এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ থেকে ৫ম অধ্যায় MCQ নিয়ে নিচে আলোচনা করা হলো। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য ভূগোল ও পরিবেশ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, এসএসসি ভূগোল ও পরিবেশ ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
এসএসসি ভূগোল ও পরিবেশ ৫ম অধ্যায় mcq
১. কোনটি দিয়ে সমুদ্রের গভীরতা মাপা যায়?
ক. থার্মোমিটার
খ. ল্যাকটোমিটার
গ. ফ্যাদোমিটার
ঘ. রিখটার স্কেল
২. নদী, হ্রদ ও ভূগর্ভস্থ পানি কোন ধরনের পানির উৎস?
ক. দূষিত
খ. মিঠা
গ. লবণাক্ত
ঘ. উষ্ণ
৩. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি?
ক. আটলান্টিক
খ. প্রশান্ত
গ. ভারত
ঘ. উত্তর
৪. শব্দতরঙ্গের সাহায্যে সমুদ্রের কী মাপা হয়?
ক. দৈর্ঘ্য
খ. গভীরতা
গ. প্রস্থ
ঘ. আয়তন
৫. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
ক. ব্যারোমিটার
খ. ফ্যাদোমিটার
গ. হাইগ্রোমিটার
ঘ. থার্মোমিটার
৬. সমুদ্রের তলদেশের ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা হয়?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
৭. মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত?
ক. ৫০ মিটার
খ. ১০০ মিটার
গ. ১২০ মিটার
ঘ. ১৫০ মিটার
৮. পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত?
ক. আমেরিকার পূর্ব উপকূলে
খ. এশিয়ার পশ্চিম উপকূলে
গ. ইউরোপের উত্তর-পশ্চিমে
ঘ. আফ্রিকার দক্ষিণ-পূর্বে
৯. পৃথিবীর গভীরতম ম্যাবিয়ানা খাতটির অবস্থান কোথায়?
ক. প্রশান্ত মহাসাগরে
খ. আটলান্টিক মহাসাগরে
গ. ভারত মহাসাগরে
ঘ. উত্তর মহাসাগরে
১০. সমুদ্রস্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কোনটি?
ক. জলবায়ু
খ. উষ্ণ স্রোত
গ. বায়ুপ্রবাহ
ঘ. শীতল স্রোত
১১. কোন স্রোতের অনুকূলে পৃথিবীর সর্বাধিক জাহাজ যাতায়াত করে?
ক. উত্তর আটলান্টিক
খ. উপসাগরীয়
গ. ল্যাব্রাডর
ঘ. ক্যানারি
১২. ল্যাব্রাডর স্রোত দিয়ে জাহাজ চলাচল করতে পারে না কেন?
ক. সমুদ্রের গভীরতার জন্য
খ. শীতল স্রোতের জন্য
গ. ভগ্ন উপকূলের জন্য
ঘ. জাহাজের শক্তির জন্য
১৩. শীতল ও উষ্ণ স্রোতের মিলিতস্থলে কী তৈরি হয়?
ক. ভূমিকম্প
খ. বন্যা
গ. মগ্নচড়া
ঘ. সুনামি
১৪. প্ল্যাংটন কোথায় জন্মায়?
ক. গভীর মগ্নচড়ায়
খ. উপকূলে
গ. স্থলভাগে
ঘ. অগভীর মগ্নচড়ায়
১৫. শীতল স্রোতে জাহাজ চলাচলে অসুবিধা কেন?
ক. হিমবাহের জন্য
খ. হিমশৈলের জন্য
গ. বায়ুপ্রবাহ বেশি থাকার জন্য
ঘ. উত্তাপ বৃদ্ধি পাওয়ার জন্য
১৬. বায়ুমন্ডলে পানি কী অবস্থায় বিরাজ করে?
ক. তরল
খ. কঠিন
গ. বরফ
ঘ. জলীয়বাষ্প
১৭. ভূপৃষ্ঠে পানি কী অবস্থায় আছে?
ক. কঠিন
খ. তরল ও কঠিন
গ. জলীয়বাষ্প
ঘ. শীতল
১৮. পৃথিবীর জলরাশির শতকরা কতভাগ সমুদ্রে বিস্তৃত?
ক. ৯৩
খ. ৯৫
গ. ৯৭
ঘ. ৯৯
১৯. পৃথিবীর পানিকে কত ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২১. মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে কী বলে?
ক. উত্থিত মহীসোপান
খ. মহীঢাল
গ. মহাসাগরীয় খাত
ঘ. উপকূলীয় ঢাল
২২. মহীসোপানের বিস্তৃতি কিসের ওপর নির্ভর করে?
ক. সমুদ্রের আয়তন
খ. উপকূল ভাগের বন্ধুরতা
গ. সমুদ্রের গভীরতা
ঘ. উপকূলের বিস্তৃতি
২৩. কখন মহীসোপান অধিক প্রশস্ত হয়?
ক. উপকূল বিস্তৃত সমভূমি হলে
খ. উপকূল বিস্তৃত মালভূমি হলে
গ. উপকূল পর্বত বেষ্ঠিত হলে
ঘ. উপকূল বিশিষ্ট হলে গিরিখাত
২৪. মহাদেশের উপকূলে পর্বত থাকলে মহীসোপান কেমন হয়?
ক. ঢালু
খ. বিস্তৃত
গ. প্রশস্ত
ঘ. সংকীর্ণ
২৫. ইউরোপের উত্তরে বিস্তীর্ণ সমভূমি থাকায় উত্তর মহাসাগরের মহীসোপানের আকৃতি কেমন?
ক. প্রশস্ত
খ. সংকীর্ণ
গ. খুবই সংকীর্ণ
ঘ. খুবই প্রশস্ত
২৬. উত্তর মহাসাগরের মহীসোপানের বিস্তৃতি কত?
ক. ৭০ কিলোমিটার
খ. ৭৯১ কিলোমিটার
গ. ৮৯৮ কিলোমিটার
ঘ. ১,২৮৭ কিলোমিটার
২৭. মহীসোপানের দ্বিতীয় বৃহত্তম অংশ কোথায় দেখা যায়?
ক. আমেরিকার পূর্ব উপকূলে
খ. এশিয়ার পশ্চিম উপকূলে
গ. ইউরোপের উত্তর-পশ্চিমে
ঘ. দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে
২৮. কিসের অবস্থানের কারণে আফ্রিকা মহাদেশের পূর্ব ও পশ্চিম উপকূলের মহীসোপান খুবই সরু?
ক. মালভূমি
খ. সমভূমি
গ. বদ্বীপ
ঘ. শৈলশিরা
২৯. মহীঢাল তেমন প্রশস্ত নয় কেন?
ক. বিস্তৃতি বেশি বলে
খ. জলপ্রবাহ কম বলে
গ. অধিক খাড়া বলে
ঘ. স্রোতের পরিমাণ কম বলে
৩০. গভীর সমুদ্রখাতের গড় গভীরতা কত?
ক. ৩,৫০০ মিটারের অধিক
খ. ৪,৪০০ মিটারের অধিক
গ. ৫,৪০০ মিটারের অধিক
ঘ. ৬,০০০ মিটারের অধিক
৩১. কোন মহাসাগরে গভীর সমুদ্রখাতের সংখ্যা অধিক?
ক. আটলান্টিক
খ. প্রশান্ত
গ. ভারত
ঘ. দক্ষিণ
৩২. ম্যারিয়ানা খাতের গভীরতা কত?
ক. প্রায় ৫,৪০০ মিটার
খ. প্রায় ৮,৫৩৮ মিটার
গ. প্রায় ১০,৮৭০ মিটার
ঘ. প্রায় ১১,৩৪০ মিটার
৩৩. পৃথিবীর জলরাশির মধ্যে হিমবাহ শতকরা কত ভাগ ধারণ করে আছে?
ক. ০.০১%
খ. ০.৬৮%
গ. ১.০৫%
ঘ. ২.০৫%
৩৪. বৈকাল হ্রদ কোথায় অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্র
খ. রাশিয়া
গ. কানাডা
ঘ. জাম্বিয়া
৩৫. ফ্যাদোমিটার যন্ত্রের শব্দতরঙ্গ প্রতি সেকেন্ডে পানির মধ্যে কত মিটার নিচে গিয়ে আবার ফিরে আসে?
ক. ৮৭৫
খ. ১২৫০
গ. ১৪৭৫
ঘ. ১৬২৫
৩৬. পৃথিবীর মহাদেশসমূহের স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। এরূপ নিমজ্জিত অংশকে কী বলে?
ক. মহীসোপান
খ. মহীঢাল
গ. শৈলশিরা
ঘ. মগ্নচড়া
৩৭. মহীসোপান কত ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে?
ক. ০°
খ. ১°
গ. ২°
ঘ. ৪°
৩৮. মহীসোপানের গড় প্রশস্ততা কত কিলোমিটার?
ক. ৪৫
গ. ৭০
গ. ১০৫
গ. ১৫০
৩৯. উষ্ণতার তারতম্য অনুসারে সমুদ্রস্রোতকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
ক. দুই
গ. তিন
ঘ. চার
ঘ. পাঁচ
৪০. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ কোনটি?
ক. সমুদ্র বায়ু
খ. স্থলবায়ু
গ. মৌসুমি বায়ু
ঘ. নিয়ত বায়ু
৪১. সমুদ্রস্রোতের দিক ও গতি নিয়ন্ত্রিত হয় কীসের দ্বারা?
ক. বায়ুপ্রবাহ
খ. লবণাক্ততা
গ. গভীরতা
ঘ. অন্তঃপ্রবাহ
৪২. গভীর খাত হলো-
i. অধিক প্রশস্ত
ii. অধিক প্রশস্ত নয়
iii. খাড়া ঢালবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
রায়হান টেলিভিশনে একটি বিখ্যাত চলচ্চিত্র দেখছিল। চলচ্চিত্রের দৃশ্যে দেখা গেল শান্ত সমুদ্রে একটি জাহাজ ক্যানারি স্রোত অতিক্রম করছে। এক সময় দেখা গেল জাহাজটি প্রচন্ড ধাক্কা খেয়ে ডুবে গেল।
৪৩. চলচ্চিত্রে রায়হানের দেখা জাহাজটি কোন সাগর দিয়ে যাচ্ছিল?
ক. প্রশান্ত মহাসাগর
খ. উত্তর মহাসাগর
গ. আটলান্টিক মহাসাগর
ঘ. দক্ষিণ মহাসাগর
৪৪. রায়হানের দেখা জাহাজটি যার সংগে ধাক্কা খেয়ে ডুবেছিল তা পরিবাহিত হয়-
ক. উষ্ণ স্রোতের সংগে
খ. শীতল স্রোতের সংগে
গ. উষ্ণ ও শীতল স্রোতের মিলন স্থলে
ঘ. বায়ুমন্ডলের মাধ্যমে