৩ অক্টোবর ২০২৩ বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে ১৪-১৮ বছর বয়সিদের ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দেয় । এ হিসাব খোলা যাবে বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইলে আর্থিক সেবাদাতা (MFS) প্রতিষ্ঠানগুলোতে যার নাম MFS ব্যক্তিক হিসাব।
তবে অভিভাবকদের পরিচয়পত্র ব্যবহার করে এই হিসাব খুলতে হবে। এই হিসাবে দৈনিক সর্বোচ্চ ৫,০০০ মাসে ৩০,০০০ টাকা পর্যন্ত জমা করা যাবে। দিনে ৫,০০০ মাসে ২৫,০০০ টাকা উত্তোলন করা যাবে।
এক হিসাব থেকে অন্য হিসাবে দিনে ৫,০০০ ও মাসে ১৫,০০০ টাকা পাঠানো যাবে। নবীনদের হিসাব থেকে বিল পরিশোধ, শিক্ষা ফি, মার্চেন্ট বিল ইত্যাদি পরিশোধ করা যাবে।
তবে দিনে ও মাসে সর্বোচ্চ পরিশোধ সীমা যথাক্রমে ৫,০০০ এবং ২০,০০০ টাকা। এই হিসাবের সর্বোচ্চ স্থিতি হবে ৩০,০০০ টাকা।