মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান

Preparation BD
By -
0

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান বাংলা অংশ

১ . কন্যার সমার্থক শব্দ—
উত্তর : আত্মজা ।

২. ‘একাদশে বৃহস্পতি’ অর্থ কি?
উত্তর : সৌভাগ্যের বিষয় ।

৩. চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়—
উত্তর : প্রমিত ভাষা ।

৪. ‘মোদের গরব মোদের আশা, অমরি বাংলা ভাষা রচয়িতা—
উত্তর : অতুল প্রসাদ সেন ৷

৫. যা চিরস্থায়ী নয়—
উত্তর : নশ্বর ।

৬. ‘একাত্তরের ডায়েরী’ কার লেখা?
উত্তর : সুফিয়া কামাল ।

৭. ‘বনফুল’ কার ছদ্মনাম?
উত্তর : বলাইচাঁদ মুখোপাধ্যায় ।

৮. কোনটি সঠিক?
উত্তর : সম্ + তান = সন্তান ।

৯. ‘মেঘশূন্য’ কোন সমাস?
উত্তর : তৎপুরুষ

১০. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
উত্তর : সোনার তরী ।

১১. যে ভূমিতে ফসল জন্মায় না—
উত্তর : ঊষর ।

১২. ‘অর্ধচন্দ্ৰ’ অর্থ কি?
উত্তর : গলাধাক্কা দেয়া ।

১৩. ‘ষড়ঋতু” শব্দের সন্ধি বিচ্ছেদ—
উত্তর : ষট্+ঋতু ।

১৪. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
উত্তর : পাল ৷

১৫. মৌলিক শব্দ কোনটি?
উত্তর : গোলাপ ।

১৬. ‘রতন’ বিশ্বকবি রীবন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র?
উত্তর : পোস্টমাস্টার ।

১৭. ‘ভূগোল’ শব্দের বিশেষণ পদ কোনটি?
উত্তর : ভৌগোলিক ।

১৮. কোনটি শুদ্ধ বানান
ক) নিরপরাধী
খ) নিরোপরাধী
গ) নিরপরাধি
ঘ) নিরপরাধ

১৯. নিচের কোনটি যৌগিক শব্দ?
ক) হস্তি
খ) গবেষণা
গ) পঙ্কজ
ঘ) কোনটিই নয়

২০. ‘সওগাত’ শব্দটি কোন ভাষার শব্দ?
উত্তর : তুর্কি।

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান ইংরেজি অংশ

২১. ‘Hold water’ means-
উত্তর : Bear examination

২২. Which of the following sentence is correct?
উত্তর : I forbade him to go ।

২৩. Identify the singular number:
উত্তর : axis ।

২৪. Pediatric relates to the treatment of —
উত্তর : children

২৫. __ was both a poet and painter-
উত্তর : William Blake

২৬. The Renaissance period was—
উত্তর : 1500-1660

27. I need someone to help me to translate this webpage __ Japanese.
উত্তর : into ।

২৮. MALA FIDE means:
উত্তর : Bad intension

২৯. FIRE : ASHES —
উত্তর : Event : Memories

30. What ___ last night?
উত্তর : did you do

৩১. ‘Once in blue moon’ means
উত্তর : Very rarely।

৩২. Do you enjoy teaching ? Here teaching is
উত্তর : Gerund ।

৩৩. Give her a telephone number to ring ___ she gets lost
উত্তর : in case

38. The word ‘tremendous’ means-
উত্তর : excellent

৩৫. The synonym for ‘EFFACE’
উত্তর : rub out

36. Which of the following words is in singular form?
ক) Agenda
খ) Oases
গ) Radius
ঘ) Formula
[Note : সঠিক উত্তর হবে গ) ও ঘ)]

37. What is the verb form of the word ‘acquisition?
উত্তর : Acquire

৩৮. A passage to India is written by
উত্তর : E. M Forster

৩৯. The past participle of ‘swim is—
উত্তর : swum

80. The antonym of ‘WINSOME’ is–
উত্তর : Odd ।

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান গণিত অংশ

৪১. একটি সমকোণী ত্রিভুজের ভূমি 4 মিটার ও লম্ব ও মিটার হলে এর ক্ষেত্রফল কত?
উত্তর : 6 বর্গমিটার।

