সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ ৫০টি এমসিকিউ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে ৫০টি এমসিকিউ
বাংলাদেশ বিষয়াবলী
১. একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কবে?
ক) ১৯ অক্টোবর ২০২৩
খ) ২২ অক্টোবর ২০২৩
গ) ২৭ অক্টোবর ২০২৩
ঘ) ৩০ অক্টোবর ২০২৩
সঠিক উত্তর : ২২ অক্টোবর ২০২৩
২. ২২ অক্টোবর ২০২৩ বাংলাদেশ ব্যাংক কোন প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক হিসেবে প্রাথমিক অনুমোদন দেয়?
ক) নগদ ডিজিটাল ব্যাংক
খ) কড়ি ডিজিটাল ব্যাংক
গ) বিকাশ ডিজিটাল ব্যাংক
ঘ) ক+খ
সঠিক উত্তর : ক+খ
৩. বাংলাদেশে এইচপিভি টিকার কার্যক্রম শুরু হয় কবে?
ক) আগস্ট ২০২২
খ) ডিসেম্বর ২০২২
গ) জুন ২০২৩
ঘ) অক্টোবর ২০২৩
সঠিক উত্তর : অক্টোবর ২০২৩
৪. ২৬ সেপ্টেম্বর ২০২৩ দেশের কোন বিশ্ববিদ্যালয় প্রথম পিতৃত্বকালীন ছুটি চালু করে?
ক) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
৫. ১০ অক্টোবর ২০২৩ কোন জেলায় রেলপথ চালু হয়?
ক) মুন্সীগঞ্জ
খ) শরীয়তপুর
গ) মাদারীপুর
ঘ) ওপরের সবগুলো
সঠিক উত্তর : ওপরের সবগুলো
৬. ৩০ অক্টোবর ২০২৩ পর্যন্ত দেশের কতটি জেলায় রেলপথ রয়েছে?
ক) ৪৩টি
খ) ৪৪টি
গ) ৪৫টি
ঘ) ৪৬টি
সঠিক উত্তর : ৪৬টি
৭. সম্প্রতি বাংলাদেশে কোন রোগের টিকার সফল পরীক্ষা করা হয়?
ক) ক্যান্সার
খ) COVID-19
গ) ডেঙ্গু
ঘ) জলবসন্ত
সঠিক উত্তর : ডেঙ্গু
৮. দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প কোনটি?
ক) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
খ) মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র
গ) পায়রা সমুদ্রবন্দর
ঘ) পদ্মা সেতু
সঠিক উত্তর : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
৯. রাশিয়া কবে বাংলাদেশের কাছে পারমাণবিক জ্বালানির প্রথম চালান আনুষ্ঠানিকভাবে তুলে দেয়?
ক) ১ অক্টোবর ২০২৩
খ) ৫ অক্টোবর ২০২৩
গ) ৭ অক্টোবর ২০২৩
ঘ) ১০ অক্টোবর ২০২৩
সঠিক উত্তর : ৫ অক্টোবর ২০২৩
১০. বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ কততম সদস্য?
ক) ২৮তম
খ) ৩০তম
গ) ৩৩তম
ঘ) ৩৫তম
সঠিক উত্তর : ৩৩তম
১১. বর্তমানে কোন সালকে ভিত্তি বছর ধরে মূল্যস্ফীতির হিসাব করা হয়?
ক) ২০০০-০১
খ) ২০০৫-০৬
গ) ২০১৫-১৬
ঘ) ২০২১-২২
সঠিক উত্তর : ২০২১-২২
১২. দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
ক) কক্সবাজার
খ) বরগুনা
গ) নোয়াখালী
ঘ) পটুয়াখালী
সঠিক উত্তর : কক্সবাজার
১৩. বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানার নাম কী?
ক) ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
খ) শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লি.
গ) ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি
ঘ) যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
সঠিক উত্তর : ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি
আন্তর্জাতিক বিষয়াবলী
১৪. মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট কে?
ক) মোহাম্মদ মুইজ্জু
খ) হুসাইন আমর
গ) আমীন ইব্রাহিম
ঘ) মাজ সালিম
সঠিক উত্তর : মোহাম্মদ মুইজ্জু
১৫. ডোমিনিকার প্রথম নারী এবং প্রথম আদিবাসী প্রেসিডেন্ট কে?
ক) দ্রৌপদী মুর্মু
খ) সিলভানি বার্টন
গ) নাতাশা পিয়ার্স
ঘ) জেনি-মেরি রুথ-রোল্যান্ড
সঠিক উত্তর : সিলভানি বার্টন
১৬. আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) প্রথম নারী মহাসচিব কে?
ক) ড. ওকোনজো ইওয়েলা
খ) ইরিনা বোকোভা
গ) অ্যামি ই. পোপ
ঘ) ম্যানুয়েলা রোকা বোটেই
সঠিক উত্তর : অ্যামি ই. পোপ
১৭. ৭ অক্টোবর ২০২৩ কোন সংগঠন ইসরায়েলে হামলা চালায়?
ক) হামাস
খ) হিজবুল্লাহ
গ) ফাতাহ
ঘ) পিকেকে
সঠিক উত্তর : হামাস
১৮. ভারতের সুপ্রিম কোর্টে প্রথম বধির আইনজীবী হিসেবে যুক্তিতর্কে অংশ নেন কে?
ক) সুকুমার সেন
খ) সারাহ সানি
গ) সুচেতা কৃপালন
ঘ) মীরা কুমার
সঠিক উত্তর : সারাহ সানি
১৯. ২ অক্টোবর ২০২৩ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোন ডেঙ্গু টিকা ব্যবহারের অনুমোদন দেয়?
ক) TV-003
খ) TDENV PIV
গ) TV005
ঘ) Qdenga
সঠিক উত্তর : Qdenga
২০. ২ অক্টোবর ২০২৩ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে উচ্চগতির বুলেট ট্রেন চালু করে কোন দেশ?
ক) পূর্ব তিমুর
খ) ইন্দোনেশিয়া
গ) লাওস
ঘ) কম্বোডিয়া
সঠিক উত্তর : ইন্দোনেশিয়া
২১. ২৫ সেপ্টেম্বর ২০২৩ যুক্তরাষ্ট্র কোন দ্বীপকে ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের’ স্বীকৃতি দেয়?
ক) নিউই
খ) কুক আইল্যান্ডস
গ) ভিক্টোরিয়া দ্বীপ
ঘ) ক + খ
সঠিক উত্তর : ক + খ
২২. পারমাণবিক শক্তিসম্পন্ন ‘বুরভেস্টনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র কোন দেশের?
ক) উত্তর কোরিয়া
খ) রাশিয়া
গ) ইউক্রেন
ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর : রাশিয়া
সংস্থা-প্রতিষ্ঠান
২৩. এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য কত?
ক) ৯০টি
খ) ৯১টি
গ) ৯২টি
ঘ) ৯৩টি
সঠিক উত্তর : ৯৩টি
২৪. ১২ সেপ্টেম্বর ২০২৩ কোন দেশ AIIB’র ৯৩তম সদস্যপদ লাভ করে?
ক) লিবিয়া
খ) দ. সুদান
গ) রুয়ান্ডা
ঘ) নাইজার
সঠিক উত্তর : লিবিয়া
২৫. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) বর্তমান সদস্য কত?
ক) ১৭৪টি
খ) ১৭৬টি
গ) ১৭৮টি
ঘ) ১৮০টি
সঠিক উত্তর : ১৭৮টি
২৬. সেপ্টেম্বর ২০২৩ কোন দেশ IAEA’র ১৭৮তম সদস্যপদ লাভ করে?
ক) সেন্ট লুসিয়া
খ) গিনি
গ) সামোয়া
ঘ) কমোরোস
সঠিক উত্তর : গিনি
সম্মেলন
২৭. ২৮তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-28) কবে অনুষ্ঠিত হবে?
ক) ৬-১৭ নভেম্বর ২০২৩
খ) ১১-২২ নভেম্বর ২০২২
গ) ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর ২০২৩
ঘ) ১২-২৩ ডিসেম্বর ২০২৩
সঠিক উত্তর : ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর ২০২৩
২৮. ২৮তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-28) কোথায় অনুষ্ঠিত হবে?
ক) জেনেভা, সুইজারল্যান্ড
খ) দুবাই, সংযুক্ত আরব আমিরাত
গ) শারম আল শেখ, মিসর
ঘ) বন, জার্মানি
সঠিক উত্তর : দুবাই, সংযুক্ত আরব আমিরাত
২৯. ৩০তম APEC শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক) ১৫-১৭ নভেম্বর ২০২৩
খ) ২৫-২৭ নভেম্বর ২০২৩
গ) ১-৩ ডিসেম্বর ২০২৩
ঘ) ১৫-১৭ ডিসেম্বর ২০২৩
সঠিক উত্তর : ১৫-১৭ নভেম্বর ২০২৩
৩০. ৩০তম APEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) ক্যানবেরা, অস্ট্রেলিয়া
খ) ওসাকা, জাপান
গ) সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
ঘ) সিউল, দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর : ক্যানবেরা, অস্ট্রেলিয়া
রিপোর্ট-সমীক্ষা
৩১. ২০২৩ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
ক) ইয়েমেন
খ) সিরিয়া
গ) দক্ষিণ সুদান
ঘ) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
সঠিক উত্তর : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
৩২. ২০২৩ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত ?
ক) ৭৪তম
খ) ৮১তম
গ) ৮৯তম
ঘ) ৯৫তম
সঠিক উত্তর : ৮১তম
এই বিভাগ থেকে আরো পড়ুন
- সাধারণ জ্ঞান ২০২২ – Sadharon gan 2022 – General Knowledge 2022
- আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২
- সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ১০০ প্রশ্নোত্তর
- সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর : বাংলাদেশ ও বিশ্ব
- সাম্প্রতিক প্রশ্নোত্তর : বাংলাদেশ ও বিশ্ব
- সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
- সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি থেকে ২৫ টি এমসিকিউ
- প্রশ্নোত্তরে সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
- সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২
৩৩. ২০২৩ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক) সুইজারল্যান্ড
খ) সুইডেন
গ) যুক্তরাষ্ট্র
ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর : সুইজারল্যান্ড
৩৪. ২০২৩ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
ক) মালি
খ) বুরুন্ডি
গ) নাইজার
ঘ) অ্যাঙ্গোলা
সঠিক উত্তর : অ্যাঙ্গোলা
৩৫. ২০২৩ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত?
ক) ৯৫তম
খ) ৯৯তম
গ) ১০৫তম
ঘ) ১১০তম
সঠিক উত্তর : ১০৫তম
৩৬. শীর্ষ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) ফ্রান্স
গ) চীন
ঘ) জাপান
সঠিক উত্তর : যুক্তরাষ্ট্র
সাহিত্য সংস্কৃতি
৩৭. বঙ্গবন্ধুর জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’ কবে মুক্তি পায়?
ক) ১০ অক্টোবর ২০২৩
খ) ১৩ অক্টোবর ২০২৩
গ) ১৭ অক্টোবর ২০২৩
ঘ) ২০ অক্টোবর ২০২৩
সঠিক উত্তর : ১৩ অক্টোবর ২০২৩
৩৮ ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটির পরিচালক কে?
ক) শ্যাম বেনেগাল
খ) দয়াল নিহালানি
গ) অতুল তিওয়ারি
ঘ) নীতিশ রায়
সঠিক উত্তর : শ্যাম বেনেগাল
নোবেল পুরস্কার ২০২৩
৩৯. ২০২৩ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন?
ক) ১১ ব্যক্তি
খ) ১৩ ব্যক্তি
গ) ১২ ব্যক্তি
ঘ) ১৪ ব্যক্তি
সঠিক উত্তর : ১১ ব্যক্তি
৪০. চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক) ক্যাতালিন ক্যারিকো
খ) ড্রু ওয়াইজম্যান
গ) মাইকেল হটন
ঘ) ক+খ
সঠিক উত্তর : ক+খ
৪১. পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক) পিয়ের আগোস্তিনি
খ) ফেরেন্স ক্রাউজ
গ) অ্যান লিয়ের
ঘ) ওপরের সকলে
সঠিক উত্তর : ওপরের সকলে
৪২. রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক) আলেক্সি ইয়াকিমভ
খ) মুঙ্গি বাওয়েি
গ) লুই ব্রুস
ঘ) ওপরের সকলে
সঠিক উত্তর : ওপরের সকলে
৪৩. সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে কে?
ক) অ্যানি আরনো
খ) ওলগা তোকাৰ্চক
গ) জন ফসে
ঘ) লুইজ গ্রিক
সঠিক উত্তর : জন ফসে
৪৪. শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কে?
ক) নার্গিস মোহাম্মদি
খ) ফ্রেদেরিক পাসি
গ) জন হিউম
ঘ) লিউ জিয়াওবো
সঠিক উত্তর : নার্গিস মোহাম্মদি
৪৫. অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক) বেন এস বার্নানকে
খ) ডগলাস ডব্লিউ ডায়মন্ড
গ) ফিলিপ এইচ ডিবভিগ
ঘ) ক্লডিয়া গোলডিন
সঠিক উত্তর : ক্লডিয়া গোলডিন
ক্রীড়াঙ্গন
৪৬. বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিয়ান কে?
ক) রোহিত শর্মা
খ) ক্রিস গেইল
গ) বিরাট কোহলি
ঘ) শচীন টেন্ডুলকার
সঠিক উত্তর : রোহিত শর্মা
৪৭. বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান কত?
ক) ৪১৭
খ) ৪২৩
গ) ৪২৮
ঘ) ৪৩৭
সঠিক উত্তর : ৪২৮
৪৮. কোন সালের অলিম্পিকে টি-২০ ক্রিকেট অন্তর্ভুক্ত হবে?
ক) ২০২৪ সাল
খ) ২০৩২ সাল
গ) ২০২৮ সাল
ঘ) ওপরের কোনটি নয়
সঠিক উত্তর : ২০২৮ সাল
৪৯. ২০৩০ সালে ২৪তম বিশ্বকাপ ফুটবলের মূল আয়োজক দেশ কোনটি?
ক) মরক্কো
খ) পর্তুগাল
গ) স্পেন
ঘ) ওপরের সবগুলো
সঠিক উত্তর : ওপরের সবগুলো
৫০ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান কে?
ক) রোহিত শর্মা
খ) কুশল মাল্লা
গ) ক্রিস গেইল
ঘ) দীপেন্দ্র সিং ঐরী
সঠিক উত্তর : কুশল মাল্লা