২০২৩ সালের বিভিন্ন পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসা প্রশ্নোত্তর

Preparation BD
By -
0

২০২৩ সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসা প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।

২০২৩ সালের বিভিন্ন পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসা প্রশ্নোত্তর

প্রশ্ন : ‘বই পড়া’ প্রবন্ধটি কার?
উত্তর : প্রমথ চৌধুরী ।

প্রশ্ন : গ্রিক শব্দ কোনটি?
উত্তর : দাম ।

প্রশ্ন : বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত?
উত্তর : ২০।

প্রশ্ন : উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত?
উত্তর : নবম-দশম শ্রেণির বর্তমান ব্যাকরণ বই অনুযায়ী, ৪ ভাগ আর পুরাতন বই অনুযায়ী, ৫ ভাগ।]

প্রশ্ন : কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?
উত্তর : চানাচুর।

প্রশ্ন : আ + ও = ঔ এই নিয়মে সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
উত্তর : মহৌষধি ।

প্রশ্ন : সাধারণ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
উত্তর : শিক্ষিকা

প্রশ্ন : ‘অমুক’ কোন সর্বনাম?
উত্তর : অন্যবাচক ।

প্রশ্ন : একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা বুঝাতে কী চিহ্ন বসে?
উত্তর : কোলন ।

প্রশ্ন : ‘ঘোটক’ শব্দের প্রতিশব্দ কোনটি?
উত্তর : ঘোড়া।

প্রশ্ন : ‘সু’ উপসর্গ যোগে গঠিত ‘সুনজর’ শব্দটিতে অর্থের কী ঘটেছে?
উত্তর : সংকোচন ।

প্রশ্ন : ‘কলমের এক খোঁচা’ বাগধারাটির অর্থ কী?
উত্তর : লিখিত আদেশ ।

প্রশ্ন : কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?
উত্তর : মনমাঝি

প্রশ্ন : ‘আ’ প্রত্যয়ান্ত স্ত্রীবাচক শব্দ কোনটি?
উত্তর : মলিনা ।

প্রশ্ন : আ + ঈ = এ-এ নিয়মের বাহিরে কোনটি?
উত্তর : ঢাকেশ্বরী ।

প্রশ্ন : বাংলা ভাষার রীতি কয়টি?
উত্তর : দুটি ।

প্রশ্ন : ‘চৌ-হদ্দি’ মিশ্র শব্দটি কোন কোন ভাষার শব্দের মিলনে গঠিত হয়েছে?
উত্তর : ফারসি + আরবি।

প্রশ্ন : ধ্বনি বিপর্যয় এর উদাহরণ কোনটি?
উত্তর : বাকস > বাসক ।

প্রশ্ন : কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনও ‘ণত হয় না?
উত্তর : ত-বর্গীয় ।

প্রশ্ন : একই সূত্রের বাইরের সন্ধি কোনটি?
উত্তর : অতীত।

প্রশ্ন : কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ
উত্তর : দাদী

প্রশ্ন : কোন দ্বিরুক্তিটি ধনাত্মক?
উত্তর : শনশন

প্রশ্ন : উক্তি শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তর : বচ্-ক্তি ।

প্রশ্ন : কোনটি প্রাদি ও অব্যয়ীভাব এই উভয় সমাসই হয়?
উত্তর : উদ্বেল ।

প্রশ্ন : বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবক কে?
উত্তর : প্রমথ চৌধুরী ।

প্রশ্ন : ‘নবোঢ়া’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর : নব + ঊঢ়া।

প্রশ্ন : “ঠক বাছতে গাঁ উজাড়’ প্রবাদটির অর্থ কী?
উত্তর : ভালো মানুষের অভাব ।

প্রশ্ন : কোনটি সমধাতুজ কর্তা?
উত্তর : মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন।

প্রশ্ন : দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যে সাধারণত কোন অব্যয়গুলো ব্যবহৃত হয়?
উত্তর : এবং, ও।

প্রশ্ন : ‘পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার’ উক্তিটি কার?
উত্তর : কালীপ্রসন্ন ঘোষ।

প্রশ্ন : ‘অ’ ধ্বনির উচ্চারণ কত রকম?
উত্তর : ২।

প্রশ্ন : শ্যামল পদের বিশেষ্য কোনটি?
উত্তর : শ্যামলিমা।

প্রশ্ন : ‘পাকড়াও’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
উত্তর : পাকড় + আও ।

প্রশ্ন : তিনি বললেন, ‘দয়া করে ভিতরে আসুন’ –বাক্যটি কিসের উদাহরণ?
উত্তর : প্ৰত্যক্ষ উক্তি ।

প্রশ্ন : ‘গুদাম’ শব্দটি কোন বিদেশী ভাষা থেকে আগত?
উত্তর : পর্তুগীজ ।

প্রশ্ন : কোন বানানটি শুদ্ধ?
উত্তর : সমীচীন ।

প্রশ্ন : বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কী?
উত্তর : চর্যাপদ।

প্রশ্ন : ‘ইউসুফ জোলেখা’ গ্রন্থটি অনুবাদ করেছেন
উত্তর : শাহ মুহম্মদ সগীর।

প্রশ্ন : ‘আঠার বছর বয়স’ কবিতার রচয়িতা কে?
উত্তর : সুকান্ত ভট্টাচার্য ।

প্রশ্ন : সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয়না?
উত্তর : অব্যয়।

প্রশ্ন : যে সব নিয়মে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে
উত্তর : নিপাতনে সিদ্ধ সন্ধি ।

প্রশ্ন : ‘মুখতোলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ কী?
উত্তর : প্রসন্ন হওয়া ।

আরো পড়ুন

প্রশ্ন : ‘আবাহন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর : বিসর্জন।

প্রশ্ন : ‘পঞ্চপদ’ কোন সমাসের উদাহরণ?
উত্তর : দ্বিগু ।

প্রশ্ন : ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে?
উত্তর : প্রমথ চৌধুরী ।

প্রশ্ন : ‘ধন ধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা- সংগীতটির রচয়িতা কে?
উত্তর : দ্বিজেন্দ্রলাল রায়

প্রশ্ন : বিদ্যাসাগরের প্রকৃত নাম
উত্তর : ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন : কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?
উত্তর : কাঁদো নদী কাঁদো ।

প্রশ্ন : ‘দীর্ঘ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তর : হ্রস্ব ।

প্রশ্ন : ‘বিশেষ্য + ত্ৰিয়া’ দ্বারা কোন সমাসকে বোঝায়?
উত্তর : উপপদ তৎপুরুষ।

প্রশ্ন : বাংলা ভাষার আদি উৎস কী?
উত্তর : ইন্দ্ৰো- ইউরোপীয় ভাষা ।

প্রশ্ন : ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি কার?
উত্তর : মাহবুব-উল-আলম চৌধুরীর।

প্রশ্ন : কোনটি আঞ্চলিক উপন্যাস?
উত্তর : পদ্মানদীর মাঝি ।

প্রশ্ন : ‘পয়মন্তি’ এলো । এখানে ‘পয়মন্তি’ কোন কারক?
উত্তর : কর্তৃ কারক ।

প্রশ্ন : নিচের কোন গ্রন্থটি উপন্যাস?
উত্তর : চিলে কোঠার সিপাই ।

প্রশ্ন : ‘সস্তার তিন অবস্থা’-র অর্থ কী?
উত্তর : সুলভ জিনিসের নানা দোষ ।

প্রশ্ন : কার সঙ্গে ‘গুরুচণ্ডালী দোষ সম্পর্কিত?
উত্তর : ভাষারীতির সঙ্গে।

প্রশ্ন : মানিক বন্দ্যোপাধ্যায় সৃষ্ট চরিত্র কুবের ও কপিলার সঙ্গে কোন নদীর নাম জড়িত?
উত্তর : পদ্মা ।

প্রশ্ন : কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়?
উত্তর : সঞ্চিতা।

প্রশ্ন : ‘চাঁদের অমাবস্যা’ কার লেখা উপন্যাস?
উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহ্ ।

প্রশ্ন : ‘নিরত” শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তর : বিরত

প্রশ্ন : তার চোখ দিয়ে জল পড়ে— ‘চোখ দিয়ে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : অপাদান কারকে তৃতীয়া বিভক্তি ।

প্রশ্ন : মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন নয় কোনটি?
উত্তর : চর্যাপদ।

প্রশ্ন : ‘বহুব্রীহি’ কোন সমাস?
উত্তর : বহুব্রীহি।

প্রশ্ন : কবিকঙ্কন কোন কবির উপাধি?
উত্তর : মুকুন্দরাম ।

প্রশ্ন : ‘জোছনা ও জননীর গল্প’ বইয়ের লেখক কে?
উত্তর : হুমায়ূন আহমেদ।

প্রশ্ন : কোন স্বরবর্ণের কোনো কার বা সংক্ষিপ্ত রূপ নেই?
উত্তর : অ ।

প্রশ্ন : ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ কোন ধরনের গ্রন্থ?
উত্তর : উপন্যাস ।

প্রশ্ন : ‘পশ্চাতে গমন করে যে এর বাক্য সংকোচন হলো
উত্তর : অনুগামী ।

প্রশ্ন : জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?
উত্তর : ঝরা পালক ।

প্রশ্ন : ‘অগ্নিবীণা কাব্য প্রকাশিত হয় কত সালে?
উত্তর : ১৯২২।

প্রশ্ন : ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এখানে ‘টাপুর টুপুর’ কোন পদের দ্বিরুক্তি?
উত্তর : অব্যয়।

প্রশ্ন : কোনটি জাহানারা ইমাম রচিত গ্রন্থ নয়?
উত্তর : আমি বিজয় দেখেছি ।

প্রশ্ন : ‘দারোগা’ কোন ভাষার শব্দ?
উত্তর : ফারসি।

প্রশ্ন : ‘অকাল বোধন’ বাগধারাটির অর্থ কী?
উত্তর : অসময়ের জাগরণ।

প্রশ্ন : ‘আরেক ফাল্গুন’ গ্রন্থের প্রেক্ষাপট কী?
উত্তর : ভাষা আন্দোলন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !