দুই শিক্ষার্থীর আন্তর্জাতিক সাফল্য

Preparation BD
By -
0

১৭-২৩ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ফিলিপাইনের বোরাকা উপদ্বীপে এশিয়ার ২২টি দেশের স্থপতিদের সংগঠন ‘ইনস্টিটিউট অব আর্কিটেক্টস’ এক মিলনমেলার আয়োজন করে। ২০তম এ আয়োজনকে আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল এশিয়া, যাকে সংক্ষিপ্তরূপে আর্ক এশিয়া শিরোনামে নামকরণ করা হয় ।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব আর্কিটেক্টস প্রতি বছর স্থাপত্যসংক্রান্ত নানা প্রতিযোগিতা ও সেমিনার আয়োজন করে এবারের আয়োজনে বছরের সেরা গবেষণা বিভাগে রৌপ্যপদক লাভ করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আসহাব ফারুকী এবং ব্রোঞ্জ জিতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী ইসরাত জাহান ।

ফাহিমের গবেষণার শিরোনাম ছিল ‘ইকোস অব রিপ্লেনিশমেন্ট’, অর্থাৎ পরিপূরণের প্রতিধ্বনি। অন্যদিকে, ইসরাত যে থিসিসের জন্য আর্কএশিয়ায় ব্রোঞ্জপদক পান, সেটিও মানুষের জীবনকেন্দ্রিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !