বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান

Preparation BD
By -
0

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা চাকরীর পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। কোন টপিকস্ এর উপর সাধারণ জ্ঞান আপনার প্রয়োজন তা কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ!

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান

১. ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে এটি কার উক্তি?— ক. সুফিয়া কামাল ।

 

২. কবি কায়কোবাদের প্রকৃত নাম কী ছিল?— গ. কাজেম আল কুরায়শী ।

 

৩. শুদ্ধ বানান কোনটি? খ. অভ্যন্তরীণ ।

 

৪. “প্রিয় স্বাধীনতা’ কবিতার কবি কে? ঘ. শামসুর রাহমান ।

 

৫. ‘জননী’ উপন্যাসের লেখক কে?— খ. শওকত ওসমান ।

 

৬. নিচের কোনটি সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ?— গ. ইতলবিতল।

 

৭. ‘যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না’ তাকে এক কথায় কী বলে?— ঘ. বনস্পতি।

 

৮. অনুসন্ধান করার ইচ্ছাকে কী বলে? – খ. অনুসন্ধিৎসা । কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেয়া হয়েছে? — ক. পাগলে কি না বলে ।

 

১০. ‘নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা’- রাস্তা শব্দটির কারক ও বিভক্তি কোনটি?— খ. করণে শূন্য ।

 

১১. মৌলিক শব্দ কোনটি? — গ. নাক

 

১২. অর্ধ-তৎসম শব্দ নয় কোনটি?—ঘ. চাঁদ ।

 

আরো পড়তে : সরকারের অধিনস্ত একটি অধিদপ্তর এর ফিল্ড অফিসার পদের সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান

 

১৩. ‘মুখচ্ছবি’ সন্ধি কোন নিয়মে পড়ে? ক. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি।

 

১৪. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কী? — ঘ. প্রকৃতি ।

 

১৫. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়?— গ. নাম প্রকৃতি ।

 

১৬. ‘হাতেখড়ি’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? — খ. হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে ।

 

১৭. বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়— খ. চর্যাপদে।

 

১৮. বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? — গ. বাংলা ।

 

১৯. ‘একগুঁয়ে’ কোন সমাস? — গ. সমানাধিকরণ বহুব্রীহি ।

 

২০. আবু ইসহাকের ‘সূর্য দীঘল বাড়ি’ কোন কবি অনুবাদ করেন?— ক. দুশান জাজবিভেল ।

 

২১. কোনটি Verbal noun-এর উদাহরণ?

ক. Writing a good letter is difficult.

খ. Good letter writing is difficult.

The writing of a good letter is difficult.

ঘ. It is very difficult to write a good letter.

22. Ice on water. — গ. Floats.

23. The dog— if you pull its tail. — ঘ. will bark.

24. Who— this is a fool. – গ. has done.

২৫. প্রশ্ন অস্পষ্টতার কারণে উল্লেখ করা যায়নি।

২৬. Hardly had he comeit started raining. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে

7. than

when

খ. these

ঘ. after that

27. Wordsworth was inspired by — ক. The French Revolution.

২৮. Pluck me flower বাক্যটির passive voice কোনটি? খ. Let a flower be plucked for me.

২৯. The Adjective of ‘Hardness’ is घ. Hard

৩০. ‘Everything hinges – what happens next. খ. upon.

৩১. ‘Black sheep’ এর অর্থ— গ. Wicked man.

৩২. কোন বানানটি শুদ্ধ?

ক. Boquete

Bouquet

ঘ. Bouqutte

গ. Boquet

 

৩৩. Brittle’ এর সমার্থক শব্দ কোনটি?— ক. Fragile.

 

38. The correct translation of – সে কঠোর পরিশ্রম করে, তাই না?— গ. He works hard, doesn’t he?

 

৩৫. The antonym of ‘Perilous’ is — ঘ. Safe.

 

৩৬. ‘Does he speak English well? বাক্যটির সঠিক

 

passive form. Is English spoken well by him?

 

৩৭. The Idiom ‘Dead Letter’ এর অর্থ কী?—. Law not in force

 

৩৮. ‘To break the ice’ phrase-টির অর্থ কী?— ক. To start a conversation!

 

৩৯. ‘Candor’ এর সমার্থক শব্দ কোনটি?— গ. Frankness

 

80. ‘Early rising is conducive — health’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে — ক. to

 

৪১. x2 + y2 = a2 হলে বৃত্তের পরিসীমা কত? — খ. 2ra

 

৪২. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. ও প্রস্থ ১০ সে.মি.। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে

ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? খ. ৭.২ সে.মি. 1

 

83. cote √1-cos20 = কত?— খ. cose

 

৪৪. ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? — ঘ. ৫৬.২৫%।

 

৪৫. বৃত্তের ব্যাসার্ধ ৫০% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে?—গ. ৭৫% ।

 

৪৬. ৩, ৯, ২৭, ধারার পরের সংখ্যাটি কত? — ঘ. ৮১ ।

 

৪৭. (83×25 = কত? — খ. 815 10 1

 

৪৮. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটি প্রত্যেকটি কী কোণ?— খ. সূক্ষ্মকোণ ।

 

৪৯. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩। ত্রিভুজটি হবে— ক. সমকোণী ।

 

৫০. বৃত্তের ব্যাস 20 মিটার হলে পরিধি কত?—ক. 20।

 

৫১. দুইটি সংখ্যার সমষ্টি ৪৭ এবং তাদের অন্তর ৭ হলে সংখ্যা দুইটি কত?— ঘ. ২৭ ও ২০।

 

৫২. ৪৮o ন্যূনতম কত দ্বারা গুণ পূর্ণবর্গ সংখ্যা হবে?— ক. ৩। করলে, গুণফল একটি

 

৫৩. ৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ পাস করলে শতকরা কতজন পাস করল? — ঘ. ৬০%।

 

৫৪. 2x-2 = 3 হলে 8(x – 3 ) এর মান কত?— গ. 63

 

55. x2 + y2 = 185, x – y = 3 ঘ. ( 11, 8 ) । X3 হলে x ও y এর মান কত? —

 

৫৬. কোন শহরের লোকসংখ্যা ৫% হারে বৃদ্ধি পায়, বর্তমান লোকসংখ্যা ১,৮৫,২২০ হলে ৩ বছর পূর্বে লোকসংখ্যা কত ছিল? গ. ১,৬০,০০০ ।

 

৫৭. দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুইটির ল.সা.গু.

 

৯৬ হলে, গ.সা.গু. কত?— ক. ১৬। 24-21-

 

৫৮. = log3(7) = কত?— খ. -2 ।

 

৫৯. একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ১৬ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? — খ. ৬.২৫% ।

 

৬০. কোন সংখ্যা থেকে ৪ বিয়োগ করলে বিয়োগফল ঐ সংখ্যার বিপরীত বা উল্টো সংখ্যার ২১ গুণ হয় । ধনাত্মক সংখ্যাটি কত?— গ. ৭।

 

৬১. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে?— ঘ. অ্যাটর্নি জেনারেল ।

 

৬২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়?— খ. যশোর ও সিলেট।

 

৬৩. গেরিলা চলচ্চিত্রের পরিচালক কে?— গ. নাসিরউদ্দিন ইউসুফ ।

 

৬৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে? ক. আলমগীর কবির।

 

 

৬৫. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?— গ. ৮ নম্বর ।

 

৬৬. দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ হয় ঘ. ১১ মে, ২০১৮।

 

৬৭. পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করা হয়—খ. ২৫ জুন, ২০২২।

 

৬৮. অপরাজেয় বাংলার স্থপতি কে?—ক. সৈয়দ আব্দুল্লাহ খালেদ ।

 

৬৯. কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়?— ক. ভিটামিন-ই

 

৭০. ইন্টারনেট চালু হয় কত সালে? – ঘ. ১৯৬৯ ।

 

৭১. ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান— গ. সিভি রমন ।

 

৭২. ম্যাকমোহন লাইন কোন দেশের সীমারেখা?— ভারত ও চীন ।

 

৭৩. সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে? – ক. লোহিত সাগর ও ভূমধ্যসাগর ।

 

৭৪. আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে— ক. ব্রিটেন

 

৭৫. মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কি? খ. সিনেট ।

 

৭৬. কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা আবিষ্কার করা হয়?— খ. সারাহ গিলবার্ট।

 

৭৭. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?— গ. বাবেল মান্দেব প্রণালী ।

 

৭৮. বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশি রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত?— খ. চীন।

 

৭৯. দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়?—গ. বাফার রাষ্ট্র ।

 

৮০. কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট? — ক. যুক্তরাষ্ট্রের।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !