বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।
সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর পদের বাংলা অংশের সমাধান
১. বাংলা কাব্য রীতিকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. কোনটিই নয়
উত্তর : ক
২. নিচের কোনটি শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস?
ক. গৃহদাহ
খ. শেষ প্ৰশ্ন
গ. পথের দাবী
ঘ. দত্তা
উত্তর : গ
৩. প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কোনটি?
ক. সবুজপত্র
খ. কালের কণ্ঠ
গ. কল্লোল
ঘ. শিখা
উত্তর : ক
৪. নিচের কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
ক. উরগ
খ. পন্নগ
গ. দ্বিরদ
ঘ. ভুজগ
উত্তর : গ
৫. কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান ঘটে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. ভারতচন্দ্র রায়গুণাকর
গ. মানিক দত্ত
ঘ. আব্দুল হাকিম
উত্তর : খ
৬. ‘কারাগারের রোজনামচা’ বইটির প্রকাশকাল কত?
ক. ১৭ মার্চ, ২০১৭
গ. ১৭ মার্চ, ২০১২
খ. ২১ ফেব্রুয়ারি, ২০১৭
ঘ. ১৬ মার্চ, ২০১৭
উত্তর : ক
৭. ‘তদ্ভব’ শব্দের উদাহরণ কোনটি?
ক. ঘোড়া
খ. আকাশ
গ. ঢেঁকি
ঘ. কলম
উত্তর : ক
৮. ব্যাঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কি?
ক. উপসর্গ
খ. ফলা
গ. অনুবর্ণ
ঘ. বর্ণ সংক্ষেপ
উত্তর : গ
৯. ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে?
ক. উইলিয়াম কেরি
খ. রামমোহন রায়
গ. মনোএল দ্য আসসুস্পাসাঁও
ঘ. এন বি হ্যালহেড
উত্তর : ঘ
১০. শিব রাত্রির সলতে- বাগধারাটির অর্থ কী?
ক. শিবরাত্রির আলো
খ. একমাত্র সঞ্চয়
গ. একমাত্র সন্তান
ঘ. শিবরাত্রির গুরুত্ব
উত্তর : গ
১১. ‘অভিরাম’ শব্দের অর্থ কী?
ক. বিরামহীন
খ. সালিশ
গ. চলন
ঘ. সুন্দর
উত্তর : ঘ
১২. নিচের কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ?
ক. চকচক
খ. পর পর
গ. ঢং ঢং
ঘ. এলোমেলো
উত্তর : ঘ
১৩. কোন শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না?
ক. দ্বিরুক্ত শব্দে
খ. সমাসবদ্ধ শব্দে
গ. বিদেশী শব্দে
ঘ. প্রত্যয়ান্ত শব্দে
উত্তর : খ,গ
১৪. কোন বানানটি শুদ্ধ?
ক. নুন্যতম
খ. নূন্যতম
গ. ন্যূনতম
ঘ. ন্যূনতম
উত্তর : গ
১৫. ‘দুই সৈনিক’ উপন্যাসটি কার লেখা?
ক. সৈয়দ শামসুল হক
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. শওকত উসমান
ঘ. আনোয়ার পাশা
উত্তর : গ
১৬. প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে?
ক. ৩টি
গ. ৭টি
খ. ৫টি
ঘ. ৪টি
উত্তর : ঘ
১৭. নিচের কোনটিতে ‘অ’ বর্ণের সাধারণ উচ্চারণ হয়েছে?
ক. অতি
গ. অদ্য
খ. অণু
ঘ. অনেক
উত্তর : ঘ
১৮. বাংলা উপসর্গ কয়টি?
ক. ১৫টি
গ. ২১টি
খ. ২০টি
ঘ. ১০টি
উত্তর : গ
১৯. কোন রীতিতে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গ হ্রস্বতর হয়?
ক. সাধু রীতি
খ. চলিত রীতি
গ. প্রমিত রীতি
ঘ. আঞ্চলিক রীতি
উত্তর : খ
২০. অপারেশন ক্লিনহার্ট কত তারিখ শুরু হয়েছিল?
ক. ১০ জুন, ২০০২
খ. ১৫ জুলাই, ২০02
গ. ১৭ অক্টোবর, 2002
ঘ. ১ নভেম্বর, ২০০২
উত্তর : গ
সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর পদের ইংরেজি অংশের সমাধান
21. The word Urbane is related…. ?
ক. city life
খ. manners
গ. village life
ঘ. slum dwellers
উত্তর : খ
22. The girl sings Here sings is a –
ক. Intransitive verb
খ. Transitive verb
গ. Phrasal Verb
ঘ. Causative verb
উত্তর : ক
23. The synonym of ‘Panoramic is
ক. Scenic
গ. Limited
খ. Narrow
ঘ. Restricted
উত্তর : ক
24. Antonym of the word ‘Unwitting’ is .?
ক. Stupid
খ. Clever
গ. Intentional
ঘ. Unintentional
উত্তর : গ
25. A person with the same name as another is called ….?
ক. Anonymous
খ. Pseudonym
গ. Nickname
ঘ. Namesake
উত্তর : ঘ
26. Choose the synonym of the word ‘Reimburse”?
ক. recollect
খ. refund
গ. return
ঘ. renowned
উত্তর : খ
27. is it difficult … dispose … waste?
ক. Whre, to, for
খ. Why, with, in
গ. Why, to, of
ঘ. When, for, such
উত্তর : গ
28. ‘One who knows everything’ is-
ক. Omnipotent
খ. Omnivorous
গ. Omniscient
ঘ. Omnipresent
উত্তর : গ
29. Conflict is the feature of
ক. a poem
খ. a story
গ. a drama
ঘ. a novel
উত্তর : গ
30. The correct spelling is-
ক. attendence
খ. attendance
গ. attandance
ঘ. atendance
উত্তর : খ
31. Fuzzy is similar to-
ক. confident
খ. smart
গ. disoriented
ঘ. unmuddled
উত্তর : গ
32. The lady prides herself … her beauty.
ক. upon
খ. in
গ. of
ঘ. about
উত্তর : ক
33. Plural form of the word ‘Fish’ is-
ক. fish
খ. fishes
গ. fishs
ঘ. fish
উত্তর : ক
34. Neither he nor you … (be) found guilty.
ক. were
খ. have
গ. are
ঘ. is
উত্তর : গ
35. I am tired. I … (go) to bed now.
ক. going
খ. will go
গ. am going
ঘ.go
উত্তর : গ
36. Antonym of the word ‘rotate’ is
ক. turn
খ. spin
গ. whirl
ঘ. stay
উত্তর : ঘ
37.What is the meaning of the Phrase ‘At Large’.
ক. Confined
খ. Free
গ. Imprisoned
ঘ. Chained
উত্তর : খ
38. Which one is singular ?
ক. Agenda
খ. Hypothesis
গ. Media
ঘ. Syllabi
উত্তর : খ
39. Habitually silent or talk less is-
ক. Taciturn
খ. Servile
গ. Unequivocal
ঘ. Quiet
উত্তর : ক
40. The author of the book a ‘A Thousand Splendid Sun’ is”?
ক. Salman Rushdie
খ. Farah Ahamedi
গ. Khaled Hosseini
ঘ. Vikram Seth
উত্তর : গ
সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর পদের গণিত অংশের সমাধান
৪১. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
ক. ৪৬৫০
খ. ৪৭৫০
গ. ৪৮৫০
ঘ. ৪৯৫০
উত্তর : ঘ
৪২. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫, কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে?
ক. ১৪
খ. ১২
গ. ১০
ঘ. ১৬
উত্তর : খ
৪৩. করিমের আয় ব্যয় এর অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয়ের অনুপাত কত?
ক. ২০%
খ. ১৫%
গ. ২৫%
ঘ. ৩০%
উত্তর : গ
৪৪. 4x+1 = 32 হলে x এর মান কত?
ক. 4
খ. 3
গ. 3/2
ঘ. 5/2
উত্তর : গ
৪৫. দুটি সংখ্যার সমষ্টি ৭০ ও অন্তর ১০ হলে, বড় সংখ্যাটি কত?
ক. ৪০
খ. ৩৫
গ. ৩০
ঘ. 88
উত্তর : ক
৪৬. একটি সংখ্যার ৭০% থেকে ৭০ বিয়োগ করলে ফলাফল ৭০ হয়। সংখ্যাটি কত?
ক. ৩০০
খ. ৪০০
গ. ২০০
ঘ. ২৫০
উত্তর : গ
৪৭. ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ধারাটির পরের সংখ্যাটি কত?
ক. ৫৫
খ. ১৩
গ. ৩৫
ঘ. ১৬
উত্তর : ক
৪৮. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
ক. ৯
খ. 8
গ. ২
ঘ. ৩
উত্তর : ক
৪৯. একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
ক. ৭৩৫
খ. ৯৬০
গ. ৭৮৯
ঘ. ৬৭০
উত্তর : ক
৫০.একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। এর পরিসীমা কত মিটার?
ক. ৯০
খ. ৩০
গ. ৬০
ঘ. ১২০
উত্তর : ঘ
৫১. logx324 = 4 হলে x এর মান কত?
ক. 2√2
খ. 4√2
গ. 3√2
ঘ. 4
উত্তর : গ
৫২. ২৪৫০ সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ক. ৪
খ. ৫
গ. ৩
ঘ. ২
উত্তর : ঘ
৫৩. a – b = 7, ab= 60 হলে, a2 + b2 = কত?
ক. 180
খ. 168
গ. 169
ঘ. 170
উত্তর : গ
৫৪. দুই সমকোণ অপেক্ষা বড় এবং চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-
ক. সম্পূরক কোণ
খ. বিপ্রতীপ কোণ
গ. স্থুল কোণ
ঘ. প্রবৃদ্ধকোণ
উত্তর : ঘ
৫৫. বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কোনটি?
ক. πr2
খ. 2πr
গ. 2π
ঘ. 2πr-1
উত্তর : ক
৫৬. একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭তম পদ ৬০ হলে ১২তম পদ কত?
ক. ২৪
খ. ৩০
গ. ৩২
ঘ. ৩৬
ব্যাখ্যা: সঠিক উত্তর: ১০৫
৫৭. ৫ এর কত শতাংশ ৭ হবে?
ক. ৪০
খ. ১২৫
গ. ৯
ঘ. ১৪০
উত্তর : ঘ
৫৮. নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম?
ক. ০.৩
খ. রুট ০.৩
গ. ১/৩
ঘ. ২/৫
উত্তর : খ
৫৯. ৪, ৮, ১৩, ১৯, ২৬, …… ধারাটির সপ্তম পদ কোনটি?
ক. ৪৩
খ. ৩৭
গ. ৩৪
ঘ. ৪১
উত্তর : ক
৬০.৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
ক. ৪
খ. ৩
গ. ৬
ঘ. ৫
উত্তর : ক
সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর পদের সাধারণ জ্ঞান ও অন্যান্য অংশের সমাধান
৬১. বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?
ক. ওয়াট আওয়ারে
খ. ওয়াটে
গ. ভোল্টে
ঘ. কিলোওয়াট ঘণ্টায়
উত্তর : ঘ
৬২. বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট নির্মাণে সহায়তাকারী দেশ কোনটি?
ক. রাশিয়া
খ. ফ্রান্স
গ. ভারত
ঘ. জার্মানি
উত্তর : ক
৬৩. মুজিববর্ষ ঘোষণা হয় কবে?
ক. ১২ জানুয়ারি, ২০১৯
খ. ১৫ আগস্ট, ১৯৭৫
গ. ৭ মার্চ, ১৯৭১
ঘ. ১৬ ডিসেম্বর, ২০২২
উত্তর : ক
৬৪. কোনটি সবচেয়ে দ্রুত কাজ করে?
ক. RAM
খ. Hard Disk
গ. Cache
ঘ. Keyboard
উত্তর : গ
৬৫. পিতলের উপাদান হলো-
ক. তামা ও টিন
খ. তামা ও নিকেল
গ. তামা ও সিসা
ঘ. তামা ও দস্তা
উত্তর : ঘ
৬৬. জাতীয় শিশু দিবস কবে?
ক. ২২ জুন
খ. ১৭ মার্চ
গ. ১৮ জুলাই
ঘ. ২৫ মে
উত্তর : খ
৬৭. পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
ক. ডায়োট
খ. ট্রান্সফর্মার
গ. ট্রানজিস্টার
ঘ. অ্যামপ্লিফায়ার
উত্তর : খ
৬৮. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
ক. প্রতিসরণ
খ. বিচ্ছুরণ
গ. অপবর্তন
ঘ. অভ্যন্তরীণ প্রতিফলন
উত্তর : ঘ
৬৯. SWIFT কোড সাধারণত ব্যবহার করে-
ক. CIBIL
খ. Stock Exchange
গ. Banks
ঘ. Credit Agencies
উত্তর : গ
৭০. মাশরুম এক ধরনের-
ক. অপুষ্পক উদ্ভিদ
খ. পরজীবী উদ্ভিদ
গ. ফাঙ্গাস
ঘ. অর্কিড
উত্তর : গ
৭১. ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে কত?
ক. ৬.৫%
খ. ৭.৮%
গ. ৭.৫%
ঘ. ৮%
উত্তর : গ
৭২. বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
ক. ১৪০টি
খ. ১৪৫টি
গ. ১৫৩টি
ঘ. ১৬০টি
উত্তর : গ
৭৩. সার্বজনীন পেনশন বিল-২০২৩ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ১৭ আগস্ট, ২০২৩
খ. ১৪ আগস্ট, ২০২৩
গ. ২৪ জানুয়ারি, ২০২৩
ঘ. ২৫ জুন, ২০২৩
উত্তর : গ
৭৪. পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি ‘জগদ্দল বিহার’ কোথায় অবস্থিত?
ক. বগুড়া
খ. কুমিল্লা
গ. নওগাঁ
ঘ. রাজশাহী
উত্তর : গ
৭৫. ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কী?
ক. চন্দ্রযান-৩
খ. চন্দ্রযান-২
গ. বিক্রম
ঘ. অশোক
উত্তর : ক
৭৬. আসিয়ান রিজিওনাল ফোরাম ( AFR) এর সদস্য কত?
ক. ২৬
খ. ২৭
গ. ২৮
ঘ. ২৯
উত্তর : খ
৭৭. ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৮
খ. ১৯৫০
গ. ১৯৬৭
ঘ. ১৯৭০
উত্তর : ক
৭৮. আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে?
ক. ৫ জুলাই
খ. ২১ মার্চ
গ. ৫ জুন
ঘ. ২১ জুন
উত্তর : গ
৭৯.পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে?
ক. ২৫ মে, ২০২২
খ. ২৫ জুন, ২০২২
গ. ১৬ ডিসেম্বর, ২০২২
ঘ. ১৭ মে, ২০২২
উত্তর : খ
৮০. বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে?
ক. ৫টি
খ. ৭টি
গ. ৬টি
ঘ. ৮টি
উত্তর : গ
আরো পড়ুন :
অনুচ্ছেদ রচনা | |
আন্তর্জাতিক বিষয়াবলী | |
ইংরেজি ভাষা ও সাহিত্য | |
ইসলাম ধর্ম | |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | |
এইচএসসি | |
এসএসসি | |
ওয়েব ডিজাইন | |
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি | |
কারেন্ট অ্যাফেয়ার্স | |
গ্রন্থ-সমালোচনা | |
চাকরি-বাকরি | |
জীবনযাপন | |
জীববিজ্ঞান | |
জেলা পরিচিতি | |
টিপস | |
দেশ পরিচিতি | |
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি | |
নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন | |
পদার্থ বিজ্ঞান | |
পিডিএফ ডাউনলোড | |
পৌরনীতি ও নাগরিকতা | |
প্রতিষ্ঠান পরিচিতি | |
প্রবন্ধ আলোচনা | |
প্রশ্ন সমাধান | |
ফিন্যান্স ও ব্যাংকিং | |
বাংলা ভাষা ও সাহিত্য | |
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি | |
বাংলা রচনা সম্ভার | |
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | |
বাংলাদেশ বিষয়াবলী | |
বিসিএস প্রস্তুতি | |
ভাইভা প্রস্তুতি | |
ভাবসম্প্রসারণ | |
ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা | |
লেখক পরিচিতি | |
সাধারণ জ্ঞান | |
সাধারন বিজ্ঞান | |
সামাজিক বিজ্ঞান | |
স্বাস্থ্য টিপস |