সাধারণ জ্ঞান এর পরিধি ব্যাপক । এ ব্যাপকতার মধ্যে জানার জন্য প্রয়োগ করতে হয় নানা ধরনের টেকনিক । তেমনি এক টেকনিক হলো সংখ্যাতত্ত্বে সাধারণ জ্ঞান ।
প্ৰথম | দেশের প্রথম জিআই পণ্য জামদানি শাড়ী । |
প্ৰথম | বাংলাদেশ প্রথম সদস্যপদ লাভ করে কমনওয়েলথের । |
প্ৰথম | মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটান। |
প্ৰথম | সংবিধানের প্রথম সংশোধনীতে যুদ্ধাপরাধীসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা হয় । |
প্ৰথম | দেশের প্রথম সংসদীয় আসন পঞ্চগড়। |
পঞ্চম | বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয় । |
ষষ্ঠ | বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংবিধানের ষষ্ঠ তফসিলে সংযোজন করা হয় । |
সপ্তম | স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের সপ্তম তফসিলে সংযোজন করা হয় । |
অষ্টম | দেশের অষ্টম প্রশাসনিক বিভাগ ময়মনসিংহ। |
দশম | বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য। |
১১তম | উদ্বোধনের সময় দৈর্ঘ্যে বঙ্গবন্ধু সেতুর বৈশ্বিক অবস্থান। |
১১তম | দেশের ১১তম শিক্ষা বোর্ড ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ’ । |
১২তম | দেশের ১২তম ক্যাডেট কলেজ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ । |
১২তম | দেশের ১২তম সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশন। |
১৩তম | সংবিধানের ১৩তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় । |
১৫তম | সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। |
১৫তম | সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে পরিবেশ সম্পর্কিত বিধান সন্নিবেশিত করা হয় । |
১৭তম | দেশের ১৭তম জিআই পণ্য নাটোরের কাঁচাগোল্লা । |
১৭তম | দেশের ১৭তম জেলা কুষ্টিয়া |
১৮তম | দেশের ১৮তম জেলা পটুয়াখালী । |
১৯তম | দেশের ১৯তম টাঙ্গাইল |
২০তম | দেশের ২০তম জেলা জামালপুর |
২৩তম | বাংলাদেশ ক্রিকেট দল নিজস্ব ২৩তম ওয়ানডে ম্যাচে প্রথম জয়লাভ করে । |
২৯তম | বাংলাদেশ ২৯তম সাধারণ অধিবেশনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে । |
২৯তম | বঙ্গবন্ধু জাতিসংঘের ২৯তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তৃতা দেন |
২৯তম | দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা-১। |
৩০তম | UNESCO’র ৩০তম সাধারণ অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় । |
৩১তম | দেশের ৩১তম সেনানিবাস শেখ হাসিনা সেনানিবাস । |
৩৫তম | বাংলাদেশ নিজস্ব ৩৫তম টেস্টে প্রথম জয় পায় । |
১০০তম | শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ শততম টেস্ট ক্রিকেটে জয়লাভ করে |
১০০তম | ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ শততম জয় পায় আফগানিস্তানের বিপক্ষে । |
৩০০তম | সংসদীয় আসন বান্দরবান । |
৩২২তম | UNESCO’র বিশ্ব ঐতিহ্যের তালিকায় পাহাড়পুর বৌদ্ধ বিহারের অবস্থান। |
৩৩০তম | দেশের ৩৩০তম পৌরসভা সাতক্ষীরার শ্যামনগর । |
৭৯৮তম | UNESCO’র বিশ্ব ঐতিহ্যের তালিকায় সুন্দরবনের অবস্থান । |
সংস্থার যততম সদস্য সম্পর্কিত সাধারণ জ্ঞান
ষষ্ঠ | New Development Bank |
২৫তম | Conference on Interaction and Confidence Building Measures in Asia (CICA) । |
২৬তম | আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)। |
৩২তম | কমনওয়েলথ |
৩২তম | ওআইসি (OIC)। |
৫১তম | আসেম |
৭০তম | আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)। |
৭৬তম | পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID)। |
১০৩তম | আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)। |
১০৫তম | আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC)। |
১০৫তম | ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব দি স্কাউট মুভমেন্ট (WOSM)। |
১০৯তম | আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)। |
১১১তম | আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)। |
১১৫তম | স্থায়ী সালিশি আদালত (PCA)। |
১১৮তম | পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (IBRD)। |
১৩২তম | এগমন্ট গ্রুপ |
১৩৬তম | জাতিসংঘ (UN) |
বৈশ্বিক অবস্থান
প্রথম | ইলিশ মাছ আহরণে। |
প্রথম | দক্ষিণ এশিয়ায় ই-পাসপোর্ট চালুর ক্ষেত্রে। |
প্রথম | জাতিসংঘ শান্তি মিশনে শান্তিরক্ষী প্রেরণে । |
প্রথম | পাট রপ্তানিতে |
দ্বিতীয় | পাট উৎপাদনে |
দ্বিতীয় | বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন । |
দ্বিতীয় | ফ্রিল্যান্সিংয়ে সংখ্যায় বিশ্বে অবস্থান । |
দ্বিতীয় | তৈরি পোশাক রপ্তানিতে । |
তৃতীয় | জনসংখ্যায় দক্ষিণ এশিয়ায় অবস্থান |
তৃতীয় | স্বাদুপানির মাছ উৎপাদনে |
তৃতীয় | ধান উৎপাদনে |
তৃতীয় | বস্ত্র আমদানিতে |
চতুর্থ | মুসলিম জনসংখ্যায় বিশ্বে অবস্থান |
চতুর্থ | দক্ষিণ এশিয়ায় আয়তনে |
পঞ্চম | জনসংখ্যায় এশিয়া মহাদেশে অবস্থান। |
ষষ্ঠ | জনসংখ্যার ঘনত্বে বিশ্বে অবস্থান । |
অষ্টম | জনসংখ্যায় বিশ্বে অবস্থান । |
১৩তম | আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারে । |
৩২তম | বিশ্ব পরমাণু ক্লাবে যুক্ত । |
৪১তম | সাবমেরিনের অধিকারী। |
৫৭তম | মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণে। |
৬৭তম | এভারেস্ট জয়ী দেশ । |
৯৪তম | আয়তনে বাংলাদেশের অবস্থান । |
১১৯তম | ই-পাসপোর্ট চালুর ক্ষেত্রে। |
চুক্তির যততম দেশ
২৮তম | CTBT অনুমোদনকারী। |
১২৬তম | স্থলমাইন চুক্তি বা অটোয়া চুক্তি স্বাক্ষরকারী। |
১২৯তম | CTBT স্বাক্ষরকারী। |
১৩৮তম | জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন অনুমোদনকারী। |
১৭৫তম | মানব পাচার প্রতিরোধ প্রটোকল অনুমোদনকারী। |
ক্রিকেটে প্রথম
অধিনায়ক
ক্যাটাগরি | অধিনায়ক |
বাংলাদেশ ক্রিকেট দল | আনোয়ারুল কবির শামীম (শামীম কবির) |
টেস্ট ক্রিকেট | নাইমুর রহমান দুর্জয় |
ওয়ানডে ক্রিকেট | গাজী আশরাফ হোসেন লিপু |
টি-২০ | শাহরিয়ার নাফীস |
আইসিসি ট্রফি | রকিবুল হাসান |
বিশ্বকাপ ক্রিকেট | আমিনুল ইসলাম বুলবুল |
টি-২০ বিশ্বকাপ | মোহাম্মদ আশরাফুল |
ম্যাচ
ক্যাটাগরি | তারিখ ও বিপক্ষ | বিজয়ী |
টেস্ট | ১০-১৩ নভেম্বর ২০০০; ভারত | ভারত |
ওয়ানডে | ৩১ মার্চ ১৯৮৬; পাকিস্তান | পাকিস্তান |
টি-২০ | ২৮ নভেম্বর ২০০৬; জিম্বাবুয়ে | বাংলাদেশ |
আইসিসি ট্রফি | ২৪ মে ১৯৭৯; ফিজি | বাংলাদেশ |
বিশ্বকাপ ক্রিকেট | ১৭ মে ১৯৯৯; নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড |
টি-২০ বিশ্বকাপ | ১৩ সেপ্টে. ২০০৭; ওয়েস্ট ইন্ডিজ | বাংলাদেশ |
বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নাবলি
প্রশ্ন : বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর : পঞ্চম তফসিল । (৪০তম বিসিএস)
প্রশ্ন : স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
উত্তর : সপ্তম। (৪০তম বিসিএস)
প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের
উত্তর : ১৩৬তম সদস্য। (৪০তম বিসিএস)
প্রশ্ন : UNESCO’র কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর : ৩০তম। (চবি ২০১৯-২০)
প্রশ্ন : সুন্দরবন (UNESCO) ঘোষিত কততম বিশ্ব ঐতিহ্য?
উত্তর : ৭৯৮তম। (চবি ২০১৯-২০)
প্রশ্ন : বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে?
উত্তর : ৫৭তম। (চবি ২০১৮-১৯)
প্রশ্ন : বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে?
উত্তর : অষ্টম। (চবি ২০১৮-১৯)
প্রশ্ন : ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ১০০তম জয় কোন দলের বিপক্ষে?
উত্তর : আফগানিস্তান। (জাককানইবি ২০১৮-১৯)
প্রশ্ন : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে?
উত্তর : ১৫তম । (বিবি ২০১৫-১৬)
প্রশ্ন : কোন দেশের বিপক্ষে বাংলাদেশ শততম টেস্ট ক্রিকেট খেলেছে?
উত্তর : শ্রীলংকা। (চবি ২০১৮-১৯)
প্রশ্ন : মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি?
উত্তর : ভুটান। (ববি ২০১৪-১৫)
প্রশ্ন : বায়োমেট্রিক পদ্ধতিতে সীম কার্ড নিবন্ধনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ
উত্তর : দ্বিতীয়। (বেরোবি ২০১৬-১৭)
প্রশ্ন : জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন?
উত্তর : ২৯তম। (ববিপ্রবি ২০১৯-২০)
প্রশ্ন : বাংলাদেশ কততম টেস্ট খেলুড়ে দেশ?
উত্তর : ১০ম । (ববিপ্রবি ২০১৮-১৯)
প্রশ্ন : ৩০০তম সংসদীয় আসন কোনটি?
উত্তর : বান্দরবান । (রাবিপ্রবি ২০১৮-১৯)
প্রশ্ন : বাংলাদেশের ৩১তম সেনানিবাসের নাম কী?
উত্তর : শেখ হাসিনা সেনানিবাস। (ক্যাডেট কলেজ ভর্তি ২০১৮)