স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান
1. ‘By all means’ means —
উত্তর : certainly
3. ‘Mutton’ is a-
উত্তর : Material noun
৩. ভাষার ক্ষুদ্রতম একক কী?
উত্তর : ধ্বনি ।
8. Which one is a verb ?
উত্তর : reopen
৫. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর : লুই আই কান ৷
৬. ১৫ জন চাষীর একটি জমির ফসল কাটতে ২১ দিন সময় লাগলে, ৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কত দিন লাগবে?
উত্তর : ৭ দিন ।
৭. ‘অক্ষির অগোচরে’ বাগধারার অর্থ কী?
উত্তর : পরোক্ষ ।
৮. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
উত্তর : ২২/৭।
৯. What is the meaning of phrase ‘Dead letter?
উত্তর : Law not in force
১০. কোন বানানটি শুদ্ধ?
উত্তর : আকাঙ্ক্ষা ।
১১. কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে?
উত্তর : ইউনেস্কো।
১২. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর : ভোলা ।
১৩. ‘মানুষ মাত্রই ভুল করে’ – Translate the sentence.
উত্তর : To err is human
১৪. বাংলা গদ্যের জনক কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
১৫. এক কথায় প্রকাশ করুন : যা অতি দীর্ঘ নয়
উত্তর : নাতিদীর্ঘ ।
১৬. Which gender is the word ‘ orphan ‘ ?
উত্তর : Common
১৭. মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কতটি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয়?
উত্তর : ৪টি।
১৮. কোন বানানটি সঠিক
উত্তর : নিরীক্ষণ।
১৯. বাংলাদেশে ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
উত্তর : ১৮ বছর ।
২০. বাংলাদেশের জাতীয় প্রতীকে নীচের যেগুলো রয়েছে?
উত্তর : ধান, পাট, শাপলা ।
২১. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপরটি কত?
উত্তর : ৪০° ।
২২. He has been ill- Friday last.
উত্তর : since ।
২৩. সামুদ্রিক শৈবাল বা সামুদ্রিক মাছে কোনটি বেশি পাওয়া যায়?
উত্তর : আয়োডিন।
২৪. Which one is the past participle form of ‘Freeze?
উত্তর : Frozen
২৫. দুইটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ. সা. গু ১৩। সংখ্যা দুইটির ল. সা. গু কত?
উত্তর : ২৬০ ।
২৬. x + y = 4 এবং x – y = 3 হলে, 8xy = কত?
উত্তর : 14 ।
২৭. “ফুলে ফুলে ঘর ভরেছে’-বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : করণে ৭মী।
২৮. Metre is – unit of length.
উত্তর : a।
২৯. ‘কৃতঘ্ন’ শব্দের অর্থ কী?
উত্তর : যে উপকারীর অপকার করে।
৩০. ‘Epic’ শব্দের পরিভাষা কোনটি?
উত্তর : মহাকাব্য ।
৩১. ০.২ এর ২% কত?
ক) ২
খ) ০.৪
গ) ০.০৪
ঘ) ০.৬
[Note : সঠিক উত্তর ০.০০৪]
৩২. As the sun ___ I decided to go out.
উত্তর : was shining।
৩৩. উত্তর বঙ্গের কোন জেলায় প্রথম চা চাষ শুরু হয়?
উত্তর : পঞ্চগড়।
৩৪. রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো—
উত্তর : সাংবিধানিক আইন
৩৫. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ । ঘরটির ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?
উত্তর : ৯৬ মিটার ।
৩৬. Identify the correct spelling –
উত্তর : questionnaire
৩৭. ‘ইঁদুর কপালে’ শব্দের অর্থ কী?
উত্তর : নিতান্ত মন্দভাগ্য ৷
৩৮. ‘তিন বিঘা করিডোর’ কোন জেলায় অবস্থিত?
উত্তর : লালমনিরহাট ।
৩৯. কোন দুইটি যৌগিক বর্ণ?
উত্তর : ঐ, ঔ ।
৪০. Choose the correct sentence :
উত্তর : He is angry with me!
৪১. ২৮৯ এর বর্গমূল কত?
উত্তর : ১৭।
৪২. ‘বিধু” শব্দটির অর্থ কী?
উত্তর : চাঁদ ।
৪৩. (a + b)3= ?
উত্তর : a3 + b3 + 3ab (a + b)।
৪৪. What is the meaning of ‘Root and branch?
উত্তর : Completely
৪৫. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
উত্তর : ৫৯ ।
৪৬. ‘The patient died — cancer
উত্তর : of
৪৭. কোনো পরীক্ষায় ৬১ জন ছাত্রের মধ্যে ৪৫ জন পাস করলো। ফেলের হার কত?
ক) ২৫%
খ) ৩০%
গ) ৫০%
ঘ) ৭৫%
[Note : সঠিক উত্তর নেই৷
৪৮. He was honorary Magistrate.
উত্তর : an।
৪৯. ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তর : প্রতি + আবর্তন।
৫০. ‘ক্ষীয়মান’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তর : বর্ধমান
৫১. ১০০° এর সম্পূরক কোণের মান কত?
উত্তর : ৮০° ।
৫২. তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ১২৩। বৃহত্তম সংখ্যাটি কত?
উত্তর : ৪২।
৫৩. এক বাক্স স্ট্রবেরি ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো । ঐ স্ট্রবেরি ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
উত্তর : ৪০০ টাকা লাভ ।
৫৪. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তর : সেন্টমার্টিন।
৫৫. বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা
উত্তর : ৩৫০।
৫৬. ‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ কী?
উত্তর : স্থাবর।
৫৭. ‘মরি মরি, কী সন্দুর প্রভাতের রূপ। এখানে অনস্বয়ী অব্যয় কীভাবে প্রকাশ পেয়েছে?
উত্তর : উচ্ছ্বাস ।
৫৮. বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : রাজশাহী ।
৫৯. এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে কী বলা হয়?
উত্তর : স্থূলকোণ
৬০. বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেট জেলায় বাস করে না—
উত্তর : তঞ্চঙ্গ্যা।
৬১. ‘মুখচন্দ্ৰ’ কোন সমাস?
উত্তর : উপমিত কর্মধারয়
৬২. What is the meaning of the word ‘Vice Versa’?
উত্তর : the terms being exchanged
৬৩. ‘বনে বাঘ আছে কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : অধিকরণে ৭মী।
৬৪. ‘লাপাত্তা’ শব্দে ‘লা’ উপসর্গটি কোন ভাষার?
উত্তর : আরবি ।
৬৫. The garden is very beautiful. The exclamatory form is
উত্তর : How beautiful the garden is!
৬৬. Reading is an excellent habit. Here the underlined word is a-
উত্তর : gerund
৬৭. Who will help you?’ বাক্যটির সঠিক Passive form কোনটি?
উত্তর : By whom will you be helped?
৬৮. The adverb form of heart is—
উত্তর : heartily।
৬৯. ‘চাচা কাহিনী’ গ্রন্থের লেখক কে?
উত্তর : সৈয়দ মুজতবা আলী ।
৭০. কোনটি নবায়নযোগ্য সম্পদ?
উত্তর : সমুদ্রের স্রোত ।