নব-নিযুক্ত
বাংলাদেশ
সিনিয়র সচিব
- শিল্প মন্ত্রণালয় : জাকিয়া সুলতানা দায়িত্বগ্রহণ ২৭ সেপ্টেম্বর ২০২৩।
- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় : মো. হুমায়ুন কবীর খোন্দকার; নিয়োগ ৯ অক্টোবর ২০২৩।
সচিব
- সমাজকল্যাণ মন্ত্রণালয় : মো. খায়রুল আলম সেখ; নিয়োগ ৯ অক্টোবর ২০২৩।
- স্বাস্থ্য সেবা বিভাগ : মো: জাহাঙ্গীর আলম; নিয়োগ ৫ অক্টোবর ২০২৩।
চেয়ারম্যান
- বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (SPARRSO) : মো. রাশিদুল ইসলাম; নিয়োগ ১৫ অক্টোবর ২০২৩।
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন : বিচারপতি এম ইনায়েতুর রহিম; নিয়োগ ১৫ অক্টোবর ২০২৩।
- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (BSFIC) : শেখ শোয়েবুল আলম; দায়িত্ব গ্রহণ ১৬ অক্টোবর ২০২৩।
রাষ্ট্রদূত
- মরক্কো : মোহাম্মদ হারুন আল রশিদ; নিয়োগ ১১ অক্টোবর ২০২৩।
- মালয়েশিয়া : মো. শামীম আহসান; দায়িত্ব গ্রহণ ২০ অক্টোবর ২০২৩।
বিবিধ
- মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (BFRI) : ড. মো. জুলফিকার আলী; দায়িত্ব গ্রহণ ১২ অক্টোবর ২০২৩।
- চেয়ারপারসন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB) এর ট্রাস্টি বোর্ড : অ্যাডভোকেট সুলতানা কামাল ; নিয়োগ ৩ অক্টোবর ২০২৩।
আন্তর্জাতিক
প্রেসিডেন্ট
- ইকুয়েডর : ড্যানিয়েল নোবোয়া, ১৫ অক্টোবর ২০২৩ তিনি দেশটির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট নির্বাচিত হন; ২৫ নভেম্বর ২০২৩ তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
- ডোমিনিকা : সিলভানি বার্টন দায়িত্ব গ্রহণ ২ অক্টোবর ২০২৩। তিনি দেশটির প্রথম নারী এবং প্রথম আদিবাসী প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রী
- ভানুয়াতু : চার্লট সালওয়াই; দায়িত্ব গ্রহণ ৬ অক্টোবর ২০২৩।
- আইভরিকোস্ট : রবার্ট বিউগ্রে মাম্বে; দায়িত্ব গ্রহণ ১৬ অক্টোবর ২০২৩ ।
স্পিকার
- কানাডা : গ্রেগ ফার্গাস; ৩ অক্টোবর ২০২৩ তিনি দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হিসেবে নির্বাচিত হন ।
- যুক্তরাষ্ট্র : মাইক জনসন; ২৫ অক্টোবর ২০২৩ তিনি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৫৬তম স্পিকার নির্বাচিত হন।
বিবিধ
- মহাপরিচালক, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) : অ্যামি ই. পোপ (যুক্তরাষ্ট্র); ১ অক্টোবর ২০২৩ তিনি প্রথম নারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ।
ঢাবি’র ২৯তম উপাচার্য
১৫ অক্টোবর ২০২৩ ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার এ নিয়োগ ৪ নভেম্বর ২০২৩ থেকে কার্যকর হবে। উল্লেখ্য, তাকে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হয়। মাকসুদ কামালের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।
সম্মেলন
গ্লোবাল গেটওয়ে ফোরাম
- সময়কাল : ২৫-২৬ অক্টোবর ২০২৩
- স্থান : ব্রাসেলস, বেলজিয়াম ।
AIIB বার্ষিক সভা
- AIIB- Asian Infrastructure Investment Bank
- আয়োজন : ৮ম
- সময়কাল : ২৫- ২৬ সেপ্টেম্বর ২০২৩
- স্থান : শার্ম আল শেখ, মিসর।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন
- সময়কাল : ৯-১৫ অক্টোবর ২০২৩
- স্থান: মারাকেশ, মরক্কো।
- ১৯৪৬ সাল থেকে প্রতি বছর সাধারণত সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে বিশ্বব্যাংক ও আইএমএফের এ সভা অনুষ্ঠিত হয়। পরপর দুই বছর ওয়াশিংটনে হওয়ার পর তৃতীয় বছর অনুষ্ঠিত হয় অন্য কোনো সদস্য দেশে। ৫০ বছর পর এবার আফ্রিকার কোনো দেশে বিশ্বব্যাংক-IMP’র বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১৯৭৩ সালে আফ্রিকার কেনিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
SCO’র সরকারপ্রধান পর্যায়ের সম্মেলন
- SCO- Shanghai Cooperation Organization
- আয়োজন : ২২তম
- সময়কাল : ২৬ অক্টোবর ২০২৩
- স্থান : বিশকেক কিরগিজস্তান ।
ফ্রাঙ্কফুর্ট বইমেলা
- আয়োজন : ৭৫তম
- সময়কাল : ১৮-২২ অক্টোবর ২০২৩
- স্থান : ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
- এটি বিশ্বের সর্ববৃহৎ বইমেলা। ১৯৪৯ সালে আধুনিক ফ্রাঙ্কফুর্ট বইমেলার যাত্রা শুরু হয়। অবশ্য এর গোড়াপত্তন হয় ৫০০ বছর আগে ১৪৬২ সালে।
দিবস প্রতিপাদ্য : অক্টোবর
জাতীয়
- ২ : জাতীয় উৎপাদনশীলতা দিবস । প্রতিপাদ্য— স্মার্ট বাংলাদেশ- বিনির্মাণে উৎপাদনশীলতা ।
- : জাতীয় পথশিশু দিবস।
- ৬ : জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। প্রতিপাদ্য— জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি।
- ৯ : জাতীয় তামাকমুক্ত দিবস। প্রতিপাদ্য— জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করুন।
- ১০: শহীদ জেহাদ দিবস।
- : স্তন ক্যানসার সচেতনতা দিবস । প্রতিপাদ্য— স্ক্রিনিং জীবন বাঁচায়।
- ১৮ : শেখ রাসেল দিবস। প্রতিপাদ্য— শেখ রাসেল দীপ্তিময়, নিৰ্ভীক নির্মল দুর্জয় ।
- ২২: জাতীয় নিরাপদ সড়ক দিবস । প্রতিপাদ্য— আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ।
সপ্তাহ
- ২-৮ অক্টোবর : শিশু অধিকার সপ্তাহ ।
- ৮-১৪ অক্টোবর : জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ।
সচেতনতা মাস
- জাতীয় স্যানিটেশন মাস ।
- সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ।
- স্তন ক্যানসার সচেতনতা মাস ।
আন্তর্জাতিক
- ১ : বিশ্ব প্রবীণ দিবস। প্রতিপাদ্য— সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা ।
- ১ : বিশ্ব নিরামিষ দিবস ।
- ১ : আন্তর্জাতিক কফি দিবস।
- ২ : আন্তর্জাতিক অহিংস দিবস ।
- ২ : বিশ্ব শিশু দিবস। প্রতিপাদ্য— শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি। বাংলাদেশ সরকার প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে ।
- ২ : বিশ্ব বসতি দিবস (অক্টোবরের প্রথম সোমবার)। প্রতিপাদ্য— স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি।
- ৪ : বিশ্ব প্রাণী দিবস।
