একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল ‘আমার গ্রাম আমার শহর: প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ’ । এরপর সম্ভাব্যতা যাচাইয়ে ২০২১ সালে একটি কারিগরি সহায়তা প্রকল্প নেওয়া হয়।
অবশেষে ১৮ জুলাই ২০২৩ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘আমার গ্রাম, আমার শহর: পাইলট গ্রাম উন্নয়ন’ নামে প্রকল্পটি পাস করা হয়। এ প্রকল্পটি ২০২৩ সালের জুলাই মাসে শুরু হয়ে ২০২৬ সালের জুন মাসে শেষ হবে। সরকারি অর্থায়নে বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ জন্য সরকারের ব্যয় হবে ৮০০ কোটি টাকা ।
কেন এ প্রকল্প : দেশে ৮৭,২৩০টি গ্রাম রয়েছে। জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৬,৯৮,২৮,৯১১ । এর মধ্যে ১১,৬০,৬৬, ৯২৫ জন গ্রামে বাস করে; যা মোট জনসংখ্যার ৬৮.৩৪% । বিশাল জনগোষ্ঠী গ্রামে বসবাস করলেও সেখানে নাগরিক সুবিধা ও কর্মসংস্থান অপ্রতুল।
এতে উন্নত জীবনের আশায় মানুষ গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে; যার প্রভাবে শহরগুলোর ওপর বাড়তি চাপ পড়ছে। দেশজুড়ে সুষম উন্নয়ন নিশ্চিত করতে গ্রামে নাগরিক সুবিধা সম্প্রসারণ করা প্রয়োজন। এমন চিন্তা থেকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ‘আমার গ্রাম, আমার শহর’ কর্মসূচি গৃহীত হয় ।
১৫টি পাইলট গ্রাম : ‘আমার গ্রাম, আমার শহর’ কর্মসূচি বাস্তবায়নে দেশের ১৫টি জেলার ১৫টি উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫টি গ্রামে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে দেশের ৮টি বিভাগে ৮টি গ্রাম । এছাড়া হাওর, উপকূলীয় এলাকা, পাহাড়ি এলাকা, চর এলাকা, বরেন্দ্র অঞ্চল, বিল এলাকা এবং অর্থনৈতিক অঞ্চলের পাশে একটি করে বাকি ৭টি গ্রামকে মডেল গ্রাম করা হবে ।
বিভাগভিত্তিক ৮টি গ্রাম
গ্রাম | উপজেলা | জেলা | বিভাগ |
হাফিজপুর | মনোহরদী | নরসিংদী | ঢাকা |
শেকচাইল | মনোহরগঞ্জ | কুমিল্লা | চট্টগ্রাম |
সোনাডাঙ্গা | বাগমারা | রাজশাহী | রাজশাহী |
টিপনা | ডুমুরিয়া | খুলনা | খুলনা |
পাথরডুবি | ভূরুঙ্গামারী | কুড়িগ্রাম | রংপুর |
ইন্দুরিয়া | হিজলা | বরিশাল | বরিশাল |
বগাইয়া | গোয়াইনহাট | সিলেট | সিলেট |
ডেমুরা | বারহাট্টা | নেত্রকোনা | ময়মনসিংহ |
অঞ্চলভিত্তিক ৭টি গ্রাম
গ্রাম | উপজেলা | জেলা |
শিমুলবাঁক | শান্তিগঞ্জ | সুনামগঞ্জ |
ফুলছড়ি | ফুলছড়ি | গাইবান্ধা |
খোরদো চম্পা | নিয়ামতপুর | নওগাঁ |
দাতিনাখালী | শ্যামনগর | সাতক্ষীরা |
ছোট হরিণা | বরফকল | রাঙ্গামাটি |
বিলচান্দা | মুকসুদপুর | গোপালগঞ্জ |
চরশরত | মিরসরাই | চট্টগ্রাম |