কর্মসংস্থান ব্যাংক এর ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান

Preparation BD
By -
0

কর্মসংস্থান ব্যাংক এর ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।

কর্মসংস্থান ব্যাংক এর ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান বাংলা অংশ

১. ‘কবর’ নাটক কে লিখেছেন?
উত্তর : মুনীর চৌধুরী ।

২. ‘মৃত জনে দেহ প্রাণ’-নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : সম্প্রদানে সপ্তমী ।

৩. “যার কোন কিছু থেকেই ভয় নেই’ তাকে এককথায় কি বলে?
উত্তর : অকুতোভয় ।

৪. কোন বানানটি শুদ্ধ?
উত্তর : গীতাঞ্জলি ।

৫. ‘Agronomy ́ পারিভাষিক শব্দের অর্থ কি?
উত্তর : কৃষি বিদ্যা

৬. ‘অপু ও দুর্গা’ চরিত্র দুটি কোন উপন্যাসের?
উত্তর : পথের পাঁচালী ।

৭. ‘এ কী অপরূপ রূপে মা তোমায়/হেরিনু পল্লী জননী’ চরণটি কোন কবির?
উত্তর : কাজী নজরুল ইসলাম ।

৮. ‘তিমির’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তর : আলোক ৷

৯. বাগধারাগুলোর মধ্যে কোনটির অর্থ ভিন্ন?
উত্তর : তাসের ঘর।

১০. ‘ধান ভানতে শিবের গীত-এ প্রবাদটি দিয়ে কি বুঝায়?
উত্তর : প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা ।

কর্মসংস্থান ব্যাংক এর ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান ইংরেজি অংশ

১১. I hope to meet you __ in January.
উত্তর : sometime

১২. Which of the following is incorrect?
উত্তর : We have not go enough-milk

১৩. An adverb does not modify
উত্তর : Nouns

১৪. A degree in economics-his door to many jobs.
উত্তর : opens

১৫. After a long recession the economics situations is looking
উত্তর : up

১৬. Well done!— the good work.
উত্তর : keep up

১৭. It was expensive than I thought.
উত্তর : more

১৮. Let us play chess.
উত্তর : no article

১৯. This book — to my uncle.
উত্তর : belongs

২০. Acid test means
উত্তর : real test।

কর্মসংস্থান ব্যাংক এর ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান গণিত অংশ

২১. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
উত্তর : ১১/১৪

২২. ২ ও ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
উত্তর : ১০টি।

২৩. 2x2 + x – 15 এর উৎপাদক কোনটি?
উত্তর : (x + 3) (2x – 5)

২৪. কতজন ছাত্রকে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে?
উত্তর : ৫ জন

২৫. শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?
উত্তর : ২৭৩।

২৬. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
উত্তর : ১৮ বছর।

২৭. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১ । এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
উত্তর : ৪ গ্রাম

২৮. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেক বার ভাগশেষ ১ হবে?
উত্তর : ৩১ ।

২৯. p + q = 5 এবং p – q = 3 হলে p2 + q2 এর মান কত?
উত্তর : 17।

৩০. একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো । দ্রব্যটির ক্রয় মূল্য কত?
উত্তর : ২০০ টাকা ।

কর্মসংস্থান ব্যাংক এর ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান অংশ

৩১. ২৩তম বিশ্বকাপ ফুটবল, ২০২৬ কোন মহাদেশে অনুষ্ঠিত হবে?
উত্তর : উত্তর আমেরিকা ।

৩২. জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন কোনটি?
উত্তর : UNEP

৩৩. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?
উত্তর : হাড়িয়াভাঙ্গা।

৩৪. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি?
উত্তর : স্বাধীনতা পদক ।

৩৫. বাংলাদেশে বর্তমানে প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর?
উত্তর : ৭২.৩ বছর। [সূত্র : BSVS 2021]

৩৬. গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : রাশিয়া ।

৩৭. জনশুমারি পরিচালনা করে কোন সংস্থা?
উত্তর : BBS

৩৮. Pandemic অর্থ কি?
উত্তর : অতিমারি।

৩৯. রিখটার স্কেল দ্বারা কি পরিমাপ করা হয়?
উত্তর : ভূ-কম্পন শক্তি ।

৪০. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?
উত্তর : এ এন সাহা ।

৪১. Bluetooth কিসের উদাহরণ?
উত্তর : Personal Area Network

৪২. The process of copying files to a CD-ROM is known as—
উত্তর : Burning

৪৩. এক গিগাবাইট সমান—
উত্তর : ১০২৪ মেগাবাইট ।

৪৪. CD, DVD বা পেন ড্রাইভ থেকে সফ্টওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়?
উত্তর : Autorun

৪৫. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
উত্তর : Microsoft Power Point

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !