ্চ মান কত?
ক. -1
খ. -2
গ. -3
ঘ. -4

উত্তর : গ

৫০. PQ রেখাংশকে R বিন্দুতে এমনভাবে অন্তর্বিভক্ত করা হলো যেন PQ : PR = PR : QR হয় যখন PR > QR; সমানুপাতটি কত?
ক. 1 : 1 . 618
খ. 1 : 0 . 618
গ. 1 . 618 : 1
ঘ. 0 . 618 : 1

উত্তর : খ

৫১. ‘Pass out’ means-
ক. die
খ. faint
গ. disappear
ঘ. cross

উত্তর : খ

৫২. The police is looking… the matter.
ক. into
খ. on
গ. to
ঘ. at

উত্তর : ক

৫৩. The phrase ‘Man of parts’ means-
ক. honest
খ. sincere
গ. talented
ঘ. worthless

উত্তর : গ

৫৪. Select the same meaning … pragmatic.
ক. wasteful
খ. productive
গ. practical
ঘ. fussy

উত্তর : গ

৫৫. Antonym of ‘Ally’ is-
ক. friend
খ. child
গ. congested
ঘ. enemy

উত্তর : ঘ

৫৬. Had I the wings of a bird ! (make it assertive):
ক. I wish I had the wings of a bird.
খ. I had the wings of a bird.
গ. I should have the wings of a bird.
ঘ. May I have the wings of a bird.

উত্তর : ক

৫৭. He got … his illness in two weeks.
ক. on
খ. by
গ. with
ঘ. over

উত্তর : ঘ

৫৮. My uncle arrived while I ( cook) the dinner.
ক. would cook
খ. had cooked
গ. cook
ঘ. was cooking

উত্তর : ঘ

৫৯. He advised me (give) smoking.
ক. giving up
খ. to give up
গ. in giving up
ঘ. from giving up

উত্তর : খ

৬০. There is … tea in the cup.
ক. very little
খ. any
ঘ. many
গ. very

উত্তর : ক

৬১. The old lady cannot help … a cup of tea.
ক. to drink
খ. take
গ. to taking
ঘ. having

উত্তর : ঘ

৬২. A true patriot can die … his country.
ক. for
খ. of
গ. in
ঘ. by

উত্তর : ক

৬৩. What is lotted cannot be blotted (Active).
ক. Must be blot we lot.
খ. We cannot blot what we must lot.
গ. We must blot what we cannot lot.
ঘ. We must be blotted what we cannot lot.

উত্তর : খ

৬৪. Lingua franca means-
ক. common language
খ. maiden speech
গ. second language
ঘ. mother tongue

উত্তর : ক

৬৫. The work is to be …. immediately.
ক. do
খ. done
গ. doing
ঘ. did

উত্তর : খ

৬৬. The word ‘Garrulous’ means-
ক. wordless
খ. talkingless
গ. speechless
ঘ. talking too much

উত্তর : ঘ

৬৭. কিছু করার আগে ভালো করে ভেবে নাও
ক. Think before you leap.
খ. Look before you do.
গ. Think before you do anything.
ঘ. Look before you leap.

উত্তর : ঘ

৬৮. What parts of speech is the word ‘Fatherly’?
ক. adjective
খ. verb
গ. adverb
ঘ. noun

উত্তর : ক

৬৯. Your clock has run-
ক. short
খ. good
গ. down
ঘ. up

উত্তর : গ

৭০. The noun form of approve is-
ক. approof
খ. approveness
গ. approvalty
ঘ. approval

উত্তর : ঘ

৭১. লাইনটি কেটে দাও-
ক. Cut the line
খ. Cross the line
গ. Give up the line
ঘ. Pen through the line

উত্তর : ঘ

৭২. Metro rail is one of the greatest achievements of Bangladesh. Find out the correct sentence.
ক. Metro rail is a very great achievement of Bangladesh
খ. Very few achievements of Bangladesh are as great as Metro rail.
গ. Metro rail is greater than any other achievement of Bangladesh.
ঘ. No other achievement of Bangladesh is as great as Metro rail.

