২০২৩ সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর

Preparation BD
By -
0

২০২৩ সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা চাকরীর পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। কোন টপিকস্ এর উপর সাধারণ জ্ঞান আপনার প্রয়োজন তা কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ!

২০২৩ সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
উত্তর : সমাস ও সন্ধি

প্রশ্ন : পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহক কে ?
উত্তর : চন্দ্রকুমার দে।

প্রশ্ন : Trees have – off their leaves.
উত্তর : cast

প্রশ্ন : To read between the line’ means-
উত্তর : to grasp the hidden meaning

প্রশ্ন : মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে?
উত্তর : ৩।

প্রশ্ন : কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের পটভূমি—
উত্তর : পানিপথের ৩য় যুদ্ধ ।

প্রশ্ন : শিষ্টাচার-এর সমার্থক-
উত্তর : সদাচার ।

প্রশ্ন : The verb ‘Succumb’ means –
উত্তর : Submit

প্রশ্ন : Choose the correct synonym for ‘Extempore’-
উত্তর : Impromptu!

প্রশ্ন : চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি কোন শ্রেণীর?
উত্তর : মিং-ক্লাস ।

প্রশ্ন : ‘নেকড়েযোদ্ধা’ কূটনীতি কোন দেশের সাথে সম্পর্কিত?
উত্তর : চীন।

প্রশ্ন : ‘Bootleg’ means to —
উত্তর : Smuggle

প্রশ্ন : কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ?
উত্তর : হুমায়ুন ।

প্রশ্ন : প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য ।

প্রশ্ন : পানির অণু একটি—
উত্তর : ডায়াচুম্বক ।

প্রশ্ন : চা পাতায় কোন ভিটামিন থাকে?
উত্তর : বি-কমপ্লেক্স।

প্রশ্ন : ‘Dog days’ means—
উত্তর : Hot weather |

প্রশ্ন : কোনটি ASEAN ভুক্ত দেশ নয়?
উত্তর : শ্রীলংকা।

প্রশ্ন : এন্টনি ফিরিঙ্গি কোন জাতীয় সাহিত্যের রচয়িতা?
উত্তর : কবিগান ।

প্রশ্ন : নীচের কোনটি Open source software ?
উত্তর : Google Chrome

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?
উত্তর : সোভিয়েত ইউনিয়ন ।

প্রশ্ন : ‘তোহফা’ কাব্যের রচয়িতা—
উত্তর : আলাওল ।

প্রশ্ন : রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ –
উত্তর : রত্ন + আকর ।

প্রশ্ন : ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?
উত্তর : বাংলাদেশ ।

প্রশ্ন : If I — a king.
উত্তর : were

প্রশ্ন : সামরিক ভাষায় WMD অর্থ কি?
উত্তর : Weapons of Mass Destruction I

প্রশ্ন : তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কোন সালে?
উত্তর : ১৮৪৩।

প্রশ্ন : ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?
উত্তর : নঞর্থক।

প্রশ্ন : একটি মাত্র সংসদীয় আসন কোন জেলায়?
উত্তর : রাঙ্গামাটি।

প্রশ্ন : Cop26-এর Cop মানে কী?
উত্তর : Conference of the Parties

প্রশ্ন : ‘সন্ধ্যাভাষা’ কোন সাহিত্যকর্মের সাথে যুক্ত?
উত্তর : চর্যাপদ ।

প্রশ্ন : ‘French’ refers to
উত্তর : The French people

প্রশ্ন : ভেলভেট বিপ্লব কোন দেশে সংঘটিত হয় ?
উত্তর : চেকোস্লোভাকিয়ায় ।

প্রশ্ন : Prices of bicycle can run – Tk 200.
উত্তর : as high as ।

প্রশ্ন : ১০০৮ এর কতটি ভাজক আছে?
উত্তর : ৩০ ।

প্রশ্ন : পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট—
উত্তর : দিনা বলুয়ার্তে।

প্রশ্ন : ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি গ্রহণ করা হয়েছে—
উত্তর : পর্তুগিজ ভাষা হতে ।

প্রশ্ন : ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কী?
উত্তর : Firmware.

প্রশ্ন : Who wrote ‘Beauty is truth beauty ?
উত্তর : Keats

প্রশ্ন : Database language হচ্ছে—
উত্তর : Oracle।

প্রশ্ন : তদ্ভব শব্দ—
উত্তর : চাঁদ ।

প্রশ্ন : গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত?
উত্তর : আব্রাহাম লিংকন ।

প্রশ্ন : Nisam walks as if he — lame .
উত্তর : were

প্রশ্ন : What is the meaning of the word ‘euphemism’ ?
উত্তর : inoffensive expression

প্রশ্ন : Who among the following writers is not a noble Laureate ?
উত্তর : Grahame Greene

প্রশ্ন : ২৬ সেপ্টেম্বর ২০২২ সালে নাসার কোন Space Craft একটি গ্রহাণুকে ধাক্কা দেয়ার পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে?
উত্তর : DART

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক’টি খাতে ভাগ করা হয়?
উত্তর : ১৯টি

প্রশ্ন : ‘Call me if you face any problem regarding your work’. Here ‘regarding’ is a-
উত্তর : preposition

প্রশ্ন : ‘সুশাসন ৪টি স্তম্ভের উপর নির্ভরশীল’- এ অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
উত্তর : বিশ্বব্যাংক

প্রশ্ন : The word ‘dilly-dally’ means —
উত্তর : waste time

প্রশ্ন : ‘Plebiscite’ is a term related to —
উত্তর : Politics

প্রশ্ন : জাতিসংঘের জীববৈচিত্র্য বিষয়ক সম্মেলন COP – 15 অনুষ্ঠিত হয়—
উত্তর : কানাডায়

প্রশ্ন : কম্পিউটারের মূল মেমোরি তৈরী হয় কী দিয়ে?
উত্তর : সিলিকন।

প্রশ্ন : নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে?
উত্তর : মৌলিক স্বরধ্বনি।

প্রশ্ন : ১৯৬৬ সালের ছয় দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
উত্তর : ৩টি।

প্রশ্ন : বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
উত্তর : সুপ্রিম কোর্ট।

প্রশ্ন : Choose the correct antonym for ‘oblige’.
উত্তর : Bother

প্রশ্ন : In English Grammar, deals with formation of sentences.
উত্তর : Syntax.

প্রশ্ন : Eight men were concerned __ the plot.
উত্তর : in.

প্রশ্ন : ভাইরাসজনিত রোগ নয়—
উত্তর : নিউমোনিয়া।

প্রশ্ন : কোন মাধ্যমে আলোর পালস্ ব্যবহৃত হয়?
উত্তর : অপটিক্যাল ফাইবার।

প্রশ্ন : ‘Octogenarian’ is a person between the age of
উত্তর : 80-89 years.

প্রশ্ন : ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর : রাশিয়া।

প্রশ্ন : মধ্য এশিয়ার কোন দেশটির সাথে আফগানিস্তানের সীমান্ত নেই?
উত্তর : কাজাখস্তান।

প্রশ্ন : ঢাকা শহরের গোড়াপত্তন হয় —
উত্তর : মোগল আমলে ৷

প্রশ্ন : অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়—
উত্তর : গ্রাম।

প্রশ্ন : বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
উত্তর : প্রাতিপদিক।

প্রশ্ন : একাদশে বৃহস্পতি এর অর্থ কি?
উত্তর : সৌভাগ্যের বিষয় ।

প্রশ্ন : কোন বানানটি শুদ্ধ?
উত্তর : শুচিস্মিতা।

প্রশ্ন : Pediatric relates to the treatment of —
উত্তর : Children.

প্রশ্ন : ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য দায়ী
উত্তর : ফ্ল্যাজেলা।

প্রশ্ন : Change the Voice ‘Who is calling me?
উত্তর : By whom am I being called?

প্রশ্ন : ‘সমভিব্যহারে’ শব্দটির অর্থ কী?
উত্তর : একযোগে ।

প্রশ্ন : আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে?
উত্তর : চীন।

প্রশ্ন : কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
উত্তর : নিমরাজী

প্রশ্ন : যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা ৪ তাকে বলা হয় —
উত্তর : স্বরবৃত্ত।

প্রশ্ন : মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’—
উত্তর : পত্রকাব্য ।

প্রশ্ন : ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন —
উত্তর : পর্তুগীজরা ।

প্রশ্ন : কোভিড-১৯ যে ধরনের ভাইরাস —
উত্তর : RNA

প্রশ্ন : ‘Fag end’ means-
উত্তর : the last part

প্রশ্ন : কোনটি Structured Query Language নয়?
উত্তর : Java

প্রশ্ন : ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে—- কার উক্তি?
উত্তর : মীর মশাররফ হোসেন।

প্রশ্ন : কোনটি বিশেষণ বাচক পদ?
উত্তর : জীবনী ।

প্রশ্ন : চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
উত্তর : নেপাল

প্রশ্ন : World Economic Forum এর annual অধিবেশন অনুষ্ঠিত হয়—
উত্তর : দাভোসে ।

প্রশ্ন : x =√3 + √2 হলে x + 1/x এর মান কত?
উত্তর : 18√3

প্রশ্ন : ট্রপিক্যার সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা—
উত্তর : ২৬.৫° সে.।

প্রশ্ন : ‘আত্মঘাতী বাঙ্গালী’ কার রচিত?
উত্তর : নীরদ চন্দ্র চৌধুরী।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !