কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬) (১১ জ্যৈষ্ঠ ১৩০৬– ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ)। প্রেম ও দ্রোহের কবি, বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি। একই সঙ্গে বাংলা গানের জগতে ‘বুলবুল’ হিসেবে খ্যাত।
জন্মস্থান : বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম। ছদ্মনাম : ধূমকেতু।
উপাধি : সাম্যের কবি, বিরহ-বেদনার কবি। ডাকনাম : দুখু মিয়া ।
শিক্ষা : ১৯১৫-১৭ সালে রাণীগঞ্জ সিয়ারসোল রাজস্কুলে দশম শ্রেণি পর্যন্ত ।
সম্মাননা/পুরস্কার : জগত্তারিণী স্বর্ণপদক (১৯৪৫), পদ্মভূষণ (১৯৬০), একুশে পদক (২১ ফেব্রুয়ারি ১৯৭৬), স্বাধীনতা পুরস্কার (১৯৭৭)। ডি.লিট (ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৭৪)।
সম্পাদিত পত্রিকা : ধূমকেতু (১৯২২), লাঙ্গল (১৯২৫), নবযুগ (১৯২০)।
বাংলাদেশে স্মৃতিবিজড়িত স্থান : কার্পাসডাঙ্গা (চুয়াডাঙ্গা), ত্রিশাল (ময়মনসিংহ), দৌলতপুর (কুমিল্লা)। উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
কাব্যগ্রন্থ : অগ্নিবীণা (১৯২২), বিষের বাঁশি (১৯২৪), ভাঙ্গার গান (১৯২৪), ছায়ানট (১৯২৪), সর্বহারা (১৯২৬), সাম্যবাদী (১৯২৫), দোলনচাঁপা ।
উপন্যাস : বাঁধন-হারা (১৯২৭, প্রথম), মৃত্যুক্ষুধা (১৯৩০), কুহেলিকা (১৯৩১)।
আরো পড়ুন : আগস্ট মাসে যে বিখ্যাত ব্যক্তিদের মৃত্যু
গল্পগ্রন্থ : ব্যথার দান (১৯২২), রিক্তের বেদন (১৯২৫), শিউলিমালা (১৯৩১)।
নাটক : ঝিলিমিলি (১৯৩০), আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা, ঝড়, বনের বেদে।
গানের গ্রন্থ : বুলবুল, চোখের চাতক (১৯২৯), চন্দ্রবিন্দু, গুল-বাগিচা, জুলফিকার।
প্রবন্ধগ্রন্থ : যুগবাণী (১৯২২, প্রথম), রাজবন্দীর জবানবন্দী (১৯২৩), রুদ্র-মঙ্গল, দুর্দিনের যাত্রী।
নিষিদ্ধ গ্রন্থ : বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী ।
অনুবাদ : রুবাইয়াৎ-ই ওমর খৈয়াম (১৯৩৫), কাব্য আমপারা।
জীবনীগ্রন্থ : মরুভাস্কর, চিত্তনামা।
কবিতা সংকলন : সঞ্চিতা (১৯২৮, রবীন্দ্রনাথকে উৎসর্গকৃত)।
গল্প : রাজবন্দীর চিঠি, বাউণ্ডেলের আত্মকাহিনী, জিনের বাদশা, পদ্ম গোখরা।
প্রবন্ধ: মন্দির ও মসজিদ, তুর্ক মহিলার ঘোমটা খোলা ।