উত্তর : খ

৭৩. The synonym of ‘Franchise’ is-
ক. charter
খ. licence
গ. privilege
ঘ. all of the above

উত্তর : গ

৭৪. Choose the direct speech of the sentence : She told me to stand up.
ক. She said, “Do stand up”.
খ. She told, “Stand up”.
গ. She said me, “Stand up”.
ঘ. She said to me, “Stand up”.

উত্তর : ঘ

৭৫. He said that he …. that previous day.
ক. has come
খ. came
গ. arrived
ঘ. had come

উত্তর : ঘ

৭৬. কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?
ক. তৎসম শব্দের বহুলতা
খ. তদ্ভব শব্দের বহুলতা
গ. প্রাচীনতা
ঘ. অমার্জিততা

উত্তর : খ

৭৭. ‘Book Post’ এর পারিভাষিক রূপ কোনটি?
ক. ডাকঘর
খ. খোলা ডাক
গ. উপবিধি
ঘ. লেখস্বত্ব

উত্তর : খ

৭৮. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. হিন্দি
খ. উর্দু
গ. পর্তুগিজ
ঘ. গ্রিক

উত্তর : গ

৭৯. যে সমাসের সমস্যমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে?
ক. দ্বন্দ্ব
খ. দ্বিগু
গ. তৎপুরুষ
ঘ. বহুব্রীহি

উত্তর : ক

৮০. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
ক. হাত+ল = হাতল
খ. চল্+অন্ত = চলন্ত
গ. রাধ+না = রান্না
ঘ. কোনোটিই নয়

উত্তর : ক

৮১. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
ক. ৯টি
খ. ১০টি
গ. ১১টি
ঘ. ১২টি

উত্তর : ঘ

ব্যাখ্যা : নবম-দশম শ্রেণির পুরাতন ব্যাকরণ অনুসারে, যতি বা ছেদ চিহ্ন ১২টি। নবম-দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুসারে যতি বা ছেদ চিহ্ন ১৩টি। উল্লেখ্য, এটি ১১তম শিক্ষক নিবন্ধনের প্রশ্নের রিপিট ।

৮২. ‘নদের চাঁদ’ বাগধারটির অর্থ কী?
ক. অতি আকাঙ্ক্ষিত বস্তু
খ. অহমিকাপূৰ্ণ নিৰ্গুণ ব্যক্তি
গ. অদৃষ্টের পরিহাস
ঘ. বিশেষ সম্মানিত ব্যক্তি

উত্তর : খ

৮৩. ‘যার কোনো মূল্য নেই’- সমার্থক বাগধারা কোনটি?
ক. ডাকাবুকো
খ. তুলসী বনের বাঘ
গ. কাঠের পুতুল
ঘ. ঢাকের বায়া

উত্তর : ঘ

৮৪. কোন বানানটি শুদ্ধ?
ক. শ্ৰদ্ধাঞ্চলী
খ. দারিদ্রতা
গ. বৈশিষ্ট
ঘ. উপর্যুক্ত

উত্তর : ঘ

৮৫. অনুবাদ কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার

উত্তর : ক

৮৬. ‘চলচ্চিত্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. চলৎ+চিত্র
খ. চল+চিত্র
গ. চলচ+চিত্র
ঘ. চলিচ+চিত্র

উত্তর : ক

৮৭. সন্ধির প্রধান সুবিধা কী?
ক. লেখার সুবিধা
খ. উচ্চারণের সুবিধা
গ. পড়ার সুবিধা
ঘ. শুনার সুবিধা

উত্তর : খ

৮৮. ‘পুকুরে মাছ আছে’- এখানে ‘পুকুর’ কোন কারক?
ক. কর্ম কারক
খ. অপাদান কারক
গ. সম্প্রদান কারক
ঘ. অধিকরণ কারক

উত্তর : ঘ

৮৯. ‘ডাক্তার ডাক’- কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃ কারকে শূন্য বিভক্তি
খ. কর্ম কারকে শূন্য বিভক্তি
গ. করণ কারকে শূন্য বিভক্তি
ঘ. কোনোটিই নয়

উত্তর : খ

৯০. নিচের কোনটি নিত্য সমাস?
ক. পঞ্চনদ
খ. বেয়াদব
গ. দেশান্তর
ঘ. ভালমন্দ

উত্তর : গ

৯১. ‘পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি?
ক. অচল
খ. অদি
গ. কনক
ঘ. অবনী

উত্তর : ঘ

৯২. ‘কৌমুদী’ শব্দের প্রতিশব্দ হলো-
ক. চাঁদ
খ. জ্যোৎস্না
গ. পদ্মফুল
ঘ. মুকুল

উত্তর : খ

৯৩. ‘যা বলা হয়নি’- এক কথায় তাকে কী বলে?
ক. অকথ্য
খ. অনুক্ত
গ. নির্বাক
ঘ. মুক

উত্তর : খ

৯৪. ‘চন্দ্র’ এর বিশেষণ রূপ কোনটি?
ক. চান্দ্ৰ
খ. চাঁদ
গ. চন্দ্ৰা
ঘ. চান্দ্ৰা

উত্তর : ক

৯৫. কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে ?
ক. সংযোজক
খ. সমুচ্চয়ী
গ. অনুকার
ঘ. অনুসর্গ

উত্তর : ঘ

৯৬. ‘A bolt from the blue’- বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
ক. যতো গর্জে ততো বর্ষে না
খ. গরিবের ঘোড়া রোগ
গ. বিনা মেঘে বজ্রপাত
ঘ. অতি লোভে তাতি নষ্ট

উত্তর : গ

৯৭. ‘আমি’ শব্দটি কোন লিঙ্গ?
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রী লিঙ্গ
গ. ক্লীব লিঙ্গ
ঘ. উভয় লিঙ্গ

উত্তর : ঘ

৯৮. ‘শীকর’ শব্দের অর্থ-
ক. গাছের মূল
খ. মেনে নেয়া
গ. জলকণা
ঘ. রাজত্ব

উত্তর : গ

৯৯. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়?
ক. নেতা
খ. কবি
গ. দাতা
ঘ. বাদশাহ

উত্তর : খ

১০০. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক. অপগত
খ. পরাগত
গ. সমীভবন
ঘ. বিষমীভবন

উত্তর : ঘ


আরো পড়ুন :


অনুচ্ছেদ রচনা

বিস্তারিত

আন্তর্জাতিক বিষয়াবলী

বিস্তারিত

ইংরেজি ভাষা  সাহিত্য

বিস্তারিত

ইসলাম ধর্ম

বিস্তারিত

ইসলামের ইতিহাস  সংস্কৃতি

বিস্তারিত

এইচএসসি

বিস্তারিত

এসএসসি

বিস্তারিত

ওয়েব ডিজাইন

বিস্তারিত

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

বিস্তারিত

কারেন্ট অ্যাফেয়ার্স

বিস্তারিত

গ্রন্থ-সমালোচনা

বিস্তারিত

চাকরি-বাকরি

বিস্তারিত

জীবনযাপন

বিস্তারিত

জীববিজ্ঞান

বিস্তারিত

জেলা পরিচিতি

বিস্তারিত

টিপস

বিস্তারিত

দেশ পরিচিতি

বিস্তারিত

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি

বিস্তারিত

নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন

বিস্তারিত

পদার্থ বিজ্ঞান

বিস্তারিত

পিডিএফ ডাউনলোড

বিস্তারিত

পৌরনীতি ও নাগরিকতা

বিস্তারিত

প্রতিষ্ঠান পরিচিতি

বিস্তারিত

প্রবন্ধ আলোচনা

বিস্তারিত

প্রশ্ন সমাধান

বিস্তারিত

ফিন্যান্স ও ব্যাংকিং

বিস্তারিত

বাংলা ভাষা ও সাহিত্য

বিস্তারিত

বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি

বিস্তারিত

বাংলা রচনা সম্ভার

বিস্তারিত

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

বিস্তারিত

বাংলাদেশ বিষয়াবলী

বিস্তারিত

বিসিএস প্রস্তুতি

বিস্তারিত

ভাইভা প্রস্তুতি

বিস্তারিত

ভাবসম্প্রসারণ

বিস্তারিত

ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

বিস্তারিত

লেখক পরিচিতি

বিস্তারিত

সাধারণ জ্ঞান

বিস্তারিত

সাধারন বিজ্ঞান

বিস্তারিত

সামাজিক বিজ্ঞান

বিস্তারিত

স্বাস্থ্য টিপস

বিস্তারিত

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !