১৭-২৩ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ফিলিপাইনের বোরাকা উপদ্বীপে এশিয়ার ২২টি দেশের স্থপতিদের সংগঠন ‘ইনস্টিটিউট অব আর্কিটেক্টস’ এক মিলনমেলার আয়োজন করে। ২০তম এ আয়োজনকে আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল এশিয়া, যাকে সংক্ষিপ্তরূপে আর্ক এশিয়া শিরোনামে নামকরণ করা হয় ।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব আর্কিটেক্টস প্রতি বছর স্থাপত্যসংক্রান্ত নানা প্রতিযোগিতা ও সেমিনার আয়োজন করে এবারের আয়োজনে বছরের সেরা গবেষণা বিভাগে রৌপ্যপদক লাভ করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আসহাব ফারুকী এবং ব্রোঞ্জ জিতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী ইসরাত জাহান ।
ফাহিমের গবেষণার শিরোনাম ছিল ‘ইকোস অব রিপ্লেনিশমেন্ট’, অর্থাৎ পরিপূরণের প্রতিধ্বনি। অন্যদিকে, ইসরাত যে থিসিসের জন্য আর্কএশিয়ায় ব্রোঞ্জপদক পান, সেটিও মানুষের জীবনকেন্দ্রিক।