ফের চন্দ্রাভিযানে রাশিয়া

Preparation BD
By -
0

প্রায় অর্ধ শতাব্দী পর ১১ আগস্ট ২০২৩ রাশিয়া চন্দ্রাভিযানে মহাকাশযান ‘লুনা-২৫’ উৎক্ষেপণ করে। উৎক্ষেপণের পর ১৯ আগস্ট ২০২৩ চাঁদে অবতরণের সময় মহাকাশযানটি বিধ্বস্ত হয় ।

এর আগে রাশিয়ার সর্বশেষ চন্দ্রাভিযান ছিল ‘লুনার ২৪’, যা ৯ আগস্ট ১৯৭৬ চাঁদে অবতরণ করে । ফেরার সময় চন্দ্রপৃষ্ঠের কিছু নমুনাও পৃথিবীতে নিয়ে আসে ঐ মহাকাশযানটি।,

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !