আগস্ট মাসে যে বিখ্যাত ব্যক্তিদের মৃত্যু

Preparation BD
By -
0


আগস্ট মাসে যে বিখ্যাত ব্যক্তিদের মৃত্যু

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ – ১৭ আগস্ট ২০০৬) কবি ।

জন্মস্থান : মাহুতটুলী, ঢাকা। পৈতৃক নিবাস : রায়পুর, নরসিংদী। শিক্ষা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হলেও (১৯৪৮) অসম্পন্ন। বিএ (১৯৫৩)।

ডাক নাম : বাচ্চু ।

ছদ্মনাম : মজলুম আদিব ।

পুরস্কার : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৯), একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা পুরস্কার (১৯৯১)।

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

কাব্যগ্রন্থ : প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০), রৌদ্র করোটিতে (১৯৬৩), বিধ্বস্ত নীলিমা (১৯৬৭), বন্দী শিবির থেকে (১৯৭২), নিরালোকে দিব্যরথ (১৯৬৮), বাংলাদেশ স্বপ্ন দ্যাখে (১৯৭৭), উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ (১৯৮২), বুক তাঁর বাংলাদেশের হৃদয়, অন্ধকার থেকে আলোয়, না বাস্তব না দুঃস্বপ্ন, আদিগন্ত নগ্ন পদধ্বনি, দুঃসময়ের মুখোমুখি, প্রতিদিন ঘরহীন ঘরে ।

আরো পড়ুন : সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

উপন্যাস : অক্টোপাস (১৯৮৩), অদ্ভুত আঁধার এক (১৯৮৫), নিয়ত মন্তাজ (১৯৮৫), এলো সে অবেলায় (১৯৯৪)। প্রবন্ধ : আমৃত্যু তাঁর জীবনানন্দ, কবিতা এক ধরনের আশ্রয়। আত্মস্মৃতি : স্মৃতির শহর, কালের ধুলোয় লেখা।

হুমায়ুন আজাদ (২৮ এপ্রিল ১৯৪৭ – ১২ আগস্ট ২০০৮)

কথাসাহিত্যিক ভাষাবিজ্ঞানী।

জন্মস্থান : রাঢ়িখাল, বিক্রমপুর। মৃত্যুস্থান : মিউনিখ, জার্মানি । শিক্ষা : বাংলা সাহিত্যে স্নাতক (১৯৬৭) ও স্নাতকোত্তর (১৯৬৮), ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষাবিজ্ঞানে পিএইচডি (১৯৭৬), এডিনবরা বিশ্ববিদ্যালয় ।

পুরস্কার : বাংলা একাডেমি পুরস্কার (১৯৮৬), একুশে পদক (২০১২, মরণোত্তর)।

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

উপন্যাস : ছাপ্পান্নো হাজার বর্গমাইল (১৯৯৪, প্রথম), সব কিছু ভেঙে পড়ে (১৯৯৫), কবি অথবা দণ্ডিত অপুরুষ, পাক সার জমিন সাদ বাদ, ফালি ফালি ক’রে কাটা চাঁদ।

কাব্যগ্রন্থ: অলৌকিক ইস্টিমার (১৯৭৩, প্রথম), জ্বলো চিতাবাঘ (১৯৮০), সবকিছু নষ্টদের অধিকারে যাবে।

কিশোর রচনা : লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী, কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী । গল্পগ্রন্থ : যাদুকরের মৃত্যু।

আবু জাফর শামসুদ্দীন (১২ মার্চ ১৯১১ – ২৪ আগস্ট ১৯৮৮)

সাংবাদিক ও সাহিত্যিক।

জন্মস্থান : গাজীপুর।

শিক্ষা : হাই মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ (১৯২৯)।

পুরস্কার : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৮), একুশে পদক (১৯৮৩) ও ফিলিপস পুরস্কার (মরণোত্তর, ১৯৮৮)।

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

উপন্যাস : পরিত্যক্ত স্বামী (১৯৪৭, প্রথম উপন্যাস), ভাওয়াল গড়ের উপাখ্যান (১৯৬৩), পদ্মা মেঘনা যমুনা (১৯৭৪), সংকর সংকীর্তন (১৯৮০), দেয়াল (১৯৮৫)।

গল্পগ্রন্থ : রাজেন ঠাকুরের তীর্থযাত্রা (১৯৭৮), ল্যাংড়ী ।

প্রবন্ধ গ্রন্থ : সোচ্চার উচ্চারণ (১৯৭৭), লোকায়ত সমাজ ও বাঙ্গালী সংস্কৃতি, বৈহাসিকের পার্শ্বচিন্তা।

আলেকজান্ডার গ্রাহাম বেল (৩ মার্চ ১৮৪৭ – ২ আগস্ট ১৯২২)

বিজ্ঞানী, উদ্ভাবক ও বাগ্মী ।

জন্ম : এডিনবরা, স্কটল্যান্ড ।

মৃত্যু : নোভাস্কশিয়া, কানাডা।

শিক্ষা : ইউনিভার্সিটি অব এডিনবরা, ইউনিভার্সিটি কলেজ, লন্ডন ।

পুরস্কার : হল অব ফেইম (১৯৫০), ভোল্টা পুরস্কার, লিজিয়ন অব অনার, আলবার্ট পদক, ফ্রাঙ্কলিন পদক, এডিসন পদক ।

বিশেষ তথ্য

  • মানবেতিহাসের অন্যতম বৈপ্লবিক যন্ত্র টেলিফোন উদ্ভাবন করেন (১৮৭৬ সালে পেটেন্টপ্রাপ্ত)। ১৮৮০ সালে ফটোফোন উদ্ভাবক হিসেবে পেটেন্ট নেন।
  • ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা (১৮৮৮)।
  • ১৮৯১ সালে মোটরচালিত ও বায়ুর চেয়ে ভারী বিমান তৈরির পরীক্ষা করেন।
  • তাঁর স্মরণে শব্দের তীব্রতার এককের নাম ‘বেল’ রাখা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !