২০২৩ সালের আগস্ট মাসে আমরা যাদের হারিয়েছি

Preparation BD
By -
0

২০২৩ সালের আগস্ট মাসে আমরা যাদের হারিয়েছি তা নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।

ইয়েভগিনি প্রিগোজিন (১ জুন ১৯৬১-২৩ আগস্ট ২০২৩)

রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী ওয়াগনার গ্রুপের প্রধান। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বর্তমান সেন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেন। ক্রেমলিনে রেস্তোঁরা এবং ক্যাটারিং সংস্থার মালিক হওয়ার সুবাদে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আস্থাভাজন শেফ হিসেবেও পরিচিত ছিলেন। ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় ২৩ জুন ২০২৩ এক ব্যর্থ বিদ্রোহের মাধ্যমে পুতিনের সাথে সম্পর্ক নষ্ট হয় । রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন ।

দেলাওয়ার হোসাইন সাঈদী (২ ফেব্রুয়ারি ১৯৪০-১৪ আগস্ট ২০২৩)

ইসলামি বক্তা ও সাবেক সংসদ সদস্য। তিনি পিরোজপুরের ইন্দুরকানীর বালিপাড়া ইউনিয়নের সাঈদখালি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় ।

মোহাম্মদ রফিক (২৩ অক্টোবর ১৯৪৩-৬ আগস্ট-২০২৩)

কবি, লেখক ও শিক্ষক। তিনি বাগেরহাটের বেমরতা ইউনিয়নের বৈটপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আট ভাইবোনের মধ্যে রফিক ছিলেন সবার বড়। তার ভাইদের মধ্যে— সাবেক অর্থসচিব মোহাম্মদ তারেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ নাসের।

১৯৬৭ সালে মোহাম্মদ রফিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৭১ সালে তিনি প্রথমে মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরে এবং পরে স্বাধীন বাংলা বেতারে কাজ করেন । ২৯ জুন ২০০৯ পর্যন্ত দীর্ঘকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন । মননশীল আধুনিক কবি হিসেবে পরিচিত রফিক আলোচিত হয়ে আছেন বিশ শতকের আশির দশকে সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরাগভাজন হয়ে ।

প্রকাশিত কাব্যগ্রন্থ— বৈশাখী পূর্ণিমা । ধুলোর সংসারে এই মাটি। কীর্তিনাশা | খোলা কবিতা | কপিলা | গাওদিয়া ॥ স্বদেশী নিশ্বাস তুমিময়। মেঘে ও কাদায় | রূপকথা কিংবদন্তি | মৎস্যগন্ধা । বিষখালী সন্ধ্যা। ত্রয়ী

  • প্রকাশিত গদ্য— ভালবাসার জীবনানন্দ। দূরের দেশ নয় আয়ওয়া । খুচরো গদ্য ছেঁড়া কথা।
  • গল্প সংগ্রহ * প্রকাশিত রচনা সমগ্র— মোহাম্মদ রফিকের রচনাবলী, ১ম খণ্ড || আমার জীবনানন্দ
  • আত্মজীবনীমূলক গদ্য— পথিক পরান (তিন খণ্ডের)
  • পুরস্কার— বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার | একুশে পদক ৷

বিকাশ সিংহ (১৬ জুন ১৯৪৫-১১ আগস্ট ২০২৩)

ভারতের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী । প্রধানমন্ত্রীর সায়েন্টিফিক এডভাইজারি কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি ২০১০ সালে ‘পদ্মভূষণ’ ও ২০২২ সালে ‘বঙ্গবিভূষণে ভূষিত হন ৷

এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ, বীরউত্তম (১ আগস্ট ১৯৪৪-১৪ আগস্ট ২০২৩)

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান, মুক্তিযুদ্ধের অপারেশন কিলো ফ্লাইটের অন্যতম সদস্য । তার জন্ম ফেনী জেলায় । ২৩ জুলাই ১৯৮১-২২ জুলাই ১৯৮৭ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় ২ নং সেক্টর ও পরবর্তীতে ১নং সেক্টরের কমান্ডিং অফিসার ছিলেন ।

সিনিয়াড ও’কনর (৮ ডিসেম্বর ১৯৬৬-২৬ জুলাই ২০২৩)

নব্বইয়ের দশকে সাড়াজাগানো পপ সংগীতশিল্পী । তিনি আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন। ‘দ্য লায়ন অ্যান্ড দ্য কোবরা’ অ্যালবাম দিয়ে প্রথম আলোচনায় আসেন সিনিয়াড। ‘আই ডু নট ওয়ান্ট হোয়াট আই হ্যাভেন্ট গট’ অ্যালবামের ‘নাথিং কম্পেয়ার্স টু ইউ’ গানটি সারা বিশ্বের সংগীতপ্রেমীদের কাছে সবচেয়ে বেশি সাড়া জাগায় ।

উইলিয়াম ফ্রিডকিন (২৯ আগস্ট ১৯৩৫-৭ আগস্ট ২০২৩)

অস্কারজয়ী মার্কিন পরিচালক । ১৯৭১ সালে মুক্তি পাওয়া The French Connection সেরা ছবি, “সেরা নির্মাতা, সেরা অভিনেতাসহ ৫টি ক্যাটাগরিতে অস্কার জেতে।

পান্না কায়সার (২৫ মে ১৯৫০-৪ আগস্ট ২০২৩)

বরেণ্য লেখক, সাংস্কৃতিক কর্মী ও সাবেক সংসদ সদস্য। তার পারিবারিক নাম সাইফুন্নাহার চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে বেগম বদরুন্নেসা কলেজে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন পান্না কায়সার। ১৭ ফেব্রুয়ারি ১৯৬৯ শহীদুল্লা কায়সারের সাথে তার বিয়ে হয়।

মুক্তিযুদ্ধের পর ১৯৭৩ সাল থেকে তিনি শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর আসর’-এর প্রেসিডিয়াম সদস্য ছিলেন । ১৯৯০ সালে তিনি এই সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন । ১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তার দুই সন্তান— শমী কায়সার ও অমিতাভ কায়সার ।

প্রকাশিত সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধ : আগে ও পরে | মুক্তি ॥ নীলিমায় নীল | হৃদয়ে বাংলাদেশ | মানুষ | রাসেলের যুদ্ধযাত্রা ॥ না পান্না না চুনি | অন্য রকম ভালোবাসা || সুখ

  • পুরস্কার— মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য তাকে ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !