সংখ্যাতত্ত্বে সাধারণ জ্ঞান

Preparation BD
By -
0

সাধারণ জ্ঞান এর পরিধি ব্যাপক । এ ব্যাপকতার মধ্যে জানার জন্য প্রয়োগ করতে হয় নানা ধরনের টেকনিক । তেমনি এক টেকনিক হলো সংখ্যাতত্ত্বে সাধারণ জ্ঞান ।

প্ৰথমদেশের প্রথম জিআই পণ্য জামদানি শাড়ী ।
প্ৰথমবাংলাদেশ প্রথম সদস্যপদ লাভ করে কমনওয়েলথের ।
প্ৰথমমুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটান।
প্ৰথমসংবিধানের প্রথম সংশোধনীতে যুদ্ধাপরাধীসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা হয় ।
প্ৰথমদেশের প্রথম সংসদীয় আসন পঞ্চগড়।
পঞ্চমবঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয় ।
ষষ্ঠবাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংবিধানের ষষ্ঠ তফসিলে সংযোজন করা হয় ।
সপ্তমস্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের সপ্তম তফসিলে সংযোজন করা হয় ।
অষ্টমদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ ময়মনসিংহ।
দশম বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য।
১১তমউদ্বোধনের সময় দৈর্ঘ্যে বঙ্গবন্ধু সেতুর বৈশ্বিক অবস্থান।
১১তমদেশের ১১তম শিক্ষা বোর্ড ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ’ ।
১২তম দেশের ১২তম ক্যাডেট কলেজ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ।
১২তম দেশের ১২তম সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
১৩তম সংবিধানের ১৩তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় ।
১৫তম সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
১৫তম সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে পরিবেশ সম্পর্কিত বিধান সন্নিবেশিত করা হয় ।
১৭তম দেশের ১৭তম জিআই পণ্য নাটোরের কাঁচাগোল্লা
১৭তম দেশের ১৭তম জেলা কুষ্টিয়া
১৮তম দেশের ১৮তম জেলা পটুয়াখালী ।
১৯তম দেশের ১৯তম টাঙ্গাইল
২০তম দেশের ২০তম জেলা জামালপুর
২৩তম বাংলাদেশ ক্রিকেট দল নিজস্ব ২৩তম ওয়ানডে ম্যাচে প্রথম জয়লাভ করে ।
২৯তম বাংলাদেশ ২৯তম সাধারণ অধিবেশনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ।
২৯তম বঙ্গবন্ধু জাতিসংঘের ২৯তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তৃতা দেন
২৯তম দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা-১।
৩০তম UNESCO’র ৩০তম সাধারণ অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ।
৩১তম দেশের ৩১তম সেনানিবাস শেখ হাসিনা সেনানিবাস ।
৩৫তম বাংলাদেশ নিজস্ব ৩৫তম টেস্টে প্রথম জয় পায় ।
১০০তম শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ শততম টেস্ট ক্রিকেটে জয়লাভ করে
১০০তম ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ শততম জয় পায় আফগানিস্তানের বিপক্ষে ।
৩০০তমসংসদীয় আসন বান্দরবান ।
৩২২তম UNESCO’র বিশ্ব ঐতিহ্যের তালিকায় পাহাড়পুর বৌদ্ধ বিহারের অবস্থান।
৩৩০তমদেশের ৩৩০তম পৌরসভা সাতক্ষীরার শ্যামনগর ।
৭৯৮তমUNESCO’র বিশ্ব ঐতিহ্যের তালিকায় সুন্দরবনের অবস্থান ।

সংস্থার যততম সদস্য সম্পর্কিত সাধারণ জ্ঞান

ষষ্ঠNew Development Bank
২৫তম Conference on Interaction and Confidence Building Measures in Asia (CICA) ।
২৬তম আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)।
৩২তম কমনওয়েলথ
৩২তম ওআইসি (OIC)।
৫১তম আসেম
৭০তম আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)।
৭৬তম পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID)।
১০৩তম আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)।
১০৫তম আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC)।
১০৫তম ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব দি স্কাউট মুভমেন্ট (WOSM)।
১০৯তম আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)।
১১১তম আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)।
১১৫তম স্থায়ী সালিশি আদালত (PCA)।
১১৮তম পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (IBRD)।
১৩২তম এগমন্ট গ্রুপ
১৩৬তম জাতিসংঘ (UN)

বৈশ্বিক অবস্থান

প্রথমইলিশ মাছ আহরণে।
প্রথমদক্ষিণ এশিয়ায় ই-পাসপোর্ট চালুর ক্ষেত্রে।
প্রথমজাতিসংঘ শান্তি মিশনে শান্তিরক্ষী প্রেরণে ।
প্রথমপাট রপ্তানিতে
দ্বিতীয়পাট উৎপাদনে
দ্বিতীয়বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন ।
দ্বিতীয়ফ্রিল্যান্সিংয়ে সংখ্যায় বিশ্বে অবস্থান ।
দ্বিতীয়তৈরি পোশাক রপ্তানিতে ।
তৃতীয়জনসংখ্যায় দক্ষিণ এশিয়ায় অবস্থান
তৃতীয়স্বাদুপানির মাছ উৎপাদনে
তৃতীয়ধান উৎপাদনে
তৃতীয়বস্ত্র আমদানিতে
চতুর্থমুসলিম জনসংখ্যায় বিশ্বে অবস্থান
চতুর্থদক্ষিণ এশিয়ায় আয়তনে
পঞ্চমজনসংখ্যায় এশিয়া মহাদেশে অবস্থান।
ষষ্ঠজনসংখ্যার ঘনত্বে বিশ্বে অবস্থান ।
অষ্টমজনসংখ্যায় বিশ্বে অবস্থান ।
১৩তম আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারে ।
৩২তম বিশ্ব পরমাণু ক্লাবে যুক্ত ।
৪১তম সাবমেরিনের অধিকারী।
৫৭তমমহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণে।
৬৭তম এভারেস্ট জয়ী দেশ ।
৯৪তম আয়তনে বাংলাদেশের অবস্থান ।
১১৯তম ই-পাসপোর্ট চালুর ক্ষেত্রে।

চুক্তির যততম দেশ

২৮তম CTBT অনুমোদনকারী।
১২৬তম স্থলমাইন চুক্তি বা অটোয়া চুক্তি স্বাক্ষরকারী।
১২৯তম CTBT স্বাক্ষরকারী।
১৩৮তম জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন অনুমোদনকারী।
১৭৫তম মানব পাচার প্রতিরোধ প্রটোকল অনুমোদনকারী।

ক্রিকেটে প্রথম

অধিনায়ক

ক্যাটাগরিঅধিনায়ক
বাংলাদেশ ক্রিকেট দলআনোয়ারুল কবির শামীম (শামীম কবির)
টেস্ট ক্রিকেটনাইমুর রহমান দুর্জয়
ওয়ানডে ক্রিকেটগাজী আশরাফ হোসেন লিপু
টি-২০শাহরিয়ার নাফীস
আইসিসি ট্রফিরকিবুল হাসান
বিশ্বকাপ ক্রিকেটআমিনুল ইসলাম বুলবুল
টি-২০ বিশ্বকাপমোহাম্মদ আশরাফুল

ম্যাচ

ক্যাটাগরি তারিখ ও বিপক্ষবিজয়ী
টেস্ট ১০-১৩ নভেম্বর ২০০০; ভারতভারত
ওয়ানডে ৩১ মার্চ ১৯৮৬; পাকিস্তানপাকিস্তান
টি-২০২৮ নভেম্বর ২০০৬; জিম্বাবুয়েবাংলাদেশ
আইসিসি ট্রফি২৪ মে ১৯৭৯; ফিজিবাংলাদেশ
বিশ্বকাপ ক্রিকেট ১৭ মে ১৯৯৯; নিউজিল্যান্ডনিউজিল্যান্ড
টি-২০ বিশ্বকাপ ১৩ সেপ্টে. ২০০৭; ওয়েস্ট ইন্ডিজবাংলাদেশ

বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নাবলি

প্রশ্ন : বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর : পঞ্চম তফসিল । (৪০তম বিসিএস)

প্রশ্ন : স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
উত্তর : সপ্তম। (৪০তম বিসিএস)

প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের
উত্তর : ১৩৬তম সদস্য। (৪০তম বিসিএস)

প্রশ্ন : UNESCO’র কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর : ৩০তম। (চবি ২০১৯-২০)

প্রশ্ন : সুন্দরবন (UNESCO) ঘোষিত কততম বিশ্ব ঐতিহ্য?
উত্তর : ৭৯৮তম। (চবি ২০১৯-২০)

প্রশ্ন : বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে?
উত্তর : ৫৭তম। (চবি ২০১৮-১৯)

প্রশ্ন : বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে?
উত্তর : অষ্টম। (চবি ২০১৮-১৯)

প্রশ্ন : ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ১০০তম জয় কোন দলের বিপক্ষে?
উত্তর : আফগানিস্তান। (জাককানইবি ২০১৮-১৯)

প্রশ্ন : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে?
উত্তর : ১৫তম । (বিবি ২০১৫-১৬)

প্রশ্ন : কোন দেশের বিপক্ষে বাংলাদেশ শততম টেস্ট ক্রিকেট খেলেছে?
উত্তর : শ্রীলংকা। (চবি ২০১৮-১৯)

প্রশ্ন : মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি?
উত্তর : ভুটান। (ববি ২০১৪-১৫)

প্রশ্ন : বায়োমেট্রিক পদ্ধতিতে সীম কার্ড নিবন্ধনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ
উত্তর : দ্বিতীয়। (বেরোবি ২০১৬-১৭)

প্রশ্ন : জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন?
উত্তর : ২৯তম। (ববিপ্রবি ২০১৯-২০)

প্রশ্ন : বাংলাদেশ কততম টেস্ট খেলুড়ে দেশ?
উত্তর : ১০ম । (ববিপ্রবি ২০১৮-১৯)

প্রশ্ন : ৩০০তম সংসদীয় আসন কোনটি?
উত্তর : বান্দরবান । (রাবিপ্রবি ২০১৮-১৯)

প্রশ্ন : বাংলাদেশের ৩১তম সেনানিবাসের নাম কী?
উত্তর : শেখ হাসিনা সেনানিবাস। (ক্যাডেট কলেজ ভর্তি ২০১৮)

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !