সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর বাংলাদেশ বিষয়াবলী নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন বা করবেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশাল্লাহ!
সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর বাংলাদেশ বিষয়াবলী
☛ প্রশ্ন : বাংলাদেশ সরকারের ব্যাংকার কে?
➥ বাংলাদেশ ব্যাংক।
☛ প্রশ্ন : “বেইল আউট” শব্দটি কিসের সাথে জড়িত?
➥ অর্থনীতি।
☛ প্রশ্ন : Blue chip শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
➥ শেয়ার বাজারে।
☛ প্রশ্ন : কে ট্রেজারী বিল ক্রয় করতে পারেন?
➥ বানিজ্যিক ব্যাংক।
☛ প্রশ্ন : কোনটি বিশেষায়িত ব্যাংক নয়?
➥ ইসলামী ব্যাংক।
☛ প্রশ্ন : ট্যাক্স হলিডে কি?
➥ সাময়িক ভাবে ট্যাক্স মওকুফ করা।
☛ প্রশ্ন : ডি ম্যাট কি?
➥ শেয়ার লেনদেনের ইলেক্ট্রনিক প্রক্রিয়া।
☛ প্রশ্ন : প্রত্যক্ষ কর কোনটি?
➥ আয়কর।
☛ প্রশ্ন : বাংলাদেশ শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?
➥ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন।
☛ প্রশ্ন : বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডনে স্টক মার্কেটে লেনদেন শুরু হয়?
➥ বেক্সিমকো ফার্মা ।
☛ প্রশ্ন : বাংলাদেশে কয়টি পুঁজিবাজার আছে?
➥ ২টি।
☛ প্রশ্ন : শেয়ার বাজার কোন বাজারের অন্তর্ভূক্ত?
➥ অর্থ বাজার ।
☛ প্রশ্ন : বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়?
➥ ১৯৯১ সালে ।
☛ প্রশ্ন : বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মূদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
➥ তৈরি পোষাক ।
সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর বাংলাদেশ বিষয়াবলী
☛ প্রশ্ন : বাংলাদশে প্রথম রেডিক্যাশ চালু করে?
➥ জনতা ব্যাংক ।
☛ প্রশ্ন : ব্যাংক অর্থের প্রধান উৎস কি?
➥ আমানত।
☛ প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কতটি?
➥ ৬টি।
☛ প্রশ্ন : সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত?
➥ ৬০ ভাগ।
☛ প্রশ্ন : ভোমরা স্থল বন্দর কোন জেলায় অবস্থিত?
➥ সাতক্ষীরা।
☛ প্রশ্ন : বাংলাদেশে প্রথম কবে চা চাষ আরম্ভ হয় ?
➥ ১৮৪০ সালে।
☛ প্রশ্ন : গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
➥ ৯ বর্গ কিলোমিটার ।
☛ প্রশ্ন : অভিষেক ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন?
➥ বাংলাদেশের মোঃ আশরাফুল ।
☛ প্রশ্ন : প্রান্তিক হ্রদ কোন জেলার অবস্থিত?
➥ বান্দরবান।
☛ প্রশ্ন : বাংলাদেশে কোন বোলার টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেন?
➥ অলক কাপালী ।
☛ প্রশ্ন : ইতিহাসে অভিষেক ইনিংসে ১০ নম্বরে ব্যাটকরতে নেমে সবচেয়ে বেশি বাউন্ডারী মারেন কে?
➥ আবুল হাসান রাজু ।
☛ প্রশ্ন : অভিষেক টেস্ট সেরা বলিং করেন কোন বাংলাদেশী?
➥ সোহাগ গাজী ।
☛ প্রশ্ন : বাংলাদেশ কততম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে?
➥ ১০ম ।
☛ প্রশ্ন : বাংলাদেশ প্রথম কোন সালে অলিম্পক অংশগ্রহন করে?
➥ ১৯৮৪সালে।
☛ প্রশ্ন : বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারন করেছে?
➥ ভৈরব।
☛ প্রশ্ন : বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
➥ লসএঞ্জেলেস।
☛ প্রশ্ন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
➥ ১৯৯৯সালে ।
☛ প্রশ্ন : বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?
➥ ব্রজেন দাস ।
☛ প্রশ্ন : বিশ্বকাপে ক্রিকেটে প্রথম কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ জয় লাভ করে?
➥ স্কটল্যান্ড।
☛ প্রশ্ন : ক্রিকেট বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় ?
➥ ২০০০ সালে ।
☛ প্রশ্ন : বাংলাদেশ কবে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে?
➥ ১০ নভেম্বর,২০০০সালে।
☛ প্রশ্ন : প্রতি বছর কোন তারিখে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়?
➥ ১৪ ডিসেম্বর ।
☛ প্রশ্ন : প্রতি বছর কোন তারিখে শহীদ দিবস পালিত হয়?
➥ ২১ ফেব্রুয়ারী ।
☛ প্রশ্ন : প্রতি বছর কোন তারিখে স্বাধীনতা দিবস পালিত হয়?
➥ ২৬ মার্চ।
☛ প্রশ্ন : কোন দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপিত হয়?
➥ ২১ নভেম্বর।
☛ প্রশ্ন : কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষনা করা হয়েছে?
➥ ১ডিসেম্বর।
☛ প্রশ্ন : প্রতি বছর কোন তারিখ জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়?
➥ ১৫ই আগষ্ট ।
☛ প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
➥ ১৭ মার্চ ১৯২০ খৃঃ
☛ প্রশ্ন : বাংলাদেশের একমাত্র উপজাতীয় কালচারাল একাডেমী কোন জেলায় অবস্থিত?
➥ নেত্রকোনা।
☛ প্রশ্ন : বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?
➥ চাকমা।
☛ প্রশ্ন : ‘মারমা’ উপজাতিরা কোথায় বাস করে?
➥ বান্দরবনের চিম্বুক পাহাড়ের পাদদেশে।
☛ প্রশ্ন : আন্তর্জাতিক নারী দিবস কবে?
➥ ৮ই মার্চ।
☛ প্রশ্ন : খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
➥ পুঞ্জি।
☛ প্রশ্ন : প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কী ?
➥ বরিশাল।
☛ প্রশ্ন : চাকমা গ্রামের প্রধান কে?
➥ কার্বারী।
☛ প্রশ্ন : চাকমা সমাজের প্রধান কে?
➥ রাজা।
☛ প্রশ্ন : ত্রিপুরা জাতি কোন বংশোদ্ভূত?
➥ মঙ্গোলীয়।
☛ প্রশ্ন : বাংলাদেশে সবচেয়ে বেশী বাস করে কোন উপজাতি?
➥ চাকমা।
☛ প্রশ্ন : হাজংদের অধিবাস কোথায়?
➥ ময়মনসিংহ ও নেত্রকোনা ।
☛ প্রশ্ন : বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
➥ সিলেট।
☛ প্রশ্ন : বহুস্বামী বিবাহভিত্তিক পরিবার কোন সমাজে দেখা যায়?
➥ টোডা উপজাতি ।
☛ প্রশ্ন : শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা কে?
➥ মানবেন্দ্র নারায়ণ লারমা ।
☛ প্রশ্ন : ইসলামাবাদ কার পূর্ব নাম?
➥ চট্টগ্রামের।
☛ প্রশ্ন : কুমিল্লার পূর্ব নাম?
➥ ত্রিপুরা।
☛ প্রশ্ন : নোয়াখালি জেলার পূর্ব নাম কি?
➥ সুধারাম।