দেশের সবচেয়ে উঁচু ঝরনা

Preparation BD
By -
0

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান। এ জেলার সাত উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ঝরনা। একেকটি ঝরনার সৌন্দর্য একেক রকম। বর্ষাকালীন ঝরনাগুলোর মধ্যে দেশের সবচেয়ে উঁচু ঝরনা লাংলোক। এ ঝরনার উচ্চতা ৩৮৯ ফুট।

স্থানীয়দের ভাষায় লাংলোক মানে বাদুড় ঝরনা। এ ঝরনার কাছে বাদুড়ের একটি গুহা রয়েছে। আর বাদুড়ের কারণেই ঝরনাটির নামকরণ হয় লাংলোক। এ ঝরনায় মূলত বর্ষাকালেই পানির প্রবাহ বেশি থাকে। বছরের অন্য সময়ে অল্প প্রবাহ হয়। আগে ঝরনাটি খুব বেশি পরিচিত ছিল না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !