সিলেট গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান
সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে (অনুসন্ধান কূপ, ৪ স্তরবিশিষ্ট) গ্যাসের পাশাপাশি পাওয়া গেছে জ্বালানি তেলের সন্ধান (প্রথম স্তরে)। ১০ ডিসেম্বর তথ্যটি নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সিলেটের তামাবিল-জাফলং মহাসড়কের পাশে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নে কূপটি অবস্থিত। পরীক্ষামূলকভাবে কূপটিতে তেলের প্রবাহ পাওয়া যায় প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল (১৫৯ লিটার)।
বানৌজা শের-ই-বাংলা নৌ-ঘাঁটি উদ্বোধন
১২ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নৌ-ঘাঁটি ‘বানৌজা শের-ই-বাংলা’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ৪টি পেট্রোল ক্রাফট স্কোয়াড্রন ও ৪টি যুদ্ধ জাহাজ উদ্বোধন করা হয় ।
একাদশ সংসদের শেষ অধিবেশনে রেকর্ড বিল পাশ
একাদশ জাতীয় সংসদের ২৫তম ও শেষ অধিবেশন এবং ২০২৩ সালের পঞ্চম অধিবেশন শেষ হয় ২ নভেম্বর। ২২ অক্টোবর শুরু হওয়া এই অধিবেশনে রেকর্ড ২৫টি বিল পাশ হয় ।
ঢাকার রিকশাচিত্রের স্বীকৃতি
২০২৩ সালের ৬ ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ । আফ্রিকার দেশ বতসোয়ানার কাসান শহরে অনুষ্ঠিত ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তঃসরকার কমিটির ১৮তম অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হয় । উল্লেখ্য, বাংলাদেশের বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭) পর পঞ্চম বিমূর্ত ঐতিহ্য হিসেবে সংস্থাটির ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকায় স্থান পায় ‘রিকশা ও রিকশাচিত্র’ ।
মিঠামইনে সেনানিবাস উদ্বোধন
২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত উপজেলা মিঠামইনে নবনির্মিত মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন। সেনানিবাসে পদাতিক, ইঞ্জিনিয়ার, এসএসডি ও সিএমএইচসহ ৪টি বিভাগ চালু হয় ।
দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি
২০ মার্চ দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি ‘বানৌজা শেখ হাসিনা’ ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারের পেকুয়ায় প্রায় ৭০০ একর জায়গা নিয়ে এটি নির্মাণ করা হয়। এই ঘাঁটি ৬টি আধুনিক সাবমেরিন ও ৮টি যুদ্ধজাহাজ পরিচালনায় সক্ষম। উল্লেখ্য, ২০১৭ সালে বিশ্বের ৪১তম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিন যুগে প্রবেশ করে ।
দীর্ঘতম বিলাসবহুল নৌবিহার
১৩ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে চলাচলের জন্য বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল নৌবিহার ‘গঙ্গা বিলাস’ উদ্বোধন করেন। ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে বিহার- পশ্চিমবঙ্গ-বাংলাদেশে হয়ে আসামের ডিব্রুগড় পর্যন্ত ভ্রমণ করে এই নৌবিহার । এজন্য সময় লাগেছে ৫১ দিন ।
অস্থাবর সম্পদ বন্ধকে ঋণ
২৬ অক্টোবর জাতীয় সংসদে পাশ হয়েছে ‘সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) বিল-২০২৩’। এই বিলে অস্থাবর সম্পত্তি জামানত রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার বিধান রাখা হয়েছে ।
দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা
১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করেন । তফসিল অনুযায়ী, ভোট গ্রহণের তারিখ ৭ জানুয়ারি ২০২৪। অন্যদিকে, ২ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, সারাদেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন । হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২। উল্লেখ্য, চূড়ান্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয় ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর।
ইউনেস্কোর নির্বাহী বোর্ডে বাংলাদেশ
ইউনেস্কো নির্বাহী বোর্ডের ২০২৩ থেকে ২০২৭ মেয়াদের জন্য সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ । ১৫ নভেম্বর ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে আয়োজিত ভোটাভুটিতে ১৮৪ সদস্যের মধ্যে ১৮১টি সদস্য ভোট দেয় । বাংলাদেশ পায় ১৪৪ ভোট এছাড়া ১৬ নভেম্বর ইউনেস্কোর ইন্টারন্যাশনাল কো- অডিনেটিং কাউন্সিল ফর দ্য ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার এবং ইন্টারগভর্মেন্টাল বায়োএথিক্স কমিটিতেও নির্বাচিত হয় বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো ইউনেস্কোতে মানুষ ও জীবজগতের সংরক্ষণ এবং জৈবনীতি নিয়ে নেতৃত্ব প্রদানের সুযোগ লাভ করে ।
নদী কমিশনের তালিকায় নদ-নদী
২৪ সেপ্টেম্বর ‘বিশ্ব নদী দিবস’ উপলক্ষ্যে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের নদ- নদী : সংজ্ঞা ও সংখ্যা’ বিষয়ক সেমিনারে জাতীয় নদী রক্ষা কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে নদ-নদীর সংখ্যা ১ হাজার ৮টি
একনজরে
মোট নদ-নদীর দৈর্ঘ্য | ২২ হাজার কিলোমিটার |
দীর্ঘতম নদী | পদ্মা |
৩০০ কিলোমিটারের বেশি দীর্ঘ নদী | পদ্মা ও ইছামতী |
বিভিন্ন জেলায় ইছামতী নামে নদী | ১১টি |
২৮০ কিলোমিটারের বেশি দীর্ঘ নদী | ৫টি |
দেশেই তৈরি হবে টিকা
ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, কোভিডসহ বিভিন্ন রোগের টিকা উৎপাদনের কারখানা স্থাপনে বাংলাদেশকে ৩৪ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। ১১ অক্টোবর এডিবির বাংলাদেশ প্রধান এডিমন গিন্টিং পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে বিষয়টি নিশ্চিত করেন ।
প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশ গ্যাভি কার্যক্রম থেকে টিকা পাচ্ছে। তবে ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের পর এই সুযোগ আর থাকবে না ।
জাপানের নিরাপত্তা সহায়তায় বাংলাদেশ
জাপানের নতুন অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) কর্মসূচিতে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এই কর্মসূচিতে প্রথম বছর যে চার দেশকে যুক্ত করেছে জাপান, বাংলাদেশ তাদের অন্যতম । মূলত সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে বাংলাদেশকে এতে যুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, জাপান ২০২২ সালের ১৬ ডিসেম্বর ‘অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স’ পাশ করে। এতে যুক্ত অন্য তিনটি দেশ হলো— ফিলিপাইন, মালয়েশিয়া ও ফিজি।
চা শ্রমিকদের মজুরি ঘোষণা
২৬ আগস্ট গণভবনে চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকে দেশের চা শ্রমিক ও চা-বাগান সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৈনিক মজুরি নির্ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- সি শ্রেণির বাগানের স্থায়ী ও সাময়িক শ্রমিকদের দৈনিক মজুরি ১৬৮ টাকা, বি-শ্রেণির ক্ষেত্রে ১৬৯ টাকা এবং এ-শ্রেণির জন্য ১৭০ টাকা ৷
- উৎসব ভাতা দুটি ও মাতৃকালীন ছুটি ১২০ দিন। পেনশন বহাল থাকবে ।
উল্লেখ্য, দেশে বর্তমানে নিবন্ধিত চা বাগান রয়েছে ১৬৮টি (মৌলভীবাজার-৯০টি, হবিগঞ্জ-২৫টি, সিলেট- ১৯টি, চট্টগ্রাম-২২টি, রাঙামাটি-২টি, পঞ্চগড়-৮টি, ঠাকুরগাঁও-১টি ও খাগড়াছড়ি-১টি)।
বাংলাদেশ-ভারত রুপিতে বাণিজ্য
১১ জুলাই বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যে রুপি ব্যবহারের কার্যক্রম উদ্বোধন করা হয় । এর ফলে ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য সম্পাদনকারী ১৯তম দেশ হলো বাংলাদেশ। এই বাণিজ্যের উল্লেখযোগ্য দিকগুলো হলো—
আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে ২০২২ সালের জুলাইয়ে রুপিতে বাণিজ্য করার সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় ব্যাংক।
সাইবার নিরাপত্তা বিল
১৩ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাশ হয় ‘সাইবার নিরাপত্তা বিল’। এর আগে ৭ আগস্ট ‘সাইবার নিরাপত্তা আইন’ প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয় মন্ত্রিসভায়। ২৮ আগস্ট মন্ত্রিসভা আইনের চূড়ান্ত খসড়ার অনুমোদন দেয় ৷
অজামিনযোগ্য ধারা
- ধারা-১৭ : গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ
- ধারা-২৭ : সাইবার সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের অপরাধ
- ধারা-১৯ : কম্পিউটার সিস্টেমে ক্ষতিসাধন
- ধারা-৩৩ : হ্যাকিং সংক্রান্ত অপরাধ
নতুন ধারা : মিথ্যা মামলা ও অভিযোগ দায়েরের অপরাধ ও দণ্ড ।
দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্ৰ
চা শিল্পকে অনুপ্রাণিত করতে ২০২৩ সালের ২ সেপ্টেম্বর পঞ্চগড়ে উদ্বোধন করা হয় দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র। বাংলাদেশ চা বোর্ডের হিসাবে পঞ্চগড় জেলায় চা বাগানের সংখ্যা ৮টি এবং ২০২২-২৩ অর্থবছরে প্রায় ১২,০৭৯ একর জমি চা চাষের আওতায় আনা হয় ৷ উল্লেখ্য, দেশের অন্য দু’টি চা নিলাম কেন্দ্রের একটি চট্টগ্রামে ও আরেকটি সিলেটের শ্রীমঙ্গলে অবস্থিত।
ভূমি সম্পর্কিত নতুন বিল
ভূমি সম্পর্কিত নতুন বিল | ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল |
|
|
আনসার ব্যাটালিয়ন আইন
বিদ্রোহ সংঘটন ও প্ররোচনাসহ অন্যান্য অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ৪ সেপ্টেম্বর ‘আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইন অনুযায়ী—
- ব্যাটালিয়নদের অভ্যন্তরীণ অপরাধের বিচার হবে দুটি আদালতে। একটি ‘সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আদালত’। অপরটি হলো ‘বিশেষ আনসার ব্যাটালিয়ন আদালত’।
- আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। আইনে ধারা রয়েছে ৩৩টি ।
এআই প্রেজেন্টার ‘অপরাজিতা’
২০২৩ সালের ১৯ জুলাই দেশে প্রথমবার সংবাদ পাঠ বুদ্ধিমত্তার নিউজ করে কৃত্রিম প্রেজেন্টার ‘অপরাজিতা’। বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ২৪’-এ বুলেটিন পাঠ করে সে। এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ। এছাড়া ৯ জুলাই ভারতের বেসরকারি টেলিভিশন ‘ওড়িশা টেলিভিশন লিমিটেড’ (ওটিভি) এআই প্রেজেন্টার দিয়ে সংবাদ পাঠ করায় । সেটির নাম ছিল ‘লিসা’ ।
আইসিআইসির নির্বাহী কমিটিতে বাংলাদেশ
তথ্য কমিশনারদের আন্তর্জাতিক কনফারেন্সের (আইসিআইসি) কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ১৯ থেকে ২১ জুন অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ইনফরমেশন কমিশনারস’-এর ১৪তম সম্মেলনে বাংলাদেশ আগামী ৩ বছরের জন্য কমিটির সদস্য নির্বাচিত হয় ৷
জাতীয় চা দিবস
৪ জুন ‘চা দিবসের সংকল্প, শ্রমিকবান্ধব চা-শিল্প’ প্রতিপাদ্যে পালিত হয় ‘জাতীয় চা দিবস’। বাংলাদেশ চা বোর্ড কর্তৃক শ্রীমঙ্গলে তৃতীয়বারের মতো দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রথমবারের মতো ২ ব্যক্তি ও ৬টি প্রতিষ্ঠানকে ‘জাতীয় চা পুরস্কার-২০২৩’ প্রদান করা হয় ।
প্রথম লিথিয়াম ব্যাটারি কারখানা
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে দেশের প্রথম লিথিয়াম ব্যাটারি কারখানা ‘বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি লিমিটেড’ স্থাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রটির বার্ষিক সক্ষমতা ১ গিগাওয়াট ঘণ্ট।
জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত
১৪ জুন জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই রেজ্যুলেশনে বিশ্বব্যাপী নানাবিধ ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সদস্য রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার ওপর আলোকপাত করা হয়।
দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ইলিশা-১
২২ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ভোলায় অবস্থিত ইলিশা-১ কূপটিকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা দেন। গ্যাসক্ষেত্রটি সদর উপজেলার ইলিশা ইউনিয়নে অবস্থিত। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) এটি আবিষ্কার করেছে। এটি ভোলা জেলার তৃতীয় গ্যাসক্ষেত্র। জেলার অন্য দুটি গ্যাসক্ষেত্র হলো— শাহবাজপুর ও ভোলা নর্থ । রাশিয়ার গ্যাজপ্রম বাপেক্সের হয়ে কূপটি খনন করে।
প্রধানমন্ত্রীর জন্য ‘কলাবতী’ শাড়ি
১৭ জুলাই বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন কলা গাছের তন্তু থেকে তৈরি ৩টি কলাবতী শাড়ি ও ২টি গহনার বাক্স। দেশে মণিপুরী ডিজাইনে কলাগাছের তন্তু থেকে প্রথম শাড়ি তৈরি করেন মৌলভীবাজার জেলার তাঁত ডিজাইনার রাধাবতী দেবী। প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া ৩টি শাড়ি তৈরি করেন অঞ্জলি দেবী ও দত্ত সিং।
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
২৯ মে ‘পিস বিগিন্স উইদ মি’ প্রতিপাদ্যে বাংলাদেশে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ পালিত হয়। দিবসটি কেন্দ্র করে জাতিসংঘ সদর দফতরে ‘দ্যাগ হ্যামারশোল্ড পদক’ বিতরণ করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তিরক্ষা মিশনে জীবন উৎসর্গকারী পাঁচ বাংলাদেশিসহ ৩৯টি দেশের ১০৩ জন শান্তিরক্ষীকে মরণোত্তর এই সম্মাননা দেওয়া হয় ।
চট্টগ্রাম-দুবাই রুটে জাহাজ চলাচল
ফ্রান্সভিত্তিক শিপিং কোম্পানি ‘সিএমএ-সিজিএম’ চট্টগ্রাম বন্দর থেকে ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দর পর্যন্ত কনটেইনার জাহাজ সার্ভিস চালু করেছে। কোম্পানির প্রথম জাহাজ ‘হং এন’ ৭ মে চট্টগ্রাম বন্দর থেকে কলম্বো বন্দরের উদ্দেশে ছেড়ে যায়। পরিষেবাটির নাম ‘বাংলাদেশ ইন্ডিয়া গালফ এক্সপ্রেস’। এই পরিষেবার মাধ্যমে চট্টগ্রাম থেকে মাত্র ১৪-১৫ দিনে জেবেল আলী এবং আবুধাবিতে পণ্য পৌঁছাবে।
জাতীয় সংসদের ৫০ পূর্তি
১৯৭৩ সালের ৭ এপ্রিল ঢাকার তেজগাঁওয়ে তৎকালীন জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। ২০২৩ সালে সংসদের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।
- প্রথম জাতীয় সংসদে নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুবর্ণজয়ন্তীর ক্ষণে সংসদ নেতার দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
- সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৬-১০ এপ্রিল বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। এটি সংসদের ইতিহাসে দ্বিতীয় বিশেষ অধিবেশন। ২০২০ সালের নভেম্বরে প্রথম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় ।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষার অক্ষর
৭ মে ঢাকার আইসিটি টাওয়ারে ‘নৃগোষ্ঠী ভাষার ফন্ট ও কিবোর্ড নির্মাণ’ শিরোনামে একটি সভা আয়োজিত হয়। সেখানে জানানো হয় ১৪টি বিপন্নপ্রায় ভাষাসহ ৪০টি নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও ডিজিটাইজেশনের উদ্যোগ নিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এর মধ্যে ৩৭টি ভাষার নমুনা সংগ্ৰহ সম্পন্ন হয়েছে । সংগৃহীত অডিও ডাটাসমূহ বাংলা, ইংরেজি ও আইপিএ অনুবাদ করা হচ্ছে। পাশাপাশি, সংশ্লিষ্ট ভাষাগুলোর ত্রৈবার্ষিক শব্দকোষ এবং নিজস্ব বর্ণমালার ফন্ট ও কিবোর্ড নির্মাণের কাজ চালু হয়েছে ।
ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী
জলবায়ুবিষয়ক কর্মকাণ্ডে নেতৃত্ব এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের পক্ষে বিশ্বব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাভ করেন ‘ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’। ১ ডিসেম্বর জাতিসংঘ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-সমর্থিত বৈশ্বিক জোট ‘গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি (জিসিসিএম)’ তাঁকে এ পুরস্কার প্রদান করে ।
পাঁচ কূপ খননে গ্যাজপ্রম
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রম বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধানের আওতায় নতুন করে আরো ৫টি কূপ খননের কাজ পেতে যাচ্ছে। কোম্পানিটি ইতোমধ্যে ২০টি কূপ সফলভাবে খনন করেছে এবং সব কটিতে গ্যাস পাওয়া গেছে। তারা নতুন যে কূপগুলোর কাজ পাচ্ছে সেগুলো হলো— ভোলায় অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) শাহবাজপুর-৫, শাহবাজপুর-৭, শাহবাজপুর নর্থইস্ট-১, ভোলা নর্থ-৩ ও ভোলা নর্থ-৪ । ২০২৫ সালের মধ্যে এগুলোর কাজ শেষ হবে ।
এপিসিটিটিতে বাংলাদেশ
১৯ মে ‘এশিয়ান অ্যান্ড প্যাসিফিক সেন্টার ফর ট্রান্সফার অব টেকনোলজি’ (এপিসিটিটি)-এর পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ইউএনএসকাপ- এর ৭৯তম কমিশন অধিবেশনে এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়। উল্লেখ্য, এপিসিটিটি ইউএনএসকাপের একটি প্রতিষ্ঠান।
আশ্রয়ণ প্রকল্পের মেধাস্বত্ব প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ এপ্রিল বাংলাদেশ কপিরাইট অফিস কর্তৃক আশ্রয়ণ প্রকল্পে সৃজনশীল কর্মের মেধাস্বত্বের স্বত্বাধিকারীর স্বীকৃতি লাভ করেন। ‘আশ্রয়ণ : অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল’ এই শিরোনামে সৃজনশীল মেধাকর্মের স্বীকৃতিটি এসেছে। মেধাস্বত্বে নারীর জন্য জমির মালিকানা ও ঘরের মালিকানার নিশ্চয়ন একটি মৌলিক ধারণা হিসেবে স্বীকৃতি পায় ।
বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রানজিট চুক্তি
২২ মার্চ ভুটানের রাজধানী থিম্পুতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভুটানের শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী কর্মা দর্জি ‘এগ্রিমেন্ট অন মুভমেন্ট অব ট্রাফিক-ইন- ট্রানজিট অ্যান্ড প্রোটোকল’ চুক্তিতে সই করেন। এটি একটি ট্রানজিট চুক্তি।
- চুক্তির আওতায় ভুটানকে বিমান, রেল, স্থল, নৌবন্দর ও সমুদ্র বন্দর ব্যবহারের সুযোগ দেওয়া হবে ।
- ভবিষ্যতে চীনের সঙ্গে ভুটানের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলে এ সুবিধার আওতায় বাংলাদেশ এই পথ হয়ে চীনের সঙ্গে বাণিজ্য করতে পারবে।
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ- সভাপতি মুহিত
