২৩ আগস্ট ২০২৩ ভারতের ‘চন্দ্রযান-৩’-এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে (কুমেরু) অবতরণ করে । এর মাধ্যমে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এবং চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়ে ভারত। চাঁদে এর আগের সব মিশনে চন্দ্রযানগুলো নিরক্ষরেখার কাছাকাছি নামে ।
১৪ জুলাই ২০২৩ ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে ‘চন্দ্ৰযান-৩’ উৎক্ষেপণ করা হয়। “চন্দ্রযান-৩’-এর ল্যান্ডারের নাম ‘বিক্রম’, রোভারের নাম ‘প্রজ্ঞান’।
এ রোভারই চাঁদের বুকে ঘুরে ঘুরে বৈজ্ঞানিক গবেষণা চালাবে। উল্লেখ্য, ভারত ২২ অক্টোবর ২০০৮ চন্দ্রযান-১ এবং ২২ জুলাই ২০১৯ চন্দ্রযান-২ উৎক্ষেপণ করলেও চন্দ্রপৃষ্ঠে অবতরণে ব্যর্থ হয়।
চন্দ্রাভিযানে সফল অন্য ৩ দেশ
দেশ | মহাকাশযান | উৎক্ষেপণ | অবতরণ |
রাশিয়া | Luna 2 | ১২ সেপ্টেম্বর ১৯৫৯ | ১৩ সেপ্টেম্বর ১৯৫৯ |
যুক্তরাষ্ট্র | Surveyor 1 | ৩০ মে ১৯৬৬ | ২ জুন ১৯৬৬ |
চীন | Chang’e3 | ১ ডিসেম্বর ২০১৩ | ১৪ ডিসেম্বর ২০১৩ |
|