৪২. একটি রম্বসের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক) বিপরীত বাহু সমান
খ) বিপরীত বাহু সমান্তরাল
গ) বিপরীত কোণ সমান
ঘ) উপরের সবগুলো

৪৩. একটি সিলিন্ডারের দৈর্ঘ্য ১৪ ফুট এবং ব্যাসার্ধ ২ ফুট হলে এর আয়তন কত?
উত্তর : ১৭৬ ঘন ফুট ।

৪৪. সরল সুদের হার শতকরা কত হলে ৮ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
উত্তর : ১২.৫০% ।

৪৫. মিতা একটি কাজ ১০ দিনে করতে পারে । রিতা সেই কাজ ১৫ দিনে করতে পারে । তারা একত্রে কতদিনে কাজটি করতে পারবে?
উত্তর : ৬ দিন ।

৪৬. x2 – 6x + 5/x-1 এর মান কত?
উত্তর : x – 5।

৪৭. একটি বইয়ের মূল্য ২৪.০০ টাকা। এ মূল্য প্রকৃত মূল্যের ৮০% । বাকী মূল্য সরকার ভর্তুকি দিলে প্রতি বই এ ভর্তুকি কত টাকা?
উত্তর : ৬ টাকা

৪৮. একটি বক্সে প্রতিটি ১০০ গ্রাম ওজনের ১৯০টি চকলেট এবং ১৫০ গ্রাম ওজনের ১০০টি কুকিজের প্যাকেট আছে। পুরো বক্সের ওজন ৩৯.৫০ কিলোগ্রাম হলে খালি বক্সের ওজন কত?
উত্তর : ৫.৫০ কিলোগ্রাম ।

৪৯. একজন দোকানদারের ৫০টি বই কেনার টাকা আছে। প্রতিটি বই এর মূল্য ৪ টাকা কমালে সে আরও ১০টি বই বেশী ক্রয় করতে পারে । তার কত টাকা আছে?
উত্তর : ১২০০ টাকা ।

৫০. একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশী । সংখ্যাটি কত?
উত্তর : ১০২।

৫১. ২০০ টাকায় ৮টি কমলা ক্রয় করে প্রতিটি কমলা কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
উত্তর : ৩৫ টাকা।

৫২. যদি a = b + c এবং a = 16 হয়, তবে ab + ac = ?
উত্তর : ২৫৬।

৫৩. কোন সংখ্যাটি বৃহত্তম?
উত্তর : ০.৩ ।

৫৪. a – {a – (a – 1)} = কত?
উত্তর : a-1.

৫৫. মাতার ৩০ বছর বয়সে কন্যার জন্ম। মাতার কত বছর বয়সে তার বয়স কন্যার বয়সের দ্বিগুণ হবে?
উত্তর : ৬০ বছর ।

৫৬. একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার হলে বাগানটির পরিসীম কত?
উত্তর : ৮২ মিটার।

৫৭. 2z+7 = 4z+2 হলে z এর মান কত?
উত্তর : 3 ।

৫৮. যদি p + q = 5 এবং p – q = 3 হয়, তবে p2 + q2 =?
উত্তর : 17 ।

৫৯. যদি a2 + b2 = 45 এবং ab = 18 হয়, তবে 1/a + 1/b= ?
উত্তর : 1/2

৬০. দুটি সংখ্যার অন্তর ১২, বড়টির সঙ্গে ১ যোগ করতে ছোটটির দ্বিগুণ হয় । সংখ্যা দুটি কি কি?
উত্তর : ২৫, ১৩

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান অংশ

৬১. কোনটি মৌলিক পদার্থ?
উত্তর : লৌহ ।

৬২. মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থা কততম?
উত্তর : তৃতীয় ।

৬৩. ‘কিয়োটো প্রটোকল’ কিসের সাথে সম্পর্কিত?
উত্তর : পরিবেশ ।

৬৪. জাগ্রত চৌরঙ্গী কোথায় অবস্থিত?
উত্তর : গাজীপুর

৬৫. সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তর : ৬টি।

৬৬. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
উত্তর : আমিষ

৬৭. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
উত্তর : পরমাণু শক্তি

৬৮. বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?
উত্তর : ২৭৯৩ মার্কিন ডলার [সূত্র : ২০২১-২২ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী]।

৬৯. বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
উত্তর : ৫ জুন ।

৭০. একটি রিলেশনাল ডাটাবেজ মডেলে নিচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?
উত্তর : Tables

৭১. UPS Stand for –
উত্তর : Uninterruptible Power Supply

৭২. ই-মেইল ঠিকানায় @ এর পরের অংশটিকে কি বলে?
উত্তর : ডোমেইন নেম ।

৭৩. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন—
উত্তর : এটর্নি জেনারেল ।

৭৪. বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?
উত্তর : ১ জুলাই, ২০১৫।

৭৫. কম্পাইলার ব্যবহার হয়ে থাকে
উত্তর : বড় কম্পিউটারে ।

৭৬. কোন যন্ত্রাংশটি ইনপুট এবং আউটপুট উভয়ের জন্য ব্যবহৃত হয়?
উত্তর : Modem ।

৭৭. ‘ক্রেমলিন’ কোথায় অবস্থিত?
উত্তর : মস্কো ।

৭৮. ভারতের সাথে সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত কোন দেশের?
উত্তর : বাংলাদেশ ।

৭৯. নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একই সাথে অনুবাদ ও সম্পাদন করে?
উত্তর : Compiler।

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান

৮০. ‘সিয়াচেন হিমবাহ’ কোথায় অবস্থিত?
উত্তর : কাশ্মীর ।

৮১. প্রথম বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছিলেন কে?
উত্তর : ক্লাইভ লয়েড ।

৮২. মালদ্বীপের মুদ্রার নাম কী?
উত্তর : রুপিয়া ।

৮৩. মুক্তা হলো ঝিনুকের—
উত্তর : প্রদাহের ফল ।

৮৪. নিচের কোন দেশটি আসিয়ান দেশভুক্ত নয়?
উত্তর : হংকং ।

৮৫. বাংলাদেশের তথ্য অধিকার আইন কবে পাস হয়?
উত্তর : ২৯ মার্চ ২০০৯ ।

৮৬. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়?
উত্তর : ১২ মে ২০১৮।

৮৭. কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
উত্তর : লাল ।

৮৮. ‘নাথু লা পাস’ কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
উত্তর : ভারত-চীন ।

৮৯. SDG এর Goal কয়টি?
উত্তর : ১৭টি ।

৯০. বাংলাদেশের GDP (Gross Domestic Product ) তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
উত্তর : সেবা।

৯১. পশ্চিম আফ্রিকার দেশ নাইজার এর রাজধানী কোনটি?
উত্তর : নিয়ামে ।

৯২. সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর : নাইট্রোজেন ।

৯৩. মোবাইল ফোনে কোন প্রজন্ম থেকে এমএমএস সেবা চালু হয়?
উত্তর : দ্বিতীয় ।

৯৪. স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি?
উত্তর : ৪টি।

৯৫. বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
উত্তর : ৭২.৪ বছর [সূত্র : BSVS 2022]।

৯৬. বাংলার ভেনিস বলা হয় যে শহরকে
উত্তর : বরিশাল।

৯৭. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন?
উত্তর : ২৩ মার্চ ১৯৬৬।

৯৮. নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?
উত্তর : হুলিয়া ।

৯৯. কম্পিউটারের ডাটা প্রসেসিং শেষে আউটপুটের কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
উত্তর : ডিকোডিং।

১০০. বাংলাদেশে জাতীয় শিশু দিবস কবে?
উত্তর : ১৭ মার্চ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !