সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিয়ষাবলী থেকে ১৫০টি এমসিকিউ

Preparation BD
By -
0

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিয়ষাবলী

সাম্প্রতিক সাধারণ জ্ঞান
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিয়ষাবলী থেকে ১৫০টি এমসিকিউ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : দেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক (CGA) কে?
ক) মাহমুদা হক চৌধুরী
খ) ফাহমিদা ইসলাম
গ) রাজিয়া বেগম
ঘ) ফারজানা ইসলাম

সঠিক উত্তর : ফাহমিদা ইসলাম

প্রশ্ন : বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
ক) ৪২টি
খ) ৪৩টি
গ) ৪৪টি
ঘ) ৪৫টি

সঠিক উত্তর : ৪৪টি

প্রশ্ন : দেশের সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় কোনটি?
ক) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)
খ) বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)
গ) ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
ঘ) তৃণমূল বিএনপি

সঠিক উত্তর : বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)

প্রশ্ন : সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় কবে?
ক) ১ আগস্ট ২০২৩
খ) ১০ আগস্ট ২০২৩
গ) ১৭ আগস্ট ২০২৩
ঘ) ২৫ আগস্ট ২০২৩

সঠিক উত্তর : ১৭ আগস্ট ২০২৩

প্রশ্ন : দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী ?
ক) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
খ) চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে
গ) পূর্বাচল এক্সপ্রেসওয়ে
ঘ) ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে

সঠিক উত্তর : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

প্রশ্ন : দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হবে কবে?
ক) ২ সেপ্টেম্বর ২০২৩
খ) ৮ সেপ্টেম্বর ২০২৩
গ) ১২ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ১৬ সেপ্টেম্বর ২০২৩

সঠিক উত্তর : ২ সেপ্টেম্বর ২০২৩

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”এই বিভাগ থেকে আরো পড়ুন” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”cat” orderby=”rand”]

প্রশ্ন : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য কত?
ক) ১৯.৭৩ কিমি
খ) ৩৯.৫৪ কিমি
গ) ২৭ কিমি
ঘ) ৪৬.৭৩ কিমি

সঠিক উত্তর : ১৯.৭৩ কিমি

প্রশ্ন : দেশে ১৭তম GI পণ্য কোনটি?
ক) ব্ল্যাক বেঙ্গল ছাগল
খ) রাজশাহীর সিল্ক
গ) নাটোরের কাঁচাগোল্লা
ঘ) কুমিল্লার রসমালাই

সঠিক উত্তর : নাটোরের কাঁচাগোল্লা

প্রশ্ন : নিজস্ব সক্ষমতায় প্রথমবারের মতো কোন দেশীয় প্রজাতির পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করা হয়?
ক) মুন্সীগঞ্জ ক্যাটেল
খ) ভেড়া
গ) হাঁস
ঘ) ওপরের সবগুলো

সঠিক উত্তর : ওপরের সবগুলো

প্রশ্ন : আগস্ট ২০২৩ পর্যন্ত বাংলাদেশে বিশ্ব স্বীকৃত সবুজ কারখানার সংখ্যা কতটি?
ক) ১৯৫টি
খ) ২০০টি
গ) ২০৫টি
ঘ) ২১০টি

সঠিক উত্তর : ২০০টি

প্রশ্ন : স্মার্ট বাংলাদেশ দিবস কবে?
ক) ১৭ মার্চ
খ) ১৮ অক্টোবর
গ) ২৮ সেপ্টেম্বর
ঘ) ১২ ডিসেম্বর

সঠিক উত্তর : ১২ ডিসেম্বর

প্রশ্ন : দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত?
ক) শ্রীমঙ্গল
খ) সিলেট
গ) পঞ্চগড়
ঘ) বান্দরবান

সঠিক উত্তর : পঞ্চগড়

প্রশ্ন : বর্তমানে দেশে নিবন্ধনকৃত চা বাগানের সংখ্যা কতটি?
ক) ১৬৮টি
খ) ১৬৯টি
গ) ১৭০টি
ঘ) ১৭১টি

সঠিক উত্তর : ১৬৮টি

প্রশ্ন : দেশের প্রথম শুল্ক নীতি প্রণয়ন করা হয় কবে?
ক) সেপ্টেম্বর ২০২২
খ) ডিসেম্বর ২০২২
গ) ফেব্রুয়ারি ২০২৩
ঘ) আগস্ট ২০২৩

সঠিক উত্তর : আগস্ট ২০২৩

প্রশ্ন : আগস্ট ২০২৩ পর্যন্ত BFRI’র বিজ্ঞানীরা বিলুপ্ত কতটি প্রজাতির মাছের প্রজনন ও চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন করেছে?
ক) ৩৪টি
খ) ৩৬টি
গ) ৩৮টি
ঘ) ৩৯টি

সঠিক উত্তর : ৩৯টি

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হবে কবে ?
ক) ১৮ সেপ্টেম্বর ২০২৩
খ) ২৮ সেপ্টেম্বর ২০২৩
গ) ১৮ অক্টোবর ২০২৩
ঘ) ২৮ অক্টোবর ২০২৩

সঠিক উত্তর : ২৮ অক্টোবর ২০২৩

প্রশ্ন : বর্তমানে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির বাংলাদেশ চেয়ার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রফেসরিয়াল ফেলোশিপ) কে?
ক) ড. সোনিয়া নিশাত আমিন
খ) মুনতাসীর মামুন
গ) সিরাজুল ইসলাম
ঘ) চৌধুরী হাশেম খান

সঠিক উত্তর : ড. সোনিয়া নিশাত আমিন

বিদ্যুৎকেন্দ্র

প্রশ্ন : মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু করা হয় কবে?
ক) ২৫ জুলাই ২০২৩
খ) ২৯ জুলাই ২০২৩
গ) ৩১ জুলাই ২০২৩
ঘ) ১ আগস্ট ২০২৩

সঠিক উত্তর : ২৯ জুলাই ২০২৩

প্রশ্ন : দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎকেন্দ্রের নাম কী?
ক) তিস্তা সোলার লিমিটেড
খ) টেকনাফ সোলার টেক এনার্জি লিমিটেড
গ) এনারগন মোংলা সোলার পার্ক
ঘ) সুতিয়াখালী সৌর বিদ্যুৎকেন্দ্র

সঠিক উত্তর : তিস্তা সোলার লিমিটেড

প্রশ্ন : দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
ক) টেকনাফ, কক্সবাজার
খ) সুতিয়াখালী, ময়মনসিংহ
গ) মোংলা, বাগেরহাট
ঘ) সুন্দরগঞ্জ, গাইবান্ধা

সঠিক উত্তর : সুন্দরগঞ্জ, গাইবান্ধা

প্রশ্ন : দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
ক) টেকনাফ, কক্সবাজার
খ) কালীগঞ্জ, লালমনিরহাট
গ) কাপ্তাই, রাঙ্গামাটি
ঘ) সুতিয়াখালী, ময়মনসিংহ

সঠিক উত্তর : কাপ্তাই, রাঙ্গামাটি

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : ১৪ আগস্ট ২০২৩ পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন কে?
ক) আরিফ আলভি
খ) নাদিম রাজা
গ) অসিম মুনির
ঘ) আনোয়ারুল হক কাকার

সঠিক উত্তর : আনোয়ারুল হক কাকার

প্রশ্ন : কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী কে?
ক) স্যাম রেনসি
খ) হুন মানেত
গ) নরোদম সিহামনি
ঘ) হুন সিহানুক

সঠিক উত্তর : হুন মানেত

প্রশ্ন : থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে?
ক) স্রেথা থাভিসিন
খ) চুয়ান লিকপাই
গ) থাকসিন সিনাওয়াত্রা
ঘ) সোনথি বুনিয়ারাগলিন

সঠিক উত্তর : স্রেথা থাভিসিন

প্রশ্ন : ১২ আগস্ট ২০২৩ কোন দেশ ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয়?
ক) জর্ডান
খ) যুক্তরাষ্ট্র
গ) ইসরায়েল
ঘ) সৌদি আরব

সঠিক উত্তর : সৌদি আরব

প্রশ্ন : বৈশ্বিক বায়ুবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক) ভারত
খ) জাপান
গ) চীন
ঘ) যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর : চীন

প্রশ্ন : ‘বিবি স্টকহোম’ (Bibby Stockholm) কী?
ক) ভাসমান কারাগার
খ) ছায়াপথ
গ) উপগ্রহ
ঘ) উল্কাপিণ্ড

সঠিক উত্তর : ভাসমান কারাগার

প্রশ্ন : ২৬ জুলাই ২০২৩ কোন দেশে সামরিক অভ্যুত্থান হয়?
ক) বুরকিনা ফাসো
খ) মালি
গ) নাইজার
ঘ) গিনি

সঠিক উত্তর : নাইজার

সংস্থা-প্রতিষ্ঠান

প্রশ্ন : ২৫ জুলাই ২০২৩ শ্রীলংকা কততম দেশ হিসেবে CTBT অনুমোদন করে?
ক) ১৭৬তম
খ) ১৭৮তম
গ) ১৭৯তম
ঘ) ১৮১তম

সঠিক উত্তর : ১৭৮তম

প্রশ্ন : জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার (UNIDO) বর্তমান সদস্য কত?
ক) ১৬৬টি
খ) ১৬৯টি
গ) ১৭০টি
ঘ) ১৭২টি

সঠিক উত্তর : ১৭২টি

প্রশ্ন : ১৮ আগস্ট ২০২৩ কোন দেশ UNIDO’র ১৭২তম সদস্যপদ লাভ করে?
ক) ফিলিস্তিন
খ) রুয়ান্ডা
গ) দক্ষিণ সুদান
ঘ) নাইজার

সঠিক উত্তর : দক্ষিণ সুদান

প্রশ্ন : পশ্চিম আফ্রিকার বাণিজ্যিক সংগঠন Economic Community of West African States (ECOWAS) এর সদস্য দেশ কতটি?
ক) ১২টি
খ) ১৩টি
গ) ১৪টি
ঘ) ১৫টি

সঠিক উত্তর : ১৫টি

প্রশ্ন : ২৭ জুলাই ২০২৩ ECOSOC’র ৭৯তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক) কোলেন ভিক্সেন কেলাপিলে (বতসোয়ানা)
খ) লাচিজারা স্টোয়েভা (বুলগেরিয়া)
গ) পলা নারভেজ (চিলি)
ঘ) আবদুল্লা শহীদ (মালদ্বীপ)

সঠিক উত্তর : পলা নারভেজ (চিলি)

প্রশ্ন : সেপ্টেম্বর ২০২৩ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে?
ক) ডেনিস ফ্রান্সিস
খ) ইমরে হোল্লাই
গ) পিটার থমসন
ঘ) স্যাম কুটেসা

সঠিক উত্তর : ডেনিস ফ্রান্সিস

সম্মেলন

প্রশ্ন : ১৮তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক) ৯-১০ সেপ্টেম্বর ২০২৩
খ) ১৫-১৬ অক্টোবর ২০২৩
গ) ৯-১০ নভেম্বর ২০২৩
ঘ) ১৫-১৬ ডিসেম্বর ২০২৩

সঠিক উত্তর : ৯-১০ সেপ্টেম্বর ২০২৩

প্রশ্ন : ১৮তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) রোম, ইতালি
খ) সিউল, দক্ষিণ কোরিয়া
গ) ওসাকা, জাপান
ঘ) নয়াদিল্লি, ভারত

সঠিক উত্তর : নয়াদিল্লি, ভারত

প্রশ্ন : ২০২৪ সালে ১৯তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) রিও ডি জেনেরিও, ব্রাজিল
খ) রিয়াদ, সৌদি আরব
গ) ডারবান, দক্ষিণ আফ্রিকা
ঘ) প্যারিস, ফ্রান্স

সঠিক উত্তর : রিও ডি জেনেরিও, ব্রাজিল

রিপোর্ট-সমীক্ষা

প্রশ্ন : Lloyd’s List’র তথ্য অনুসারে বিশ্বের ব্যস্ততম কনটেইনার বন্দর কোনটি?
ক) সিঙ্গাপুর বন্দর
খ) সাংহাই বন্দর, চীন
গ) বুসান বন্দর, দ. কোরিয়া
ঘ) নিংবো জওশান বন্দর, চীন

সঠিক উত্তর : সাংহাই বন্দর, চীন

প্রশ্ন : Lloyd’s List’র তথ্য অনুসারে চট্টগ্রাম বিশ্বের কততম ব্যস্ততম কনটেইনার বন্দর?
ক) ৫৮তম
খ) ৬৭তম
গ) ৭০তম
ঘ) ৭৬তম

সঠিক উত্তর : ৬৭তম

বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২৩
প্রশ্ন : রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) চীন
গ) জার্মানি
ঘ) নেদারল্যান্ডস

সঠিক উত্তর : চীন

প্রশ্ন : আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) জার্মানি
গ) যুক্তরাষ্ট্র
ঘ) জাপান

সঠিক উত্তর : জার্মানি

প্রশ্ন : তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) ভিয়েতনাম
গ) বাংলাদেশ
ঘ) ভারত

সঠিক উত্তর : চীন

প্রশ্ন : একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
ক) ১ম
খ) ২য়
গ) ৩য়
ঘ) ৪র্থ

সঠিক উত্তর : ২য়

প্রশ্ন : একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) ভিয়েতনাম
গ) চীন
ঘ) বাংলাদেশ

সঠিক উত্তর : যুক্তরাষ্ট্র

প্রশ্ন : একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাজ্য
খ) হংকং
গ) ভারত
ঘ) চীন

সঠিক উত্তর : চীন

প্রশ্ন : একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) ভিয়েতনাম
গ) চীন
ঘ) বাংলাদেশ

সঠিক উত্তর : যুক্তরাষ্ট্র

প্রশ্ন : একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?
ক) ২য়
খ) ৩য়
গ) ৪র্থ
ঘ) ষষ্ঠ

সঠিক উত্তর : ৩য়

ক্রীড়াঙ্গন

প্রশ্ন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডের নতুন অধিনায়ক কে?
ক) লিটন দাস
খ) মুশফিকুর রহিম
গ) তামিম ইকবাল
ঘ) সাকিব আল হাসান

সঠিক উত্তর : সাকিব আল হাসান

প্রশ্ন : ২০২৩ সালের নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ?
ক) স্পেন
খ) ইংল্যান্ড
গ) সুইডেন
ঘ) যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর : স্পেন

প্রশ্ন : ২০২৫ সালে ১৩তম আইসিসি নারী বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
ক) ভারত
খ) বাংলাদেশ
গ) দক্ষিণ আফ্রিকা
ঘ) পাকিস্তান

সঠিক উত্তর : ভারত

প্রশ্ন : কোন দেশের সহায়তায় ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ উৎক্ষেপণ করা হবে?
ক) যুক্তরাজ্য
খ) ফ্রান্স
গ) যুক্তরাষ্ট্র
ঘ) চীন

উত্তর : ফ্রান্স

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : দেশের নবম ইপিজেড কোথায় স্থাপিত হবে?
ক) গোপালগঞ্জ
খ) গাইবান্ধা
গ) পটুয়াখালী
ঘ) যশোর

উত্তর : পটুয়াখালী

প্রশ্ন : বেসরকারি খাতে দেশের বৃহৎ বিদ্যুৎকেন্দ্র কোনটি?
ক) স্কয়ার পাওয়ার প্ল্যান্ট
খ) ওরিয়ন পাওয়ার প্ল্যান্ট
গ) সামিট পাওয়ার প্ল্যান্ট
ঘ) এসএস পাওয়ার প্ল্যান্ট

উত্তর : এসএস পাওয়ার প্ল্যান্ট

প্রশ্ন : নিম্নের কোন জেলায় চা নিলাম কেন্দ্র রয়েছে?
ক) চট্টগ্রাম
খ) পঞ্চগড়
গ) মৌলভীবাজার
ঘ) ওপরের সবগুলো

উত্তর : ওপরের সবগুলো

প্রশ্ন : সম্প্রতি কোন জেলার চা বাগান প্রথমবারের মতো বাংলাদেশ চা বোর্ডের নিবন্ধন পায়?
ক) খাগড়াছড়ি
খ) বান্দরবান
গ) ঠাকুরগাঁও
ঘ) দিনাজপুর

উত্তর : খাগড়াছড়ি

প্রশ্ন : জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিলের প্রধান কে?
ক) প্রধান বিচারপতি
খ) রাষ্ট্রপতি
গ) প্রধানমন্ত্রী
ঘ) আইনমন্ত্রী

উত্তর : প্রধানমন্ত্রী

প্রশ্ন : জাতীয় সংসদে ‘জাতীয় পরিচয় নিবন্ধন বিল, ২০২৩’ পাস হয় কবে?
ক) ১৩ সেপ্টেম্বর ২০২৩
খ) ১৫ সেপ্টেম্বর ২০২৩
গ) ১৭ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ১৯ সেপ্টেম্বর ২০২৩

উত্তর : ১৩ সেপ্টেম্বর ২০২৩

প্রশ্ন : জাতীয় সংসদে ‘সাইবার নিরাপত্তা বিল, ২০২৩’ পাস হয় কবে?
ক) ৮ সেপ্টেম্বর ২০২৩
খ) ১১ সেপ্টেম্বর ২০২৩
গ) ১৩ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ২০ সেপ্টেম্বর ২০২৩

উত্তর : ১৩ সেপ্টেম্বর ২০২৩

প্রশ্ন : দেশের ২৪তম প্রধান বিচারপতি কে?
ক) বিচারপতি ওবায়দুল হাসান
খ) বিচারপতি এম ইনায়েতুর রহিম
গ) বিচারপতি বোরহান উদ্দিন
ঘ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন

উত্তর : বিচারপতি ওবায়দুল হাসান

প্রশ্ন : জাতীয় স্থানীয় সরকার দিবস কবে?
ক) ২৫ ফেব্রুয়ারি
খ) ২৮ সেপ্টেম্বর
গ) ১৪ সেপ্টেম্বর
ঘ) ১৮ অক্টোবর

উত্তর : ২৫ ফেব্রুয়ারি

প্রশ্ন : বাংলাদেশে কপিরাইটের মেয়াদ কত বছর?
ক) ৪৫ বছর
খ) ৫৫ বছর
গ) ৫০ বছর
ঘ) ৬০ বছর

উত্তর : ৬০ বছর

প্রশ্ন : ভূমি উন্নয়ন কর মওকুফ কত বিঘা পর্যন্ত?
ক) ২০ বিঘা
খ) ২৫ বিঘা
গ) ৩০ বিঘা
ঘ) ৩৫ বিঘা

উত্তর : ২৫ বিঘা

প্রশ্ন : দেশের কোন সরকারি হাসপাতালে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয়?
ক) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল
খ) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
গ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঘ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

উত্তর : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

নদ-নদী [সূত্র : NRCC]

প্রশ্ন : বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা কত?
ক) ৯০৭টি
খ) ৯৮০টি
গ) ১,০০৮টি
ঘ) ১,১০২টি

উত্তর : ১,০০৮টি

প্রশ্ন : দেশের দীর্ঘতম নদী কোনটি?
ক) পদ্মা
খ) মেঘনা
গ) ইছামতি
ঘ) সাঙ্গু

উত্তর : পদ্মা

প্রশ্ন : দেশের ক্ষুদ্রতম নদী কোনটি?
ক) কলমদানী
খ) ইটবাড়িয়া
গ) গাঙ্গিনা
ঘ) বুড়িগঙ্গা

উত্তর : গাঙ্গিনা

প্রশ্ন : কোন নদী সর্বাধিক জেলা দিয়ে প্রবাহিত হয়েছে?
ক) ইছামতি
খ) পদ্মা
গ) মেঘনা
ঘ) যমুনা

উত্তর : পদ্মা

প্রশ্ন : কোন নদী সর্বাধিক উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে?
ক) সাঙ্গু
খ) মেঘনা
গ) পদ্মা
ঘ) ব্ৰহ্মপুত্র

উত্তর : মেঘনা

প্রশ্ন : সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম কী?
ক) সুনামগঞ্জ
খ) বরিশাল
গ) চট্টগ্রাম
ঘ) ভোলা

উত্তর : সুনামগঞ্জ

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : ভারতের প্রথম গভীর সমুদ্রযানের নাম কী?
ক) মৎস্য ৬০০০
খ) আদিত্য-এল ১
গ) সমুদ্রযান ৫০০০
ঘ) নরেন্দ্র মোদি-১

উত্তর : আদিত্য-এল ১

প্রশ্ন : সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট কে?
ক) তান কিন লিয়ান
খ) থারমান শানমুগারাতনাম
গ) এনজি কোক সং
ঘ) হালিমা ইয়াকুব

উত্তর : থারমান শানমুগারাতনাম

প্রশ্ন : আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে?
ক) ৭ সেপ্টেম্বর
খ) ১০ সেপ্টেম্বর
গ) ৮ সেপ্টেম্বর
ঘ) ১৩ সেপ্টেম্বর

উত্তর : ৭ সেপ্টেম্বর

প্রশ্ন : বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করছে কোন দেশ?
ক) সংযুক্ত আরব আমিরাত
খ) ইরান
গ) সৌদি আরব
ঘ) কুয়েত

উত্তর : সংযুক্ত আরব আমিরাত

প্রশ্ন : নিম্নের কোন ড্রোনটি ইরানের তৈরি?
ক) মোহাজের
খ) আরশ
গ) শাহেদ
ঘ) ওপরের সবগুলো

উত্তর : ওপরের সবগুলো

প্রশ্ন : ভারতের সংবিধান (১২৮তম সংশোধনী) বিল, ২০২৩ অনুযায়ী, লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে নারীদের জন্য কতটি আসন সংরক্ষিত থাকবে?
ক) ১৬৬টি
খ) ১৭৮টি
গ) ১৮১টি
ঘ) ১৮৮টি

উত্তর : ১৮১টি

প্রশ্ন : ৫ সেপ্টেম্বর ২০২৩ ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে কোন দ্বীপ রাষ্ট্র দূতাবাস উদ্বোধন করে ?
ক) বাহরাইন
খ) অস্ট্রেলিয়া
গ) পাপুয়া নিউ গিনি
ঘ) ফিজি

উত্তর : পাপুয়া নিউ গিনি

প্রশ্ন : শব্দের চেয়ে দ্রুতগতির যুদ্ধবিমান ‘এক্স-৫৯’ কোন দেশের তৈরি?
ক) যুক্তরাষ্ট্র
খ) ফ্রান্স
গ) চীন
ঘ) রাশিয়া

উত্তর : যুক্তরাষ্ট্র

প্রশ্ন : ৩০ আগস্ট ২০২৩ কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে?
ক) মালি
খ) গ্যাবন
গ) নাইজার
ঘ) গিনি

উত্তর : গ্যাবন

গভীর সমুদ্র চুক্তি

প্রশ্ন : গভীর সমুদ্র চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে?
ক) ৪ মার্চ ২০২৩
খ) ১৯ জুন ২০২৩
গ) ২ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ২০ সেপ্টেম্বর ২০২৩

উত্তর : ২০ সেপ্টেম্বর ২০২৩

প্রশ্ন : বাংলাদেশ কবে গভীর সমুদ্র চুক্তি স্বাক্ষর করে?
ক) ৮ সেপ্টেম্বর ২০২৩
খ) ১৪ সেপ্টেম্বর ২০২৩
গ) ৩ ১৮ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ২০ সেপ্টেম্বর ২০২৩

উত্তর : ২০ সেপ্টেম্বর ২০২৩

সংস্থা-প্রতিষ্ঠান

প্রশ্ন : ৯ সেপ্টেম্বর ২০২৩ G-20’র ২১তম সদস্যপদ লাভ করে—
ক) আফ্রিকান ইউনিয়ন
খ) আসিয়ান
গ) সার্ক
ঘ) এপেক

উত্তর : আফ্রিকান ইউনিয়ন

প্রশ্ন : G-20’র বর্তমান সদস্য—
ক) ২০টি
খ) ২১টি
গ) ২২টি
ঘ) ২৩টি

উত্তর : ২১টি

প্রশ্ন : নিম্নের কোন আঞ্চলিক সংস্থা G-20’র সদস্য?
ক) ইউরোপীয় ইউনিয়ন
খ) আফ্রিকান ইউনিয়ন
গ) ECOWAS
ঘ) ক + খ

উত্তর : ক + খ

প্রশ্ন : আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার (IRENA) বর্তমান সদস্য
ক) ১৬৬টি
খ) ১৬৭টি
গ) ১৬৮টি
ঘ) ১৬৯টি

উত্তর : ১৬৯টি

প্রশ্ন : ১৭ আগস্ট ২০২৩ IRENA’র ১৬৯তম সদস্যপদ লাভ করে-
ক) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
খ) গুয়েতেমালা
গ) হন্ডুরাস
ঘ) পাপুয়া নিউ গিনি

উত্তর : গুয়েতেমালা

প্রশ্ন : সেপ্টেম্বর ২০২৩ জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) কততম অধিবেশন শুরু হয়?
ক) ৭৫তম
খ) ৭৬তম
গ) ৭৭তম
ঘ) ৭৮তম

উত্তর : ৭৮তম

সম্মেলন

প্রশ্ন : আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক) ১-৩ সেপ্টেম্বর ২০২৩
খ) ৪-৭ সেপ্টেম্বর ২০২৩
গ) ৫-৭ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ১১-১৩ সেপ্টেম্বর ২০২৩

উত্তর : ৪-৭ সেপ্টেম্বর ২০২৩

প্রশ্ন : আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) নমপেন, কম্বোডিয়া
খ) ব্যাংকক, থাইল্যান্ড
গ) হ্যানয়, ভিয়েতনাম
ঘ) জাকার্তা, ইন্দোনেশিয়া

উত্তর : জাকার্তা, ইন্দোনেশিয়া

প্রশ্ন : ২০২৪ সালে আসিয়ানের ৪৪তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) লাওস
খ) মালয়েশিয়া
গ) ফিলিপাইন
ঘ) সিঙ্গাপুর

উত্তর : লাওস

রিপোর্ট-সমীক্ষা

প্রশ্ন : ২০২৩ সালের এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স অনুযায়ী বাংলাদেশের বায়ু দূষণে শীর্ষ জেলা কোনটি ?
ক) গাজীপুর
খ) ঢাকা
গ) নারায়ণগঞ্জ
ঘ) চট্টগ্রাম

উত্তর : গাজীপুর

প্রশ্ন : ২০২৩ সালের ডিজিটাল জীবনমান সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক) ডেনমার্ক
খ) ফ্রান্স
গ) যুক্তরাষ্ট্র
ঘ) কানাডা

উত্তর : ফ্রান্স

প্রশ্ন : ২০২৩ সালের ডিজিটাল জীবনমান সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
ক) ভিয়েতনাম
খ) ইয়েমেন
গ) ভেনিজুয়েলা ইরান
ঘ) ইরান

উত্তর : ইয়েমেন

প্রশ্ন : ২০২৩ সালের ডিজিটাল জীবনমান সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক) ৫২তম
খ) ৭৭তম
গ) ৮২তম
ঘ) ৯৪তম

উত্তর : ৮২তম

পুরস্কার

প্রশ্ন : ২০২৩ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি?
ক) করভি রাকসান্দ
খ) আতিউর রহমান
গ) আনিসুল হক
ঘ) জাহিদ হোসেন

উত্তর : করভি রাকসান্দ

প্রশ্ন : বাংলাদেশ থেকে কতজন ব্যক্তি ম্যাগসেসে পুরস্কার লাভ করেছেন?
ক) ১২ জন
খ) ১৩ জন
গ) ১৪ জন
ঘ) ১৫ জন

উত্তর : ১৩ জন

ক্রীড়াঙ্গন

প্রশ্ন : ১৬তম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক) শ্রীলংকা
খ) পাকিস্তান
গ) ভারত
ঘ) বাংলাদেশ

উত্তর : ভারত

প্রশ্ন : ১৬তম এশিয়া কাপ ক্রিকেটে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে?
ক) মোহাম্মদ সিরাজ
খ) ম্যাথিসা পাথিরানা
গ) কুলদীপ যাদব
ঘ) বাবর আজম

উত্তর : কুলদীপ যাদব

প্রশ্ন : ২০২২-২৩ মৌসুমের উয়েফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় কে?
ক) থিবো কোর্ডোয়া
খ) কেভিন ডি ব্রুইনা
গ) আর্লিং হলান্ড
ঘ) লুকা মদরিচ

উত্তর : আর্লিং হলান্ড

প্রশ্ন : US Open 2023-এ পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
ক) কার্লোস আলকারাজ
খ) নোভাক জোকোভিচ
গ) ইয়ানিক সিনার
ঘ) ক্যামেরন নরি

উত্তর : নোভাক জোকোভিচ

প্রশ্ন : US Open 2023-এ নারী এককে চ্যাম্পিয়ন কে?
ক) কোকো গফ
খ) অ্যারিনা সারালেঙ্কা
গ) মারিয়া সাকারি
ঘ) জেলিকা পেগুলা

উত্তর : কোকো গফ

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কবে?
ক) ১৯ অক্টোবর ২০২৩
খ) ২২ অক্টোবর ২০২৩
গ) ২৭ অক্টোবর ২০২৩
ঘ) ৩০ অক্টোবর ২০২৩

প্রশ্ন : ২২ অক্টোবর ২০২৩ বাংলাদেশ ব্যাংক কোন প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক হিসেবে প্রাথমিক অনুমোদন দেয়?
ক) নগদ ডিজিটাল ব্যাংক
খ) কড়ি ডিজিটাল ব্যাংক
গ) বিকাশ ডিজিটাল ব্যাংক
ঘ) ক+খ

সঠিক উত্তর : ক+খ

প্রশ্ন : বাংলাদেশে এইচপিভি টিকার কার্যক্রম শুরু হয় কবে?
ক) আগস্ট ২০২২
খ) ডিসেম্বর ২০২২
গ) জুন ২০২৩
ঘ) অক্টোবর ২০২৩

সঠিক উত্তর : অক্টোবর ২০২৩

প্রশ্ন : ২৬ সেপ্টেম্বর ২০২৩ দেশের কোন বিশ্ববিদ্যালয় প্রথম পিতৃত্বকালীন ছুটি চালু করে?
ক) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সঠিক উত্তর : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

প্রশ্ন : ১০ অক্টোবর ২০২৩ কোন জেলায় রেলপথ চালু হয়?
ক) মুন্সীগঞ্জ
খ) শরীয়তপুর
গ) মাদারীপুর
ঘ) ওপরের সবগুলো

সঠিক উত্তর : ওপরের সবগুলো

প্রশ্ন : ৩০ অক্টোবর ২০২৩ পর্যন্ত দেশের কতটি জেলায় রেলপথ রয়েছে?
ক) ৪৩টি
খ) ৪৪টি
গ) ৪৫টি
ঘ) ৪৬টি

সঠিক উত্তর : ৪৬টি

প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশে কোন রোগের টিকার সফল পরীক্ষা করা হয়?
ক) ক্যান্সার
খ) COVID-19
গ) ডেঙ্গু
ঘ) জলবসন্ত

সঠিক উত্তর : ডেঙ্গু

প্রশ্ন : দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প কোনটি?
ক) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
খ) মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র
গ) পায়রা সমুদ্রবন্দর
ঘ) পদ্মা সেতু

সঠিক উত্তর : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

প্রশ্ন : রাশিয়া কবে বাংলাদেশের কাছে পারমাণবিক জ্বালানির প্রথম চালান আনুষ্ঠানিকভাবে তুলে দেয়?
ক) ১ অক্টোবর ২০২৩
খ) ৫ অক্টোবর ২০২৩
গ) ৭ অক্টোবর ২০২৩
ঘ) ১০ অক্টোবর ২০২৩

সঠিক উত্তর : ৫ অক্টোবর ২০২৩

প্রশ্ন : বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ কততম সদস্য?
ক) ২৮তম
খ) ৩০তম
গ) ৩৩তম
ঘ) ৩৫তম

সঠিক উত্তর : ৩৩তম

প্রশ্ন : বর্তমানে কোন সালকে ভিত্তি বছর ধরে মূল্যস্ফীতির হিসাব করা হয়?
ক) ২০০০-০১
খ) ২০০৫-০৬
গ) ২০১৫-১৬
ঘ) ২০২১-২২

সঠিক উত্তর : ২০২১-২২

প্রশ্ন : দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
ক) কক্সবাজার
খ) বরগুনা
গ) নোয়াখালী
ঘ) পটুয়াখালী

