ঢাকার কেরানীগঞ্জে চীনা অর্থায়নে নির্মাণ হবে ওয়াটার ফ্রন্ট স্মার্ট সিটি । দেশে এই প্রথম কোনো বিদেশি সংস্থার আবাসন খাতে অর্থ বিনিয়োগ। কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা, তেঘরিয়া, কালিন্দী, বাস্তাসহ চারটি ইউনিয়নের ১৭টি মৌজার প্রায় ৪,৮৮৭ একর জমির প্রকল্প ম্যাপ ও ডিজাইন তৈরি করা হয়।
২০২৩ সালের ডিসেম্বর থেকে প্রকল্পের কাজ শুরু হবে। বিশাল আয়তনজুড়ে এই ওয়াটার ফ্রন্ট স্মার্ট সিটিতে থাকবে পরিকল্পিত লেক, স্কুল ও কলেজ, খেলার মাঠ, মাদ্রাসা, মসজিদ ও পার্ক ।