কর্মসংস্থান ব্যাংক এর সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ) পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ১১ আগস্ট ২০২৩। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।
কর্মসংস্থান ব্যাংক এর বাংলা অংশের প্রশ্ন সমাধান
প্রশ্ন : আকাশ ও পৃথিবীর অন্তরালকে এক কথায় কি বলে?
উত্তর : ক্রন্দসী ।
প্রশ্ন : ‘সাইরেন বেজে উঠলো’ বাক্যটিতে ‘বেজে উঠলো কি ক্রিয়াপদ?
উত্তর : যৌগিক ।
প্রশ্ন : জীবনানন্দ দাশের কাব্যে ব্যবহৃত শঙ্খমালা হলো—
উত্তর : রোমান্টিক কবি কল্পনা ।
প্রশ্ন : “শরতে ধরাতল শিশিরে ঝলমল শিশিরে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : করণে ৭মী।
প্রশ্ন : ‘সত্যের সহিত মিথ্যার দ্বন্দ্ব রহিয়াছে। এই দ্বন্দ্বে পরিশেষে সত্যই বিজয়ী হয়’। এই উক্তিটি কোন রীতিতে লিখিত
উত্তর : সাধু রীতি ।
প্রশ্ন : প্রমিত বাংলা বানান নিয়ম চালু করেন
উত্তর : বাংলা একাডেমি ।
প্রশ্ন : কোন বানানটি শুদ্ধ
উত্তর : কনীনিকা ।
প্রশ্ন : ‘Fair weather friends’ এই ইংরেজী প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন কোনটি?
উত্তর : দুধের মাছি ।
প্রশ্ন : ‘স্বখাতসলিলে’ বাগধারাটির অর্থ—
উত্তর : স্বীয় কর্মের ফল ভোগ ।
প্রশ্ন : কোন বাগধারাটির অর্থ তিনটির অর্থ থেকে ভিন্ন
উত্তর : ননীর পুতুল
প্রশ্ন : ‘cognizable শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
উত্তর : আমলযোগ্য।
প্রশ্ন : ‘আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাধ অগ্নিসেতু কার উক্তি?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ।
প্রশ্ন : কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন?
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) কাজী নজরুল ইসলাম
গ) অমিয় চক্রবর্তী
ঘ) দ্বিজেন্দ্র পাল রায়
[Note: সঠিক উত্তর হবে খ) ও গ)।]
প্রশ্ন : ‘বাঁশরি আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে ফিরিব গোধন লইয়া গাঁয়ের ঘরে : এটি কোন কবির রচনা—
উত্তর : কবি জসীম উদ্দীন ।
প্রশ্ন : ‘অন্বেষণ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর : অনু + এষণ ।
প্রশ্ন : ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ বাক্যে নিশীথে কোন পদ
উত্তর : বিশেষন ।
প্রশ্ন : ‘আস্তানা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর : ফারসি ।
প্রশ্ন : নীচের কোনটি তদ্ধিত প্রত্যয়?
উত্তর : চোরা
প্রশ্ন : নিম্নের কোন পত্রিকার প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীবাণী পাঠিয়েছিলেন?
উত্তর : ধুমকেতু।
প্রশ্ন : ৭ই মার্চের পটভূমিতে রচিত কবিতা?
উত্তর : স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো : নির্মলেন্দু গুণ ।
কর্মসংস্থান ব্যাংক এর ইংরেজি অংশের প্রশ্ন সমাধান
প্রশ্ন: You are dull—hearing
উত্তর: of
প্রশ্ন: He is engaged — writing a book
উত্তর: in
প্রশ্ন: Water is flowing — the danger point
উত্তর: over
প্রশ্ন: What— last night?
উত্তর: Did you do I
প্রশ্ন: ‘Once in a blue moon’ means
উত্তর: Very rarely
প্রশ্ন: The antonym of the word delete is—
উত্তর: Insert
প্রশ্ন: I am one who loved not wisely but too well’ is a quotation from
উত্তর: William Shakespeare
প্রশ্ন: What is the antonym of Famous?
উত্তর: Obscure
প্রশ্ন: Which of the following is a correct sentence
উত্তর: He was too clever to miss the point
প্রশ্ন: ‘An ordinance’ is
উত্তর: a law
প্রশ্ন: A bull market means share prices are
উত্তর: Rising!
প্রশ্ন: সততা সর্বোকৃষ্ট পন্থা
উত্তর: Honesty is the best policy
প্রশ্ন: The Word sibling means –
উত্তর: A brother or sister
প্রশ্ন: What is the verb of significance
উত্তর: signify
প্রশ্ন: Who is the poet of the Victorian age
উত্তর: Mathew Arnold
প্রশ্ন: The word ‘Offspring ‘ means
উত্তর: children
প্রশ্ন: I do not— his address
উত্তর: Remember
প্রশ্ন: What is the meaning of premium?
উত্তর: Best
প্রশ্ন: ‘Few know where he is Here few is used as
উত্তর: Pronoun
প্রশ্ন: The verb of the word able is
উত্তর: enable
কর্মসংস্থান ব্যাংক এর গণিত অংশের প্রশ্ন সমাধান
প্রশ্ন: ১, ৫, ৬, ১১, ১৭, ২৮ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি কি?
উত্তর: ৪৫।
প্রশ্ন: ১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
উত্তর: ২৫টি।
প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার লাভ হবে
উত্তর: ১২%।
প্রশ্ন: একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?
উত্তর: ৯.৬ কিমি ।
প্রশ্ন: ১ কিলোমিটার সমান
উত্তর: ০.৬২ মাইল ।
প্রশ্ন: এককের আন্তর্জাতিক পদ্ধতি
i. এর বৈশিষ্ট্য দশ গুণোত্তর
ii. অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু
iii. বাংলাদেশে ১লা জুলাই ১৯৮১ সালে চালু হয়
নিচের কোন উত্তরটি সঠিক?
ক) i ও ii
গ) ii ও iii
খ) i ও iii
ঘ) i, ii ও iii
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল 60 ও বিয়োগফল 20 হলে, সংখ্যা দুইটি হলো?
উত্তর: 40 ও 20 ।
প্রশ্ন: ৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
উত্তর: ৬৯।
প্রশ্ন: m এর মান কত হলে 4x2 – mx + 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
উত্তর: 12
প্রশ্ন: ০.০০০০০১ × ০.৯০০১ = ?
উত্তর: ০.০০০০০০৯০০১।
প্রশ্ন: দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ২৪ এবং ১৩ হলে, অপরটি হবে
উত্তর: ১১ ।
প্রশ্ন: প্রবৃদ্ধ কোণের মান—
উত্তর: ১৮০° এর চেয়ে বেশী ।
প্রশ্ন: পিথাগোরাস একজন—
উত্তর: দার্শনিক ও গণিতবিদ ।
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের যোগফল—
উত্তর: ২৪০° ।
প্রশ্ন: রম্বসের
i. চারটি বাহু পরস্পর সমান
ii. বিপরীত কোণগুলো পরস্পর সমান
iii. কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে
নিচের কোন উত্তরটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
প্রশ্ন: ২০টি স্বাভাবিক সংখ্যার যোগফল
উত্তর: ২১০।
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ৭/১১ সেমি হলে, এর পরিধি কত?
উত্তর: ২ সেমি ।
প্রশ্ন: a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
উত্তর: b2 = ac ।
প্রশ্ন: একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায়?
উত্তর: 4 গুণ ।
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও ৪ সেমি হলে এর ক্ষেত্রফল কত?
উত্তর: 24. বর্গ সেমি ।
কর্মসংস্থান ব্যাংক এর সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান
প্রশ্ন: আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত?
উত্তর: চিলি ।
প্রশ্ন: ২০২৩ সালে জাতিসংঘ পানি সম্মেলন কোথায় হয়?
উত্তর: নিউইয়র্ক ।
প্রশ্ন: ১৩তম বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ভারত।
প্রশ্ন: পৃথিবীর গভীরতম স্থান?
উত্তর: ম্যারিয়ানা ট্রেঞ্চ ।
প্রশ্ন: ফেসবুকের সদর দপ্তর
উত্তর: ক্যালিফোর্নিয়া ।
প্রশ্ন: কোনটি প্রাচীন সভ্যতা?
উত্তর: মেসোপটেমিয়া ।
প্রশ্ন: ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৩০ ।
প্রশ্ন: কোথায় IRRI অবস্থিত?
উত্তর: ফিলিপাইন ।
প্রশ্ন: সুয়েজ খাল কোথায় অবস্থিত?
উত্তর: মিশর।
প্রশ্ন: ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন হয়?
উত্তর: ২০২৩ সালে ।
প্রশ্ন: ‘গণহত্যা যাদুঘর’ কোথায় অবস্থিত?
উত্তর: খুলনা ।
প্রশ্ন: আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা?
উত্তর: রাঙ্গামাটি।
প্রশ্ন: ‘মনিপুরী’ ক্ষুদ্রনৃগোষ্ঠী কোন জেলায় বাস করে?
উত্তর: মৌলভীবাজার ।
প্রশ্ন: কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে?
উত্তর: ২০৪১
প্রশ্ন: দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন সংস্থার নাম?
উত্তর: PGCB
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কয়টি সেক্টর বিভক্ত ছিল?
উত্তর: ১১।
প্রশ্ন: কনসার্ট ফর বাংলাদেশ এর সংগীত শিল্পীর নাম?
উত্তর: জর্জ হ্যারিসন।
প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি
উত্তর: ৪টি।
প্রশ্ন: যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে?
উত্তর: ১৭৭৬ ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
উত্তর: জনাব এ. এস. এম. সায়েম ।