ভাষা আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। লেখাটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
ভাষা আন্দোলন
প্রশ্ন : পাকিস্তানে কত শতাংশ মানুষ বাংলাভাষী ছিল? [জাবি ১৫-১৬
উত্তর : ৫৬।
প্রশ্ন : ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ব বঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? স্বিরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ০৬]
উত্তর : খাজা নাজিমউদ্দীন
প্রশ্ন : কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? [৩৮তম বিসিএস]
উত্তর : বাঙালি জাতীয়তাবাদ।
প্রশ্ন : বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো— [ঢাবি ১৯-20]
উত্তর : ভাষা ও সংস্কৃতি ।
প্রশ্ন : রাষ্ট্রভাষার আন্দোলন অঙ্কুরিত হয় ১৯৪৭ সালে, মহীরুহে পরিণত হয়— (BTCL’র হিসাবরক্ষণ কর্মকর্তা ০৩]
উত্তর : ১৯৫২ সালে ।
প্রতিষ্ঠান ও সংগ্রাম পরিষদ
প্রশ্ন : ‘তমদ্দুন মজলিশ ছিল একটি
উত্তর : সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
প্রশ্ন : ‘তমদ্দুন মজলিশ” কত সালে প্রতিষ্ঠিত হয়? কারিগরি শিক্ষা অধিদপ্তরের চিফ ইনস্ট্রাক্টর ০৫)
উত্তর : ১৯৪৭ ।
প্রশ্ন : ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান ‘তমদ্দুন মজলিশ কার নেতৃত্বে গঠিত হয়? [মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১৯]
উত্তর : অধ্যাপক আবুল কাসেম।
প্রশ্ন : বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর ২০]
উত্তর : তমদ্দুন মজলিশ ।
প্রশ্ন : রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ” [৪২তম বিসিএস]
উত্তর : তমদ্দুন মজলিশ ।
প্রশ্ন : ভাষা আন্দোলনের সময় ‘পূর্ববাংলা ভাষা কমিটি’ এর সভাপতি কে ছিলেন? [জাবি ১২-১৩]
উত্তর : আকরাম খাঁ।
প্রশ্ন : কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়? [প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ০৫/
উত্তর : ১৭ জন ।
প্রশ্ন : সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি কবে গঠিত “হয়? [৩৬তম বিসিএস]
উত্তর : ৩০ জানুয়ারি ১৯৫২।
প্রশ্ন : সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটির আহ্বায়ক কে ছিলেন? [জবি ১৮-১৯]
উত্তর : কাজী গোলাম মাহবুব ।
প্রশ্ন : কে প্রথম পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি করেছিলেন? ২৪তম বিসিএস)
উত্তর : ধীরেন্দ্রনাথ দত্ত ।
প্রশ্ন : কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয়? INU’র সেকশন অফিসার ১৭]
উত্তর : ১১ মার্চ ১৯৪৮।
প্রশ্ন : ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়ে প্রতিবছর ভাষা দিবস বলে যে দিনটি পালন করা হয় হতো— [৪২তম বিসিএস (বিশেষ)]
উত্তর : ১১ মার্চ।
প্রশ্ন : ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন ‘উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা । কে এই নেতা? [সোনালী ব্যাংকের অফিসার ৯৮]
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ ।
প্রশ্ন : ১৯৫২ সালে পূর্ববাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসার ১৯
উত্তর : নুরুল আমিন ।
প্রশ্ন : ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? [১৩তম বিসিএস
উত্তর : খাজা নাজিমউদ্দীন ।
প্রশ্ন : ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? ICCA’র অডিটর ১৪]
উত্তর : মালিক গোলাম মোহাম্মদ ।
প্রশ্ন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ‘বায়ান্নর দিনগুলো’তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন? (১৪তম বিসিএস
উত্তর : মহিউদ্দিন আহমদ।
প্রশ্ন : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল? [জেলা সমন্বয়কারী ১৭
উত্তর : ১৩৫৮ ।
প্রশ্ন : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? (মাধ্যমিক বিদ্যালয়ের … সহকারী শিক্ষক ১৯]
উত্তর : ৮ ফাল্গুন।
প্রশ্ন : ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি কী বার ছিল? [ঢাবি-০৮-০৯)
উত্তর : বৃহস্পতিবার ।
প্রশ্ন : ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি প্রথম শহিদ — [রাবি ১২-১৩
উত্তর : রফিক।
প্রশ্ন : ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ আবুল বরকতের ডাক নাম কী ছিল?।ঢাৰি ১৬-১৭]
উত্তর : আবাই।
প্রশ্ন : ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র. [রাবি ১২-১৩]
উত্তর : আবুল বরকত।
প্রশ্ন : ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? ১৪তম বিসিএস
উত্তর : এক নতুন জাতীয় চেতনার ।
প্রশ্ন : ২১ ফেব্রুয়ারি প্রথম শহিদ দিবস পালিত হয়— | জাবি ১৮-১৯]
উত্তর : ১৯৫৩ সালে ।
প্রশ্ন : কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়? ডিপজেলা সমন্বয়কারী ১৭/
উত্তর : ১৯৫৬। বাংলা একাডেমি
প্রশ্ন : ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়? [অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার ১৩]
উত্তর : বাংলা একাডেমি।
প্রশ্ন : বাঙালি জাতিসত্তার প্রতীক কী? [জাককানইবি ১৯-২০]
উত্তর : বাংলা একাডেমি ।
প্রশ্ন : বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন? [২৯তম বিসিএস]
উত্তর : ৩ ডিসেম্বর ১৯৫৫ ।..
প্রশ্ন : বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন? [২৬তম বিসিএস
উত্তর : অধ্যাপক মযহারুল ইসলাম ।
প্রশ্ন : বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক কে [রবি ১৩-১৪
উত্তর : ড. নীলিমা ইব্রাহিম।
প্রশ্ন : বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল? ২২তম বিসিএস]
উত্তর : বর্ধমান হাউস।
প্রশ্ন : বাংলা একাডেমির মূল মিলনায়তনটি কার নামে? [ঢাৰি ১৩-১৪]
উত্তর : আবদুল করিম সাহিত্য বিশারদ ।
প্রশ্ন : নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? [দুদকের সহকারী পরিচালক ২০]
উত্তর : বাংলা একাডেমি ।
প্রশ্ন : বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কী? [চবি ১৭-১৮]
উত্তর : মোদের গরব ।
প্রশ্ন : একুশে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কী? [সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ১৬]
উত্তর : বাংলা একাডেমি।
প্রশ্ন : কত সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা’ চালু হয়? | বেবিচকের ড্রাফটসম্যান ২১
উত্তর : ১৯৭৮ ।
প্রশ্ন : বাংলা একাডেমি কত সালে হীরক জয়ন্তী উদযাপন করেছিল? [ঢাবি ১৮-১৯)
উত্তর : ২০১৫।
শহীদ মিনার
প্রশ্ন : অমর একুশে ভাস্কর্যটি কোথায় অবস্থিত? [জাবি ১৮-১৯]
উত্তর : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।
প্রশ্ন : বাংলাদেশের বাইরে বিশ্বের প্রথম মাতৃভাষা স্মৃতিসৌধটি নির্মিত হয় কোথায়? [রাবি ০৮-০
উত্তর : সিডনি, অস্ট্রেলিয়া ।
প্রশ্ন : ১৯৫২ সালের কোন তারিখে প্রথম শহীদ স্মৃতি স্তম্ভটি তৈরি করা হয়? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ১৩
উত্তর : ২৩ ফেব্রুয়ারি ।
প্রশ্ন : ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন? (প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ০৯]
উত্তর : শহীদ বরকতের মা ।
প্রশ্ন : কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি (২৭তম বিসিএস
উত্তর : হামিদুর রহমান-
প্রশ্ন : বাংলাদেশের বাইরে কোন দেশে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়? ICGDF’র জুনিয়র অডিটর ১৯/
উত্তর : যুক্তরাজ্য ।
প্রশ্ন : বাংলাদেশের বাহিরে কোন মুসলিম দেশে সর্বপ্রথম শহিদ মিনার নির্মিত হয়? [বেরোবি ০৮-০৯]
উত্তর : ওমানে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
প্রশ্ন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? [ডাক বিভাগের এস্টিমেটর ১৮
উত্তর : ২১ ফেব্রুয়ারি।
প্রশ্ন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য— [ঢাবি ১৪-১৫]
উত্তর : ভাষা অধিকার ।
প্রশ্ন : কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে? [৩৪তম বিসিএস]
উত্তর : ইউনেস্কো ।
প্রশ্ন : ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? [১৬তম শিক্ষক নিবন্ধন
উত্তর : ৩০তম !
প্রশ্ন: কবে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? (বেবিচকের উচ্চমান সহকারী ২১।
উত্তর : ১৭ নভেম্বর ১৯৯৯।
প্রশ্ন : কত সাল থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে? [রাখি ১৭-১৮]
উত্তর : ২০০০।
প্রশ্ন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কোন দেশ বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সংবলিত ডাকটিকেট প্রকাশ করেছে? [১৫তম শিক্ষক নিবন্ধন
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : বাংলাদেশ সরকার ‘বাংলা ভাষা প্রচলন আইন’ পাস করে ( রাবি ১৪-১৫)
উত্তর : ১৯৮৭ সালে ।
প্রশ্ন : বাংলাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে? INSI’র সহকারী পরিচালক ১৭]
উত্তর: সিয়েরা লিয়ন।
প্রশ্ন : ভারতের কোন রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী ১৬
উত্তর : ঝাড়খন্ড।
প্রশ্ন : কখন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট . নির্মাণ কাজের উদ্বোধন হয়? (তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ৯৪ ]
উত্তর : ১৫ মার্চ ২০০১
প্রশ্ন : কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? [রাবি ০৫-৬]
উত্তর : ২০০১ সালে।
প্রশ্ন : আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ১০ম প্রভাষক নিবন্ধন
উত্তর : সেগুনবাগিচা, ঢাকা ।
সাহিত্য
প্রশ্ন : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি — গানটি কে রচনা করেন? [৪৪তম বিসিএস]
উত্তর : আবদুল গাফ্ফার চৌধুরী।
প্রশ্ন : “এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি”-এর রচয়িতা [১২তম-বিসিএস]
উত্তর : মাহবুব-উল-আলম চৌধুরী।
প্রশ্ন : অমর একুশের প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ সম্পাদনা করেন কে? [বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ১৯
উত্তর: হাসান আজিজুর রহমান।
প্রশ্ন: মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা — গানের রচয়িতা কে? [১৫তম প্রভাষক নিবন্ধন
উত্তর : অতুল প্রসাদ সেন।
প্রশ্ন : ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটি? [CGA ‘র অডিটর ১৪]
উত্তর : আরেক ফাল্গুন ।
প্রশ্ন : ভাষা আন্দোলনের ওপর আঁকা প্রথম ছবি ‘রক্তাক্ত ২১’ এর চিত্রশিল্পী কে? [চবি ‘২০-২১]
উত্তর : মুর্তজা বশীর।
প্রশ্ন : “আমার ভাইয়ের রক্তে রাঙানো” * গানটির বর্তমান সুরটির পরিচালক কে? [ঢাবি ১৫-১৬]
উত্তর : আলতাফ মাহমুদ।