ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার পদের প্রশ্ন সমাধান

Preparation BD
By -
0

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার পদের প্রশ্ন সমাধান ইংরেজি অংশ

১. Skeptical’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. Beautiful
খ. Spurious
গ. Doubtful
ঘ. Powerful

সঠিক উত্তর : Doubtful

২. Fill in the gap with appropriate word: The teacher was sure… his success.
ক. about
খ. at
গ. for
ঘ. of

সঠিক উত্তর : of

৩. A ___ in time saves nine.
ক. stick
খ. strict
গ. stich
ঘ. stitch

সঠিক উত্তর : stitch

৪. Which one a correct spelling?
ক. Carbohydrate
খ. Carbohidrete
গ. Carbhohydrate
ঘ. Carbochydrate

সঠিক উত্তর : Carbohydrate

৫. ‘তার পাশে বস’ এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
ক. Sit with him.
খ. Sit to him.
গ. Sit by him.
ঘ. Sit at him.

সঠিক উত্তর : Sit by him

৬. He said, ‘Good morning Mr. Kamal’ বাক্যের Indirect speech কোনটি?
ক. He said Mr. Kamal good morning.
খ. He had wished Mr. Kamal good morning.
গ. He wished Mr. Kamal good morning.
ঘ. He had wished Mr. Kamal good morning.

সঠিক উত্তর : He wished Mr. Kamal good morning.

৭. Which sentence is correct?
ক. Where have you born?
খ. Where were you born?
গ. Where had you born?
ঘ. Where are you born?

সঠিক উত্তর : Where were you born?

৮. The feminine form of the word ‘Author ?
ক. Authores
খ. Authoress
গ. Authors
ঘ. Authores

সঠিক উত্তর : Authoress

৯. মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয়- এর সঠিক অনুবাদ কোনটি?
ক. A student succeed in life by dint of merit.
খ. A student succeeded in life by dint of merit.
গ. A student succeeds in life by dint of merit.
ঘ. A student succeeds at life by dint of merit.

সঠিক উত্তর : A student succeeds in life by dint of merit.

১০. এক কথায় প্রকাশ করুন: One who spends lavishly-
ক. Extravagant
খ. Poor
গ. Rich
ঘ. Wise

সঠিক উত্তর : Extravagant

11. Which are the correct words to fill in the gap of the sentence? I am offended … you … your conduct.
ক. with, at
খ. at on
গ. with, on
ঘ. with, for

সঠিক উত্তর : with, at

12. Which of the following is an adjective ?
ক. or
খ. with
গ. do
ঘ. bad

সঠিক উত্তর : bad

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার পদের প্রশ্ন সমাধান বাংলা অংশ

১৩. বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. প্রমথ চৌধুরী

সঠিক উত্তর : প্রমথ চৌধুরী

১৪. ‘নবোঢ়া’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. নব+উঢ়া
খ. নব+উড়া
গ. নবো+ড়া
ঘ. নবোঃ+ঢ়া

সঠিক উত্তর : নব+উঢ়া

১৫. ‘ঠক বাছতে গাঁ উজাড়’ প্রবাদটির অর্থ কী?
ক. ভালো মানুষের অভাব
খ. চোর ধরতে গিয়ে গ্রামে আগুন দেওয়া
গ. টাকায় সব হয়
ঘ. অভাবে স্বভাব নষ্ট

সঠিক উত্তর : ভালো মানুষের অভাব

১৬. কোনটি সমধাতুজ কর্তা?
ক. জল পড়ে
খ. তার এখনো খাওয়া হয়নি
গ. মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন
ঘ. বাঁশি বাজে

সঠিক উত্তর :

১৭. দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যে সাধারণত কোন অব্যয়গুলো ব্যবহৃত হয়?
ক. যে, যিনি
খ. এবং ও
গ. যার, তার
ঘ. ন্যায়, রূপ

সঠিক উত্তর : এবং ও

১৮. পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার’ উক্তিটি কার?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কালীপ্রসন্ন ঘোষ
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. কামিনী রায়

সঠিক উত্তর : কালীপ্রসন্ন ঘোষ

১৯. ‘অ’ ধ্বনির উচ্চারণ কত রকম?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

সঠিক উত্তর : ২

২০. ‘শ্যামল’ পদের বিশেষ্য কোনটি?
ক. শ্যামলিকা
খ. শ্যামলিমা
গ. শামল্য
ঘ. শ্যামলী

সঠিক উত্তর : শ্যামলী

২১. ‘পাকড়াও’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. পাক+ড়াও
খ. পাকড়+আও
গ. পাকড়াও
ঘ. পাকড়া+ও

সঠিক উত্তর : পাকড়+আও

২২. তিনি বললেন, ‘দয়া করে ভিতরে আসুন।’ বাক্যটি কিসের উদাহরণ?
ক. বচন
খ. পরোক্ষ উক্তি
গ. বাচা
ঘ. প্রত্যক্ষ উক্তি

সঠিক উত্তর : প্রত্যক্ষ উক্তি

২৩.’গুদাম’ শব্দটি কোন বিদেশি ভাষা থেকে আগত?
ক. ফারসি
খ. পর্তুগিজ
গ. ফরাসি
ঘ. ওলন্দাজ

সঠিক উত্তর : পর্তুগিজ

২৪.কোন বানানটি শুদ্ধ?
ক. সমীচিন
খ. সমীচীন
গ. সমিচীন
ঘ. সমিচিন

সঠিক উত্তর : সমীচীন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার পদের প্রশ্ন সমাধান গণিত অংশ

২৫.একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৯ মিটার ও প্রস্থ ৮ মিটার হলে ঐরূপ দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
ক. ১৪৪ বর্গমিটার
খ. ৭২ বর্গমিটার
গ. ১৪৮ বর্গমিটার
ঘ. ৭২ মিটার

সঠিক উত্তর : ১৪৪ বর্গমিটার

২৬. দুটি সংখ্যার যোগফল ৮০ এবং বিয়োগফল ৬০ হলে সংখ্যা দুটি কত?
ক. ৭০, ৮০
খ. ৭০, 20
গ. ৭০, ১০
ঘ. ৫০,৬০

সঠিক উত্তর : ৭০, ১০

২৭.একটি ত্রিভুজের ভূমি ৪ সে.মি. উচ্চতা ২ সে.মি. হলে ঐ ত্রিভুজের ক্ষেত্রফল কত?
ক. ৪ বর্গ সে.মি.
খ. ২০ বর্গ সে.মি.
গ. ১৬ বর্গ সে.মি.
ঘ. ৮ বর্গ সে.মি.

সঠিক উত্তর : ৪ বর্গ সে.মি.

২৮. টাকায় ৫টি দরে ক্রয় করে ৪টি দরে বিক্রয় করলে কত শতাংশ লাভ হয়?
ক. ২৫%
খ. ২৪%
গ. ২০%
ঘ. ৩০%

সঠিক উত্তর : ২৫%

২৯. a + 1/a= 4 হলে a4+1/a4 এর মান কত?
ক. 204
খ. 194
গ. 198
ঘ. 184

সঠিক উত্তর : 194

৩০. একটি ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুর নাম কী?
ক. মধ্যবিন্দু
গ. লম্ববিন্দু
খ. ভরকেন্দ্র
ঘ. কেন্দ্ৰ

সঠিক উত্তর : ভরকেন্দ্র

৩১.৪০ ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেকের মান কত ডিগ্রি?
ক. ৬০
গ. ৪৫
খ. ৮০
ঘ. ৭০

সঠিক উত্তর : ৭০

৩২.একটি পরীক্ষায় ৬০ জন ছাত্রের মধ্যে ১৫ জন অনুত্তীর্ণ হলে উত্তীর্ণের হার কত?
ক. ৭৫%
গ. ৬০%
খ. ২৫%
ঘ. ৮০%

সঠিক উত্তর : ৭৫%

৩৩. ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত?
ক. ১৮০
গ. ১৯০
খ. ২১০
ঘ. ২৯০

সঠিক উত্তর : ২১০

৩৪. মা ও ছেলের বয়সের সমষ্টি ৫৪ বছর। ১১ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?
ক. ৬৫
খ. ৬৬
গ. ৫৯
ঘ. ৭৬

সঠিক উত্তর : ৭৬

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার পদের প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান অংশ

৩৫. এলিভেটেড এক্সপ্রেসওয়ে কত তারিখে উদ্বোধন করা হয়?
ক. ১০ অক্টোবর
খ. ২৪ অক্টোবর
গ. ২০ অক্টোবর
ঘ. ২ সেপ্টেম্বর

সঠিক উত্তর : ২ সেপ্টেম্বর

৩৬. কর্ণফুলি টানেল কোন বিভাগে অবস্থিত?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. সিলেট
ঘ. বরিশাল

সঠিক উত্তর : চট্টগ্রাম

৩৭. সেন্টমার্টিন দ্বীপের পুরাতন নাম কি?
ক. কলাতলী
খ. প্রবাল দ্বীপ
গ. টেকনাফ
ঘ. নারিকেল জিঞ্জিরা

সঠিক উত্তর : নারিকেল জিঞ্জিরা

৩৮. মুজিববর্ষের লোগের ডিজাইনার কে?
ক. সব্যসাচী হাজরা
খ. কায়কোবাদ
গ. সৈয়দ সামছুল হক
ঘ. কামরুজ্জামান

সঠিক উত্তর : সব্যসাচী হাজরা

৩৯. ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধি কে পেয়েছেন?
ক. মাদার তেরেসা
খ. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গ. মমতা ব্যানার্জী
ঘ. ইন্দিরা গান্ধী

সঠিক উত্তর : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৪০. কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
ক. ভারত
খ. নেপাল
গ. সিয়েরালিয়ন
ঘ. আমেরিকা

সঠিক উত্তর : সিয়েরালিয়ন

৪১. আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামী ছিল কত জন?
ক. ৩০ জন
খ. ১৫ জন
গ. ৩৫ জন
ঘ. ২৫ জন

সঠিক উত্তর : ৩৫ জন

৪২. মুক্তিযুদ্ধকালীন সরকারের সচিবালয় কোথায় অবস্থিত ছিল?
ক. বৈদ্যনাথতলা
খ. মেহেরপুর
গ. থিয়েটার রোড, কলকাতা
ঘ. ঢাকা

সঠিক উত্তর : থিয়েটার রোড, কলকাতা

৪৩.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ প্রদান করেন কবে?
ক. ১৯৭৫ সালের ১৫ অক্টোবর
খ. ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর
গ. ১৯৭৫ সালের ১৬ নভেম্বর
ঘ. ১৯৭৩ সালের ২৫ আগস্ট

সঠিক উত্তর :১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !