সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

Preparation BD
By -
0

সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। ২০২৩ সালের জুন মাসের তথ্য সাময়িকী থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর দিয়ে সাজানো হয়েছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশাল্লাহ!

বাংলাদেশ প্রসঙ্গ

প্রশ্ন : ২৮ এপ্রিল বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য কী পরিমাণ ঋণ প্রস্তাব অনুমোদন করে?
উত্তর : ১.২৫ বিলিয়ন মার্কিন ডলার ।

প্রশ্ন : ২৭ এপ্রিল মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কতজন জাপানি নাগরিককে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ সম্মাননা প্রদান করে?
উত্তর : ৪।

প্রশ্ন : ২০২৩ সালের জাতীয় আইনগত সহায়তা দিবসের প্রতিপাদ্য কী ছিল?
উত্তর : ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’।

প্রশ্ন : কোন ব্যক্তি বাংলা একাডেমি প্রবর্তিত ‘রবীন্দ্র পুরস্কার ২০২৩ পেয়েছেন?
উত্তর : শীলা মোমেন ।

প্রশ্ন : ১৯ মে বাংলাদেশ ইউএনএসকাপের কোন আঞ্চলিক পরিষদের সদস্য নির্বাচিত হয়?
উত্তর : এশিয়া অ্যান্ড প্যাসিফিক সেন্টার ফর ট্রান্সফার অব টেকনোলজি (এপিসিটিটি)।

প্রশ্ন : ২২ মে পর্যন্ত দেশে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কয়টি?
উত্তর : ২৯টি ।

আরো পড়তে পারেন : Current Affairs May 2023 || কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২৩

প্রশ্ন : ১৪ মে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘মোখা’ শব্দটি দিয়ে ইয়েমেনে কী বোঝানো হয়?
উত্তর : অতি উন্নতমানের কফি।

প্রশ্ন : আকবর হোসেন পাঠান ফারুক অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি?
উত্তর : জলছবি (১৯৭১)।

প্রশ্ন : কত সালে ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ’ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৭ মে ১৯৭৮ ।

প্রশ্ন : রেণুপোনা উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি?
উত্তর : যশোর ।

প্রশ্ন : পণ্য রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র

প্রশ্ন : কবে থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে টাকা ও রূপিতে বাণিজ্য সুবিধা চালু হবে?
উত্তর : সেপ্টেম্বর ২০২৩ ।

প্রশ্ন : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কয়জন শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’-এর জন্য মনোনীত করেছে?
উত্তর : ১৭৮ জন ।

প্রশ্ন : বাংলাদেশের কোন নারী রেফারি প্রথমবারের মতো সাউথ ইস্ট এশিয়ান গেমসে দায়িত্ব পালন করেন?
উত্তর : সালমা আক্তার ।

প্রশ্ন : বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক কবে ‘লুনা শামসুদ্দোহা আইসিটি ডে’ পালন করে ?
উত্তর : ২৭ এপ্রিল থেকে ১২ মে ।

প্রশ্ন : কোন প্রতিষ্ঠান প্রথমবারের মতো জাতীয় চা পুরস্কার প্রবর্তন করে ?
উত্তর : বাণিজ্য মন্ত্রণালয় ।

আন্তর্জাতিক প্রসঙ্গ

প্রশ্ন : ‘লজিস্টিকস পারফরম্যান্স ইনডেক্স প্রকাশ করে কোন সংস্থা?
উত্তর : বিশ্বব্যাংক।

প্রশ্ন : ৩ মে ন্যাটো প্রথমবারের মতো এশিয়ার কোন দেশটিতে লিয়াজোঁ অফিস খোলার ঘোষণা দেয়?
উত্তর : জাপান ৷

প্রশ্ন : পর্যটকদের আকৃষ্ট করতে কোন দেশ কৃত্রিম চাঁদ তৈরির পরিকল্পনা করেছে?
উত্তর : সংযুক্ত আরব আমিরাত।

প্রশ্ন : ২১ মে কোন প্রতিষ্ঠানগুলো সংস্কারের আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব?
উত্তর : নিরাপত্তা পরিষদ ও ব্রেটন উডস প্রতিষ্ঠান।

আরো পড়তে পারেন : Current Affairs June 2023 কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২৩

প্রশ্ন : ২২ মে সারাবিশ্বে উদযাপিত বিশ্ব জীববৈচিত্র্য দিবসের প্রতিপাদ্য কী ?
উত্তর : ‘বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার’ ।

প্রশ্ন : প্রথম কোন সৌদি নারী নভোচারী মহাকাশে যাত্রা করেন?
উত্তর : রায়ানাহ বারনাভি।

প্রশ্ন : জি-২০ পর্যটন সম্মেলন কবে ও কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ভারতের কাশ্মীরের শ্রীনগরে, ২২-২৪ মে ।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কোথায় প্রথমবারের মতো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ হয়?
উত্তর : মন্টানা অঙ্গরাজ্যে।

প্রশ্ন : রাশিয়ার ভাড়াটে বাহিনী ভাগনারের সেনারা কবে ইউক্রেনের বাখমুত শহর দখলের ঘোষণা দেয়?
উত্তর : ২০ মে ২০২৩।

প্রশ্ন : ১৬-১৭ মে কোন দেশে কাউন্সিল অব ইউরোপের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর : আইসল্যান্ডের রাজধানী রেইকইয়াভিকে।

প্রশ্ন : ৭ মে কোন দেশটি আরব লিগের সদস্যপদ ফিরে পায়?
উত্তর : সিরিয়া ।

প্রশ্ন : কোন ব্যক্তি টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত হয়েছেন?
উত্তর : লিন্ডা ইয়াকারিনো।

প্রশ্ন : তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কে?
উত্তর : কেমাল কিলিমদারোগ্লু।

প্রশ্ন : সবচেয়ে বেশি বার এভারেস্ট জয়ের রেকর্ড গড়েছেন কে ?
উত্তর : নেপালের কামি রিতা শেরপা (২৭ বার) ।

প্রশ্ন : ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ (২৩তম) কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ৷

প্রশ্ন : কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ সর্বশেষ কবে বাড়ানো হয়?
উত্তর : ১৭ মে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !