২৬ জুলাই ২০২৩ অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ‘বাংলাদেশ অফসোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (PSC) ২০২৩’-এর খসড়া অনুমোদন দেওয়া হয় । ‘এর আগে PSC’র খসড়াটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিগতভাবে অনুমোদন দেন ।
নীতিমালা মেনে PSC চূড়ান্ত করে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে কোন আন্তর্জাতিক কোম্পানিগুলোকে কাজ
দেওয়া যাবে। এর আগে সমুদ্রে তেল- গ্যাস অনুসন্ধানে সর্বশেষ দরপত্র ডাকা হয় ২০১২ সালে। এরপর ২০১৯ সালে নতুন PSC করা হলেও দরপত্র ডাকা হয়নি।
বঙ্গোপসাগরের অগভীর ও গভীর অংশকে মোট ২৬টি ব্লকে ভাগ করা হয়েছে। এর মধ্যে অগভীর অংশে ব্লক ১১টি । আর গভীর সমুদ্রে ব্লক ১৫টি । অগভীর ব্লকে পানির গভীরতা ২০০ মিটার পর্যন্ত । এর পর গভীর সমুদ্র ব্লক ।
এখন পর্যন্ত শুধু অগভীর অংশের দুটি ব্লকে (এসএস-০৪ এবং এসএস-০৯) অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে ভারতীয় কোম্পানি ওএনজিসি ভিদেশ লিমিটেড ও অয়েল ইন্ডিয়া লিমিটেড ।