সঠিক উত্তর : কক্সবাজার

প্রশ্ন : বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানার নাম কী?
ক) ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
খ) শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লি.
গ) ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি
ঘ) যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড

সঠিক উত্তর : ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট কে?
ক) মোহাম্মদ মুইজ্জু
খ) হুসাইন আমর
গ) আমীন ইব্রাহিম
ঘ) মাজ সালিম

সঠিক উত্তর : মোহাম্মদ মুইজ্জু

প্রশ্ন : ডোমিনিকার প্রথম নারী এবং প্রথম আদিবাসী প্রেসিডেন্ট কে?
ক) দ্রৌপদী মুর্মু
খ) সিলভানি বার্টন
গ) নাতাশা পিয়ার্স
ঘ) জেনি-মেরি রুথ-রোল্যান্ড

সঠিক উত্তর : সিলভানি বার্টন

প্রশ্ন : আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) প্রথম নারী মহাসচিব কে?
ক) ড. ওকোনজো ইওয়েলা
খ) ইরিনা বোকোভা
গ) অ্যামি ই. পোপ
ঘ) ম্যানুয়েলা রোকা বোটেই

সঠিক উত্তর : অ্যামি ই. পোপ

প্রশ্ন : ৭ অক্টোবর ২০২৩ কোন সংগঠন ইসরায়েলে হামলা চালায়?
ক) হামাস
খ) হিজবুল্লাহ
গ) ফাতাহ
ঘ) পিকেকে

সঠিক উত্তর : হামাস

প্রশ্ন : ভারতের সুপ্রিম কোর্টে প্রথম বধির আইনজীবী হিসেবে যুক্তিতর্কে অংশ নেন কে?
ক) সুকুমার সেন
খ) সারাহ সানি
গ) সুচেতা কৃপালন
ঘ) মীরা কুমার

সঠিক উত্তর : সারাহ সানি

প্রশ্ন : ২ অক্টোবর ২০২৩ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোন ডেঙ্গু টিকা ব্যবহারের অনুমোদন দেয়?
ক) TV-003
খ) TDENV PIV
গ) TV005
ঘ) Qdenga

সঠিক উত্তর : Qdenga

প্রশ্ন : ২ অক্টোবর ২০২৩ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে উচ্চগতির বুলেট ট্রেন চালু করে কোন দেশ?
ক) পূর্ব তিমুর
খ) ইন্দোনেশিয়া
গ) লাওস
ঘ) কম্বোডিয়া

সঠিক উত্তর : ইন্দোনেশিয়া

প্রশ্ন : ২৫ সেপ্টেম্বর ২০২৩ যুক্তরাষ্ট্র কোন দ্বীপকে ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের’ স্বীকৃতি দেয়?
ক) নিউই
খ) কুক আইল্যান্ডস
গ) ভিক্টোরিয়া দ্বীপ
ঘ) ক + খ

সঠিক উত্তর : ক + খ

প্রশ্ন : পারমাণবিক শক্তিসম্পন্ন ‘বুরভেস্টনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র কোন দেশের?
ক) উত্তর কোরিয়া
খ) রাশিয়া
গ) ইউক্রেন
ঘ) যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর : রাশিয়া

সংস্থা-প্রতিষ্ঠান

প্রশ্ন : এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য কত?
ক) ৯০টি
খ) ৯১টি
গ) ৯২টি
ঘ) ৯৩টি

সঠিক উত্তর : ৯৩টি

প্রশ্ন : ১২ সেপ্টেম্বর ২০২৩ কোন দেশ AIIB’র ৯৩তম সদস্যপদ লাভ করে?
ক) লিবিয়া
খ) দ. সুদান
গ) রুয়ান্ডা
ঘ) নাইজার

সঠিক উত্তর : লিবিয়া

প্রশ্ন : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) বর্তমান সদস্য কত?
ক) ১৭৪টি
খ) ১৭৬টি
গ) ১৭৮টি
ঘ) ১৮০টি

সঠিক উত্তর : ১৭৮টি

প্রশ্ন : সেপ্টেম্বর ২০২৩ কোন দেশ IAEA’র ১৭৮তম সদস্যপদ লাভ করে?
ক) সেন্ট লুসিয়া
খ) গিনি
গ) সামোয়া
ঘ) কমোরোস

সঠিক উত্তর : গিনি

সম্মেলন

প্রশ্ন : ২৮তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-28) কবে অনুষ্ঠিত হবে?
ক) ৬-১৭ নভেম্বর ২০২৩
খ) ১১-২২ নভেম্বর ২০২২
গ) ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর ২০২৩
ঘ) ১২-২৩ ডিসেম্বর ২০২৩

সঠিক উত্তর : ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর ২০২৩

প্রশ্ন : ২৮তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-28) কোথায় অনুষ্ঠিত হবে?
ক) জেনেভা, সুইজারল্যান্ড
খ) দুবাই, সংযুক্ত আরব আমিরাত
গ) শারম আল শেখ, মিসর
ঘ) বন, জার্মানি

সঠিক উত্তর : দুবাই, সংযুক্ত আরব আমিরাত

প্রশ্ন : ৩০তম APEC শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক) ১৫-১৭ নভেম্বর ২০২৩
খ) ২৫-২৭ নভেম্বর ২০২৩
গ) ১-৩ ডিসেম্বর ২০২৩
ঘ) ১৫-১৭ ডিসেম্বর ২০২৩

সঠিক উত্তর : ১৫-১৭ নভেম্বর ২০২৩

প্রশ্ন : ৩০তম APEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) ক্যানবেরা, অস্ট্রেলিয়া
খ) ওসাকা, জাপান
গ) সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
ঘ) সিউল, দক্ষিণ কোরিয়া

সঠিক উত্তর : ক্যানবেরা, অস্ট্রেলিয়া

রিপোর্ট-সমীক্ষা

প্রশ্ন : ২০২৩ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
ক) ইয়েমেন
খ) সিরিয়া
গ) দক্ষিণ সুদান
ঘ) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

সঠিক উত্তর : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

প্রশ্ন : ২০২৩ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত ?
ক) ৭৪তম
খ) ৮১তম
গ) ৮৯তম
ঘ) ৯৫তম

সঠিক উত্তর : ৮১তম

প্রশ্ন : ২০২৩ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক) সুইজারল্যান্ড
খ) সুইডেন
গ) যুক্তরাষ্ট্র
ঘ) যুক্তরাজ্য

সঠিক উত্তর : সুইজারল্যান্ড

প্রশ্ন : ২০২৩ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
ক) মালি
খ) বুরুন্ডি
গ) নাইজার
ঘ) অ্যাঙ্গোলা

সঠিক উত্তর : অ্যাঙ্গোলা

প্রশ্ন : ২০২৩ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত?
ক) ৯৫তম
খ) ৯৯তম
গ) ১০৫তম
ঘ) ১১০তম

সঠিক উত্তর : ১০৫তম

প্রশ্ন : শীর্ষ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) ফ্রান্স
গ) চীন
ঘ) জাপান

সঠিক উত্তর : যুক্তরাষ্ট্র

সাহিত্য সংস্কৃতি

প্রশ্ন : বঙ্গবন্ধুর জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’ কবে মুক্তি পায়?
ক) ১০ অক্টোবর ২০২৩
খ) ১৩ অক্টোবর ২০২৩
গ) ১৭ অক্টোবর ২০২৩
ঘ) ২০ অক্টোবর ২০২৩

সঠিক উত্তর : ১৩ অক্টোবর ২০২৩

প্রশ্ন : ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটির পরিচালক কে?
ক) শ্যাম বেনেগাল
খ) দয়াল নিহালানি
গ) অতুল তিওয়ারি
ঘ) নীতিশ রায়

সঠিক উত্তর : শ্যাম বেনেগাল

নোবেল পুরস্কার ২০২৩

প্রশ্ন : ২০২৩ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন?
ক) ১১ ব্যক্তি
খ) ১৩ ব্যক্তি
গ) ১২ ব্যক্তি
ঘ) ১৪ ব্যক্তি

সঠিক উত্তর : ১১ ব্যক্তি

প্রশ্ন : চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক) ক্যাতালিন ক্যারিকো
খ) ড্রু ওয়াইজম্যান
গ) মাইকেল হটন
ঘ) ক+খ

সঠিক উত্তর : ক+খ

প্রশ্ন : পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক) পিয়ের আগোস্তিনি
খ) ফেরেন্স ক্রাউজ
গ) অ্যান লিয়ের
ঘ) ওপরের সকলে

সঠিক উত্তর : ওপরের সকলে

প্রশ্ন : রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক) আলেক্সি ইয়াকিমভ
খ) মুঙ্গি বাওয়েি
গ) লুই ব্রুস
ঘ) ওপরের সকলে

সঠিক উত্তর : ওপরের সকলে

প্রশ্ন : সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে কে?
ক) অ্যানি আরনো
খ) ওলগা তোকাৰ্চক
গ) জন ফসে
ঘ) লুইজ গ্রিক

সঠিক উত্তর : জন ফসে

প্রশ্ন : শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কে?
ক) নার্গিস মোহাম্মদি
খ) ফ্রেদেরিক পাসি
গ) জন হিউম
ঘ) লিউ জিয়াওবো

সঠিক উত্তর : নার্গিস মোহাম্মদি

প্রশ্ন : অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক) বেন এস বার্নানকে
খ) ডগলাস ডব্লিউ ডায়মন্ড
গ) ফিলিপ এইচ ডিবভিগ
ঘ) ক্লডিয়া গোলডিন

সঠিক উত্তর : ক্লডিয়া গোলডিন

ক্রীড়াঙ্গন

প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিয়ান কে?
ক) রোহিত শর্মা
খ) ক্রিস গেইল
গ) বিরাট কোহলি
ঘ) শচীন টেন্ডুলকার

সঠিক উত্তর : রোহিত শর্মা

প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান কত?
ক) ৪১৭
খ) ৪২৩
গ) ৪২৮
ঘ) ৪৩৭

সঠিক উত্তর : ৪২৮

প্রশ্ন : কোন সালের অলিম্পিকে টি-২০ ক্রিকেট অন্তর্ভুক্ত হবে?
ক) ২০২৪ সাল
খ) ২০৩২ সাল
গ) ২০২৮ সাল
ঘ) ওপরের কোনটি নয়

সঠিক উত্তর : ২০২৮ সাল

প্রশ্ন : ২০৩০ সালে ২৪তম বিশ্বকাপ ফুটবলের মূল আয়োজক দেশ কোনটি?
ক) মরক্কো
খ) পর্তুগাল
গ) স্পেন
ঘ) ওপরের সবগুলো

সঠিক উত্তর : ওপরের সবগুলো

প্রশ্ন : আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান কে?
ক) রোহিত শর্মা
খ) কুশল মাল্লা
গ) ক্রিস গেইল
ঘ) দীপেন্দ্র সিং ঐরী

সঠিক উত্তর : কুশল মাল্লা

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !