জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি ‘বঙ্গবন্ধু’ নামে ছবির শুটিং শুরু হলেও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে নাম পরিবর্তন করে ‘মুজিব : একটি জাতির রূপকার’ রাখা হয়।
‘মন্থন’ খ্যাত খ্যাতিমান ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল ছবিটির পরিচালক। চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া। এছাড়া অভিনয় করেন দেশি-বিদেশি শতাধিক অভিনয়শিল্পী।
২০২১
- ২২ জানুয়ারি : ভারতের মুম্বাইয়ে চলচ্চিত্রটির নির্মাণ শুরু হয়
- ১৮ ডিসেম্বর : বাংলাদেশে চলচ্চিত্রটির শুটিং শেষ হয়।
২০২২
- ১৭ মার্চ : বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রথম পোস্টার প্রকাশ করা হয়
- ৩ মে : দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়
- ১৯ মে : ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে চলচ্চিত্রটির ১ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলার প্রকাশ করা হয়।
২০২৩
- ৩১ জুলাই : বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র লাভ করে
- ১৩ সেপ্টেম্বর : ৪৮তম টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়
- ১ অক্টোবর : চলচ্চিত্রটির ট্রেলার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়
- ১৩ অক্টোবর : চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি পায়
- ২৭ অক্টোবর : ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পায় ।
FACT FILE
- ইংরেজি নাম : MUJIB: THE MAKING OF A NATION
- পরিচালক : শ্যাম বেনেগাল
- সহযোগী পরিচালক : দয়াল নিহালানি
- শিল্প নির্দেশনা : নীতিশ রায়
- চিত্রনাট্যকার : অতুল তিওয়ারি ও শামা জায়েদি
- সুরকার : শান্তনু মৈত্র
- চিত্রগ্রাহক : আকাশদীপ পাণ্ডে
- প্রযোজনা কোম্পানি : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (BFDC) ও জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (NFDC), ভারত
- পরিবেশক : জাজ মাল্টিমিডিয়া
- মুক্তি : ১৩ অক্টোবর ২০২৩ (বাংলাদেশ) ও ২৭ অক্টোবর ২০২৩ (ভারতসহ বিশ্বব্যাপী)
- দৈর্ঘ্য : ১৭৮ মিনিট
- নির্মাণ ব্যয় : ৮৩ কোটি টাকা (বাংলাদেশ ৫০ কোটি ও ভারত ৩৩ কোটি)
- এ চলচ্চিত্রে ‘অচিন মাঝি’ শিরোনামে গানটির গীতিকার জাহিদ আকবর আর কন্ঠ দেন রথিজিৎ ভট্টাচার্য।
বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত আরও কিছু চলচ্চিত্র
চলচ্চিত্র | পরিচালক | নির্মাণের বিষয়বস্তু | মুক্তি |
টুঙ্গিপাড়ার মিয়া ভাই | সেলিম খান | শৈশব ও কৈশরের ঘটনা নিয়ে | ২ এপ্রিল ২০২১ |
আগস্ট ১৯৭৫ | সেলিম খান | হত্যাকাণ্ড পরবর্তী ঘটনা নিয়ে | ২২ আগস্ট ২০২১ |
মুজিব আমার পিতা | সোহেল মোহাম্মদ রানা | ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থ অবলম্বনে | ১ অক্টোবর ২০২১ |
চিরঞ্জীব মুজিব | নজরুল ইসলাম | অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে | ৩১ ডিসেম্বর ২০২১ |
রেডিও | অনন্য মামুন | ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ অবলম্বনে | ১৭ মার্চ ২০২৩ |
মাইক | এফ এম শাহীন ও হাসান জাফল বিপুল | ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ অবলম্বনে | ১১ আগস্ট ২০২৩ |
দুঃসাহসী খোকা | মুশফিকুর রহমান গুলজার | ছেলেবেলা নিয়ে | ২৯ সেপ্টেম্বর ২০২৩ |
৫৭০ | আশরাফ শিশির | বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ঘটনা নিয়ে | মুক্তি পায়নি |
প্রামাণ্য বা তথ্যচিত্র
নাম | পরিচালক |
মধুমতী পারের মানুষটি : শেখ মুজিবুর রহমান | তানভীর মোকাম্মেল |
Rahman – The Father of Bengal | নাগাসি ওসিমা (জাপান) |
The Speech | ফাখরুল আরেফিন খান |
পলাশী থেকে ধানমন্ডি | আবদুল গাফ্ফার চৌধুরী |
অভিনয়ে বঙ্গবন্ধু
মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘সংগ্রাম’-এর পরিচালক চাষী নজরুল ইসলাম। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধু ছোট্ট এক ভূমিকায় হাজির হন। চলচ্চিত্রটির শেষের দিকে, মুক্তিযুদ্ধের পর সদ্য স্বাধীন দেশের সামরিক বাহিনী বঙ্গবন্ধুকে স্যালুট করছে। ১৮ জানুয়ারি ১৯৭৪ চলচ্চিত্রটি মুক্তি পায়।