- ৫ : বিশ্ব শিক্ষক দিবস। প্রতিপাদ্য— কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক : শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা ।
- ৬ : বিশ্ব হাসি দিবস (অক্টোবর মাসের প্রথম শুক্রবার)।
- ৭ : বিশ্ব তুলা দিবস ।
- ৯ : বিশ্ব ডাক দিবস। প্রতিপাদ্য— আস্থার জন্য একসাথে : নিরাপদ এবং সংযুক্ত ভবিষ্যতের জন্য একত্রিত হই ।
- ১০: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। প্রতিপাদ্য- মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার।
- ১১ : আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ।
- ১২ : বিশ্ব আর্থ্রাইটিস দিবস । প্রতিপাদ্য- “লিভিং উইথ এন আরএমডি অ্যাট অল স্ট্যাজেস অব লাইফ’।
- ১২ : বিশ্ব দৃষ্টি দিবস (অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার) । প্রতিপাদ্য- আপনার চোখকে ভালোবাসুন, কর্মস্থলেও।
- ১৩ : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। প্রতিপাদ্য— অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি।
- ১৩ : বিশ্ব ডিম দিবস (অক্টোবরের দ্বিতীয় শুক্রবার) । প্রতিপাদ্য— ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি ।
- ১৪ : বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস (অক্টোবরের দ্বিতীয় শনিবার) ।
- ১৪ : বিশ্ব পরিযায়ী পাখি দিবস । প্রতি বছর মে ও অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার এ দিবস পালিত হয় ।
- ১৪ : বিশ্ব মান দিবস। প্রতিপাদ্য— সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান ।
- ১৫ : বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস । প্রতিপাদ্য— সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি।
- ১৫ : বিশ্ব হাতধোয়া দিবস। প্ৰতিপাদ্য- আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত।
- ১৫ : আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ।
- ১৬ : বিশ্ব খাদ্য দিবস । প্ৰতিপাদ্য— ‘পানি জীবন, পানিই খাদ্য। কেউ থাকবে না পিছিয়ে।
- ১৬ : বিশ্ব মেরুদণ্ড দিবস। প্ৰতিপাদ্য— Move Your Spine!
- ১৭: আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস। প্রতিপাদ্য উপযুক্ত কাজ এবং সামাজিক সুরক্ষা : সকলের জন্য মর্যাদা।
- ১৭: বিশ্ব ট্রমা দিবস। প্রতিপাদ্য— মানিয়ে নেওয়া, সহনশীলতা ও ট্রমার প্রভাব কাটিয়ে ওঠা ।
- ১৯ : আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস (অক্টোবর মাসের তৃতীয় বৃহস্পতিবার)। প্রতিপাদ্য— সমৃদ্ধ জীবনের জন্য স্মার্ট ক্রেডিট ইউনিয়ন।
- ২০ : বিশ্ব অস্টিওপোরোসিস ( হাড় ক্ষয়) দিবস।
- ২৪ : জাতিসংঘ দিবস ।
- ২৪ : বিশ্ব তথ্য উন্নয়ন দিবস।
- ২৭: বিশ্ব অডিওভিস্যুয়াল হেরিটেজ দিবস।
- ৩১ : বিশ্ব নগর দিবস ।
- ৩১ : বিশ্ব মিতব্যয়িতা দিবস ।
সপ্তাহ
- ২-৮ অক্টোবর : বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ।
- ৪-১০ অক্টোবর : বিশ্ব মহাকাশ সপ্তাহ
- ২৪-৩০ অক্টোবর : নিরস্ত্রীকরণ সপ্তাহ।
- ২৪-৩১ অক্টোবর : Global Media and Information Literacy Week.
চলচ্চিত্র উৎসবে ‘বলী’ বিজয়ী
৪-১৩ অক্টোবর ২০২৩ অনুষ্ঠিত ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের “নিউ কারেন্টস’ বিভাগে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে বিজয়ী হয় ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী : দ্য রেসলার’ । নিউ কারেন্টস বিভাগে দুটি সিনেমাকে পুরস্কার দেওয়া হয়। ‘বলী’ ছাড়াও এ বিভাগে পুরস্কার লাভ করে জাপানের মোরি তাতসুয়ার ‘সেপ্টেম্বর ১৯২৩’। দুই সিনেমাই পুরস্কার হিসেবে ৩০,০০০ ডলার পুরস্কার লাভ করে।
লোকান্তর
- আবদুস সাত্তার ভূঁইয়া (১৬ জানুয়ারি ১৯৩৯-৩০ সেপ্টেম্বর ২০২৩) : সাবেক মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য।
- এ কে এম শাহজাহান কামাল (১ জানুয়ারি ১৯৫০-৩০ সেপ্টেম্বর ২০২৩) : বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও লক্ষ্মীপুর- ৩ আসনের সংসদ সদস্য।
- শফি বিক্রমপুরী (৪ জুলাই ১৯৪৩-১৮ অক্টোবর ২০২৩) : চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও পরিবেশক। তিনি ১৯৭৮ সালে প্রথম ‘রাজদুলারি’ ছবি পরিচালনা করেন। এরপর ‘আলাদিন আলিবাবা সিন্দাবাদ’, ‘দেনমোহর’সহ কয়েকটি ছবি পরিচালনা করেন শফি বিক্রমপুরী ।
- এডভোকেট শাহজাহান মিয়া (১৭ জানুয়ারি ১৯৪০-২১ অক্টোবর ২০২৩) : পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী।
- এএফএম ফখরুল ইসলাম মুন্সি (২৯ নভেম্বর ১৯৪৭-২১ অক্টোবর ২০২৩) : ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও সাবেক অর্থ উপমন্ত্রী ।
- ইমাম উদ্দীন আহমদ চৌধুরী (১০ ডিসেম্বর ১৯২৬-২৪- অক্টোবর ২০২৩) : ১৯৯১ সালের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা।
- মো. আবদুর রশিদ (মৃত্যু : ২৪ অক্টোবর ২০২৩) : আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি।
- সৈয়দ আবুল হোসেন (১৯৫১-২৫ অক্টোবর ২০২৩) : বীর মুক্তিযোদ্ধা, সাবেক যোগাযোগমন্ত্রী ও ব্যবসায়ী। তিনি ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন ।
- ডায়ান ফাইনস্টেইন (২২ জুন ১৯৩৩-২৯ সেপ্টেম্বর ২০২৩) : ক্যালিফোর্নিয়ার সিনেটর। . তিনি প্রায় ৩১ বছর সিনেটের সদস্য ছিলেন । ফাইনস্টেইন ৪ নভেম্বর ১৯৯২ বিশেষ নির্বাচনে জয়ী হন। তিনি মোট ৫ বার সিনেট নির্বাচিত হন।
- খালেদ খালিফা (১ জানুয়ারি ১৯৬৪-৩০ সেপ্টেম্বর ২০২৩) : সিরীয় লেখক। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস— দ্য গার্ড অব ডিসেপশন, ইন প্রেইজ অব হেটরেট ও নো নাইভস ইন দ্য কিচেনস অব দিস সিটি।
- মার্টি আহতিসারি (২৩ জুন ১৯৩৭-১৬ অক্টোবর ২০২৩) : শান্তিতে নোবেলজয়ী ও ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট । আন্তর্জাতিক সংঘাত সমাধানে ভূমিকা রাখার জন্যে ২০০৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- লুইস গ্লুক (২২ এপ্রিল ১৯৪৩-১৩ অক্টোবর ২০২৩) : ২০২০ সালে সাহিত্যে নোবেলজয়ী মার্কিন কবি। ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত ছিলেন যুক্তরাষ্ট্রের সেরা কবি ।
- স্যার ববি চার্লটন (১১ অক্টোবর ১৯৩৭-২১ অক্টোবর ২০২৩) : ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী যুক্তরাজ্যের ফুটবলার ।
কবি আসাদ চৌধুরী
(১১ ফেব্রুয়ারি ১৯৪৩-৫ অক্টোবর ২০২৩)
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ও বীর মুক্তিযোদ্ধা। তিনি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন, যারা উলানিয়ার চৌধুরী বংশ হিসেবে পরিচিত । তিনি তার প্রথম কবিতার বই ‘তবক দেওয়া পান’-এর মাধ্যমে পরিচিতি পান।
শিক্ষাজীবন : ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও ১৯৬৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
কর্মজীবন : ১৯৬৪-১৯৭২ সাল পর্যন্ত | ব্রাহ্মণবাড়িয়া কলেজে শিক্ষকতা করেন। পরবর্তীকালে তিনি বিভিন্ন খবরের কাগজে সাংবাদিকতা করেন। বাংলা একাডেমিতে | দীর্ঘকাল চাকরির পর তিনি পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।
কবিতা : তবক দেওয়া পান। বিত্ত নাই বেসাত নাই। প্ৰশ্ন নেই উত্তরে পাহাড়। জলের মধ্যে লেখাজোখা। মধ্য মাঠ থেকে। মেঘের জুলুম পাখির জুলুম। ভালোবাসার কবিতা। দুঃখীরা গল্প করে । নদীও বিবস্ত্র হয়। বাতাস যেমন পরিচিত। ঘরে ফেরা সোজা নয় ।
ইতিহাস : বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
শিশুসাহিত্য : রাজার নতুন জামা। রাজা বাদশার গল্প। গর্ব আমার অনেক কিছুর। ভিন দেশের মজার লোককাহিনী। তিন রসরাজের আড্ডা। কেশবতী রাজকন্যা। জন হেনরি। মিকালেঞ্জেনো। ছোটদের মজার গল্প । সোনার খড়ম। মুচি-ভাঁতের গল্প।
অনুবাদ : বাড়ির কাছে আরশিনগর : বাংলাদেশের-উর্দু কবিতা – প্যালেস্টাইন ও প্রতিবেশী দেশের প্রতিবাদী কবিতা ।
সম্পাদনা : যাদের রক্তে মুক্ত এদেশ। ছয়টি রূপকথা ৷
পুরস্কার ও সম্মাননা :
- অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৯৮২)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮৭)।
- ত্রিভুজ সাহিত্য পুরস্কার।
- জীবনানন্দ দাশ পদক।
- অতীশ দীপঙ্কর স্বর্ণপদক।
- জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (২০০৬)।
- একুশে পদক (২০১৩)।
পদক ও পুরস্কার
বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড
আন্তর্জাতিক লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠান DHL এবং বাংলাদেশের ইংরেজি সংবাদপত্র দ্য ডেইলি স্টার ২০০০ সাল থেকে প্রতি বছর ব্যবসায়িক আইকনদের অর্জন ও অবদানকে স্বীকৃতি জানাতে এ পুরস্কার দিয়ে আসছে। ২০২২ সালের ২১তম DHL-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডসে ভূষিত হন তিন ব্যক্তি ও একটি আর্থিক প্রতিষ্ঠান । বিজয়ীরা হলেন—
ক্যাটাগরি | বিজয়ী |
বিজনেস পারসন অব দ্য ইয়ার | ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন |
আউটস্ট্যান্ডিং উইমেন ইন বিজনেস | মোসাম্মৎ সিরাজুম মুনিরা |
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড | সৈয়দ মঞ্জুর এলাহী |
বেস্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার | ব্র্যাক ব্যাংক পিএলসি |
শাখারভ পুরস্কার
মানবাধিকার সমুন্নত রাখতে এবং মুক্ত চিন্তাকে প্রস্ফুটিত করতে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান জীবন-সংগ্রাম করছে তাদের সম্মানিত করতে শাখারভ পুরস্কার দেওয়া হয়। ১৯৮৮ সালের ডিসেম্বরে সোভিয়েত পরমাণু বিজ্ঞানী আন্দ্রে শাখারভের নামে ইউরোপীয় পার্লামেন্ট শাখারভ পুরস্কার প্রবর্তন করে। ২০২৩ সালের শাখারভ পুরস্কার লাভ করেন যৌথভাবে ইরানে পুলিশি হেফাজতে মারা যাওয়া কুর্দি তরুণী মাহসা আমিনি ও তার মৃত্যুর জেরে ইরানে শুরু হওয়া ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলণ।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এবং শিল্পখাতে উদ্যোক্তাদের অবদানের স্বীকৃতি, প্রণোদনা তৈরি সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ৩ অক্টোবর ২০২৩ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২’ প্রদান করা হয়। ৬টি ক্যাটাগরিতে নির্বাচিত দেশের ১২টি শিল্প প্রতিষ্ঠান এ পুরস্কার লাভ করে । উল্লেখ্য, ২০২০ সালে প্রথমবারের মতো এ পুরস্কার দেওয়া হয় ।
আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড
২০২৩ সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি পরমাণুবিজ্ঞানী এ পি জে আবদুল কালাম ইন্টারন্যাশনাল পুরস্কার পান ঢাকা মহানগর পুলিশ (DMP) কমিশনার হাবিবুর রহমান তার ‘ঠার, বেদে জনগোষ্ঠীর ভাষা’ নামে একটি গ্রন্থের জন্য তিনি এ পুরস্কার পান। ভারতের কলকাতার হাওড়ার শরৎ সদনে এবারের আসরে ১৫টি দেশের বিভিন্ন পেশার ১৫ জন কৃতি ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়।
শ্রমশক্তি জরিপ ২০২২
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ • প্রকাশক : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)
- প্রাক্কলিত জনসংখ্যা (মিলিয়ন) : মোট- ১৬৯.৮৭ > পুরুষ : ৮৫.১০ • মহিলা: ৮৪.৭৭ ।
- কর্মক্ষম জনসংখ্যা ১৫+ (মিলিয়ন) : মোট ১১৯.৩৭ > পুরুষ : ৫৯.০৯ • মহিলা : ৬০.২৮।
- শ্রমশক্তি (মিলিয়ন) : মোট ৭৩.০৫ পুরুষ : ৪৭.২৭ • মহিলা : ২৫.৭৮।
- কর্মে নিয়োজিত (মিলিয়ন) : মোট- ৭০.89 পুরুষ : ৪৫.৬১ • মহিলা : ২৪.৮৬।
- শ্রমশক্তির বাইরে (মিলিয়ন) : মোট- ৪৬.৩২ পুরুষ : ১১.৮২ • মহিলা : ৩৪.৫০।
- শ্রমশক্তিতে অংশগ্রহণকারীর হার : মোট- ৬১.২০% পুরুষ : ৮০.০০% • মহিলা : ৪২.৭৭%।
- যুব শ্রমশক্তি (১৫-২৯ বছর বয়সি) (মিলিয়ন) : মোট- ২৬.৮২ পুরুষ : ১৩.৫৬ • মহিলা : ১৩.২৬।
- খাত অনুযায়ী কর্মে নিয়োজিত (মিলিয়ন) : মোট- ৭০.৪৭ এ কৃষি : ৩১.৯৮ • শিল্প : ১১.৯৭ • সেবা : ২৬.৫২ ।
- খাত অনুযায়ী শতকরা কর্মে নিয়োজিত : কৃষি : ৪৫.৪% • শিল্প : ১৭.০% • সেবা : ৩৭.৬% ।
- ১৯৮০ সাল থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) শ্রমশক্তি জরিপ পরিচালনা করে ।
- শ্রমশক্তি বলতে ১৫ ও তদূর্ধ্ব বয়সি কর্মে নিয়োজিত এবং বেকার জনগোষ্ঠীর সমষ্টিকে বোঝায়।
- বেকার জনগোষ্ঠী মূলত তারাই যারা গত ৭ দিনে কমপক্ষে ১ ঘণ্টাও কোনো কাজ করেনি কিন্তু গত ৭ দিনে কাজ করার জন্য প্রস্তুত ছিলেন এবং গত ৩০ দিনে বেতন/মজুরি বা মুনাফার বিনিময়ে কোনো না কোনো কাজ খুঁজেছেন।