২ ফেব্রুয়ারি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত সর্বসম্মতিক্রমে জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) ২০২৩ সালের সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি পাশাপাশি ২০২৩ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও জাতিসংঘ প্রকল্প সেবাগুলোর কার্যালয়ের (ইউএনওপিএস) নির্বাহী বোর্ডের সহ- সভাপতির দায়িত্ব পালন করেন ।
রাষ্ট্রপতি আবদুল হামিদের রাজসিক বিদায়
টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে ২৪ এপ্রিল বঙ্গভবন ছাড়েন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । আবদুল হামিদ প্রথম দফায় ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ২০১৮ সালের ২৪ এপ্রিল তিনি দ্বিতীয়বার ও ২১তম রাষ্ট্রপতি হন ।
দেশে আর্জেন্টিনার দূতাবাস চালু
২৭ ফেব্রুয়ারি ঢাকায় সফররত আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারোর উপস্থিতিতে বনানীতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ৪৫ বছর পর আবার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলো ।
উল্লেখ্য, ১৯৭২ সালে আর্জেন্টিনার সঙ্গে প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ ।
বাংলাদেশে বিশ্বব্যাংকের ৫০ বছর
২০২৩ সালের ২১ জানুয়ারি বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) এক্সেল ভন টর্টসেনবার্গ। ২২ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।
দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরে ১ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরের প্রিস্টন অডিটোরিয়ামে ‘রিফ্লেকশান অন ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংক পার্টনারশিপ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের যাত্রা এবং গত পাঁচ দশকে দেশে বিশ্বব্যাংকের কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক হয়। বৈঠকে নতুন একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের সঙ্গে প্রধানমন্ত্রী যৌথভাবে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন । প্রধানমন্ত্রী ম্যালপাসের হাতে পদ্মা সেতুর একটি চিত্রকর্মও তুলে দেন।
উল্লেখ্য, ১৯৭২ সালের ১৭ আগস্ট বাংলাদেশ বিশ্বব্যাংকের ১১৭তম সদস্য হয়।
আরো পড়ুন :
অনুচ্ছেদ রচনা | |
আন্তর্জাতিক বিষয়াবলী | |
ইংরেজি ভাষা ও সাহিত্য | |
ইসলাম ধর্ম | |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | |
এইচএসসি | |
এসএসসি | |
ওয়েব ডিজাইন | |
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি | |
কারেন্ট অ্যাফেয়ার্স | |
গ্রন্থ-সমালোচনা | |
চাকরি-বাকরি | |
জীবনযাপন | |
জীববিজ্ঞান | |
জেলা পরিচিতি | |
টিপস | |
দেশ পরিচিতি | |
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি | |
নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন | |
পদার্থ বিজ্ঞান | |
পিডিএফ ডাউনলোড | |
পৌরনীতি ও নাগরিকতা | |
প্রতিষ্ঠান পরিচিতি | |
প্রবন্ধ আলোচনা | |
প্রশ্ন সমাধান | |
ফিন্যান্স ও ব্যাংকিং | |
বাংলা ভাষা ও সাহিত্য | |
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি | |
বাংলা রচনা সম্ভার | |
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | |
বাংলাদেশ বিষয়াবলী | |
বিসিএস প্রস্তুতি | |
ভাইভা প্রস্তুতি | |
ভাবসম্প্রসারণ | |
ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা | |
লেখক পরিচিতি | |
সাধারণ জ্ঞান | |
সাধারন বিজ্ঞান | |
সামাজিক বিজ্ঞান | |
স্বাস্থ্য টিপস |