রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১), (২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার,
প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
ছদ্মনাম : ভানুসিংহ ঠাকুর, অকপট চন্দ্র, দিকশূন্য ভট্টাচার্য। উপাধি : গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি। জন্মস্থান : জোড়াসাঁকো, কলকাতা।
শিক্ষা : ১৮৭৮ সালের সেপ্টেম্বর মাসে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ইংল্যান্ড যান। সেখানে কিছুদিন ব্রাইটনের একটি পাবলিক স্কুলে এবং পরে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেন। তবে এই পড়াশোনা শেষ না করে দেড় বছর সেখানে অবস্থানের পর দেশে ফিরে আসেন।
সম্মাননা/পুরস্কার : নোবেল পুরস্কার সাহিত্য (‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থ ১৯১৩), ‘নাইট’ উপাধি (১৯১৫, পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে মর্মান্তিক গণহত্যার প্রতিবাদ জানিয়ে ইংরেজ সরকারের দেওয়া উপাধিটি ত্যাগ করেন ১৯১৯ সালের ১৩ এপ্রিল), ডি.লিট, (১৯৪০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়)। সম্পাদিত পত্রিকা : সাধনা (১৮৯৪), ভারতী (১৮৯৮), বঙ্গদর্শন (১৯০১), তত্ত্ববোধিনী (১৯১১)।
বাংলাদেশে স্মৃতিবিজড়িত স্থান : শিলাইদহ, শাহজাদপুর, পতিসর, দক্ষিণডিহি।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
কাব্যগ্রন্থ : কবি কাহিনী (১৮৭৮, প্রথম), মানসী (১৮৯০), সোনার তরী (১৮৯৪), চিত্রা (১৮৯৬), চৈতালি (১৮৯৭), কল্পনা (১৯০০), ক্ষণিকা (১৯০০), গীতাঞ্জলি (১৯১০), বলাকা (১৯১৬), পূরবী (১৯২৫), পুনশ্চ (১৯৩২), পত্রপুট (১৯৩৬), সেঁজুতি (১৯৩৮), শেষলেখা (১৯৪১)।
উপন্যাস : করুণা (১৮৭৮), বৌ-ঠাকুরাণীর হাট (১৮৮৩, প্রথম), চোখের বালি (১৯০৩), গোরা (১৯১০), যোগাযোগ (১৯২৬), চতুরঙ্গ (১৯১৬), চার অধ্যায়, ঘরে-বাইরে, শেষের কবিতা।
নাটক : বাল্মীকি প্রতিভা (১৮৮১, প্রথম), বিসর্জন (১৮৯১), রাজা (১৯১০), ডাকঘর (১৯১২), অচলায়তন (১৯১২), চিরকুমার সভা (১৯২৬), তাসের দেশ, কালের যাত্রা।
আরো পড়ুন : আগস্ট মাসে যে বিখ্যাত ব্যক্তিদের মৃত্যু
প্রবন্ধগ্রন্থ : পঞ্চভূত (১৮৯৭), মানুষের ধর্ম (১৯৩৩), কালান্তর (১৯৩৭), সভ্যতার সংকট (১৯৪১)। ছোটগল্প : ভিখারিনী (১৮৭৪), পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, জীবিত ও মৃত, ক্ষুধিত পাষাণ ।
প্রহসন : বৈকুণ্ঠের খাতা (১৮৯৭), চিরকুমার সভা, গোড়ায় গলদ ।
আত্মজীবনী : জীবনস্মৃতি, আত্মপরিচয়, ছেলেবেলা। ভ্রমণ কাহিনি : য়ুরোপ প্রবাসীর পত্র, জাপান-যাত্ৰী, রাশিয়ার চিঠি, জাভা-যাত্রীর পত্র।