গ্রহাণুর ধুলা নিয়ে ফিরল নাসার যান

Preparation BD
By -
0

২৪ সেপ্টেম্বর ২০২৩ সফলভাবে পৃথিবীতে বেনু গ্রহাণুর ‘মাটি’ নিয়ে আসে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অনুসন্ধান যান ওসাইরাস-রেক্স।

২৫০ গ্রাম মাটিসহ যানটির বিশেষ ক্যাপসুল যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের মরুভূমিতে নামে। এ পর্যন্ত মহাকাশের কোনো গ্রহাণু থেকে সংগ্রহ করা এটাই সবচেয়ে বড় নমুনা।

আর নাসার ক্ষেত্রে প্রথম কোনো গ্রহাণুর নমুনা সংগ্রহের ঘটনা। ক্যাপসুলটি অবতরণের পরপরই একটি ‘ক্লিন রুমে’ প্রাথমিকভাবে পরিষ্কারের জন্য নেওয়া হয়।

  • ক্যাপসুলে যা রয়েছে : ধুলা বলা হলেও বিজ্ঞানীরা আশা করছেন ক্যাপসুলটির বয়ে আনা জিনিসটি হবে বিভিন্ন আকারের পাথুরে টুকরার মিশ্রণ । নমুনায় কিছু জৈব অণু থাকাও অসম্ভব নয়।
  • অভিযান পরিক্রমা : ২০২০ সালে বেনুর বুক থেকে নমুনা নেয় ওসাইরাস। পৃথিবীর পথে ফিরতি যাত্রা শুরু করে ২০২১ সালে। ঘণ্টায় ২৭,০০০ মাইল বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এ ক্যাপসুল। ৮ সেপ্টেম্বর ২০১৬ নাসা অভিযানটি শুরু করে । যাওয়া-আসা মিলিয়ে ওসাইরাস-রেক্স ভ্রমণ করে ৭০০ কোটি কিলোমিটার ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !