দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎকেন্দ্র

Preparation BD
By -
0

২ আগস্ট ২০২৩ দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র তিস্তা সোলার লিমিটেডের উদ্বোধন করা হয় । গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থিত অনাবাদি চরের ৬৫০ একর জমিতে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড। ৮ জানুয়ারি ২০২৩ কেন্দ্রটি চালু হয়। এ কেন্দ্র থেকে প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। দেশের উল্লেখযোগ্য সৌর বিদ্যুৎকেন্দ্র-

নামক্ষমতা (মে.ও.)অবস্থানচালু
টেকনাফ সোলার টেক এনার্জি লিমিটেড২০টেকনাফ, কক্সবাজার১৫ সেপ্টেম্বর ২০১৮
ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড৩০কালীগঞ্জ, লালমনিরহাট২৮ আগস্ট ২০২২
ইন্সপেক্টরা সোলার লিমিটেড৩৫শিবালয়, মানিকগঞ্জ ১২ মার্চ ২০২১
সুতিয়াখালী সৌর বিদ্যুৎকেন্দ্র৫০ময়মনসিংহ সদর৪ নভেম্বর ২০২০
এনারগন মোংলা সোলার পার্ক১০০মোংলা, বাগেরহাট২৯ ডিসেম্বর ২০২১
তিস্তা সোলার লিমিটেড২০০সুন্দরগঞ্জ, গাইবান্ধা৮ জানুয়ারি ২০২৩

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !