আগস্ট মাসে যে বিখ্যাত ব্যক্তিদের জন্ম

Preparation BD
By -
0


আগস্ট মাসে যে বিখ্যাত ব্যক্তিদের জন্ম

সৈয়দ ওয়ালীউল্লাহ (১৫ আগস্ট ১৯২২ – ১০ অক্টোবর ১৯৭১)

কথাসাহিত্যিক ও নাট্যকার।

জন্মস্থান : ষোলশহর, চট্টগ্রাম।

শিক্ষা : ডিস্টিংকশনসহ বিএ (১৯৪৩), আনন্দ মোহন কলেজ ।

পুরস্কার : একুশে পদক (মরণোত্তর, ১৯৮৩) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬১), আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৫)। উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

উপন্যাস : লালসালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৬৪), কাঁদো নদী কাঁদো (১৯৬৮), দ্য আগলি এশিয়ান (ইংরেজি, ১৯৬৩)।

গল্পগ্রন্থ : নয়নচারা (১৯৫১), দুই তীর ও অন্যান্য গল্প ।

নাটক : বহিপীর (১৯৬৫), তরঙ্গভঙ্গ (১৯৬৬), সুড়ঙ্গ (১৯৬৪), উজানে মৃত্যু (১৯৬৬)।

বিশেষ তথ্য

‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম- Tree without Roots (১৯৬৭)।

• ‘লালসালু’ উপন্যাসের ফরাসি অনুবাদের নাম- L’arbre Sans Racines (লে’জাবো সঁ রাসিন)।

‘লালসালু’ উপন্যাসটির ফরাসি অনুবাদক— ওয়ালীউল্লাহর পত্নী অ্যান মেরি ।

সেলিম আল দীন  (১৮ আগস্ট ১৯৪৯ – ১৪ জানুয়ারি ২০০৮)

বাংলা ভাষার আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার।

প্রকৃত নাম : মইনুদ্দিন আহমেদ ।

জন্মস্থান : সেনেরখিল, সোনাগাজী, ফেনী। শিক্ষা : এমএ, বাংলা ভাষা ও সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়; পিএইচডি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।

পুরস্কার : একুশে পদক (২০০৭), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮৪), টেনাশিনাস পুরস্কার (১৯৯৪)। উপাধি : নাট্যাচার্য।

সম্পাদিত পত্রিকা : থিয়েটার স্টাডিজ।

আরো পড়ুন : আগস্ট মাসে যে বিখ্যাত ব্যক্তিদের মৃত্যু

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

নাট্যগ্রন্থ : সর্প বিষয়ক গল্প ও অন্যান্য নাটক, বাসন, কেরামতমঙ্গল, কীৰ্ত্তনখোলা (১৯৮৩), মুনতাসীর ফ্যান্টাসি, চাকা, যৈবতী কন্যার মন (১৯৯২), বনপাংশুল, হরগজ, হাতহদাই, নিমজ্জন ।

কাব্যগ্রন্থ: কবি ও তিমি (১৯৯০)।

উপন্যাস : অমৃত উপাখ্যান (২০০৫)।

প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ – ২ সেপ্টেম্বর ১৯৪৬)

চলিত গদ্যরীতির প্রবর্তক।

জন্মস্থান : যশোর ।

ছদ্মনাম : বীরবল।

শিক্ষা : দর্শনে অনার্সসহ বিএ

(১৮৮৯), প্রেসিডেন্সি কলেজ; ইংরেজিতে এমএ (১৮৯০), কলকাতা বিশ্ববিদ্যালয়। ব্যারিস্টারি, ইংল্যান্ড (১৮৯৩)। সম্মাননা : জগত্তারিণী স্বর্ণপদক (১৯৪১), কলকাতা বিশ্ববিদ্যালয়।

সম্পাদিত পত্রিকা : সবুজপত্র (১৯১৪)। উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

গল্পগ্রন্থ: চার ইয়ারি কথা (১৯১৬), আহুতি (১৯১৯), ঘোষালের ত্রিকথা (১৯৩৭), নীললোহিত (১৯৩৯), দুই বা এক (১৯৪০) ।

প্রবন্ধ গ্রন্থ: তেল-নুন-লাকড়ি (১৯০৬), দুই ইয়ারির কথা, বীরবলের টিপ্পনী, রায়তের কথা (১৯২৬)। কাব্যগ্রন্থ : সনেট পঞ্চাশৎ (১৯১৯) ও পদচারণ (১৯২০)।

বিশেষ তথ্য

চলিত রীতিতে রচিত তাঁর প্রথম গদ্যরচনা— বীরবলের হালখাতা (১৯১৭)।

পার্শি বিশি শেলি (৪ আগস্ট ১৭৯২ – ৮ জুলাই ১৮২২)

ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের কবি ।

জন্মস্থান : সাসেক্স, ইংল্যান্ড। শিক্ষা: Oxford University

তে পড়ার সময় ১৮১১ সালে

নাস্তিকতাকে সমর্থন করে “The Necessity of Atheism’ লেখার জন্য বহিষ্কৃত হন।

উপাধি : Revolutionary Poet

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

বিখ্যাত বই : The Revolt of Islam (1818), Prometheus Unbound ( 1820 ), The Cenci (1819, Tragedy) |

বিখ্যাত কবিতা : Ode to the West Wind, To a Skylark, Ozymandias, The Cloud, Adonais (1821, Keats এর মৃত্যু নিয়ে লেখা Elegy), Queen Mab, The witch of Atlas

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !