সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে।
বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী BPSC – কিভাবে গঠিত হবে?
উত্তর : ১ জন সভাপতি এবং অন্যূন ৬ জন ও অনূর্ধ্ব ২০ সদস্যের সমন্বয়ে।
প্রশ্ন : ৯ জানুয়ারি ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পণ্যকে কৃষিজাত পণ্য নির্বাচিত করার ঘোষণা দেন?
উত্তর : পাট ।
প্রশ্ন : শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে?
উত্তর : জামালপুর ।
প্রশ্ন : শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে?
উত্তর : রংপুর ।
এই বিভাগ থেকে আরো পড়ুন
- Current Affairs December 2022 কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২
- Current Affairs November 2022 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২
- Current Affairs October 2022 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২২
- সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক এমসিকিউ সাধারণ জ্ঞান
- কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২২ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২২ [পিডিএফ]
- প্রফেসরের কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২২ [পিডিএফ]
- প্রফেসরের কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২২ [পিডিএফ]
- প্রফেসরের কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারী ২০২২ [পিডিএফ]
- Current Affairs August 2022 কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২২
- সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ থেকে ৫০টি এমসিকিউ
প্রশ্ন : মেট্রোরেল কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
প্রশ্ন : BLRI মিট চিকেন-১ (সুবর্ণ) জাতের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তর: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI)।
প্রশ্ন : অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এর প্রতিপাদ্য কী?
উত্তর : পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
প্রশ্ন : ১৫ জানুয়ারি ২০২৩ ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে কী রাখা হয়?
উত্তর : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ৷
প্রশ্ন : বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে?
উত্তর : সারাহ ইসলাম ।
প্রশ্ন : বাংলা একাডেমি পরিচালিত প্রথম “রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার লাভ করেন কে কে?
উত্তর : জ্যোতিপ্রকাশ দত্ত ও স্বকৃত নোমান।
প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বর্তমান কান্ট্রি ডিরেক্টর কে?
উত্তর : আবদৌলায়ে সেক ।
প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা কত?
উত্তর : ১১,৯০,৬১,১৫৮ জন।
প্রশ্ন: সার্টিফিকেট ইন এডুকেশন (সিইনএড) কোর্সের বর্তমান নাম কী?
উত্তর : ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)।
প্রশ্ন : জাতীয় সংসদের প্রথম উপনেতা কে ছিলেন?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম ।
প্রশ্ন : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (BSPA) বিচারে গত ৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন কে?
উত্তর : সাকিব আল হাসান।
প্রশ্ন : বর্তমানে দেশে শনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা কত?
উত্তর : ৯,৭০৮ জন। দেশে ১,৮২০ জন এইচআইভি রোগী মারা যায়।
প্রশ্ন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
উত্তর : মন্ত্রিপরিষদ সচিব।
প্রশ্ন : জাতীয় সংসদে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিল, ২০২৩’ পাস হয় কবে?
উত্তর : ১৬ জানুয়ারি ২০২৩।
প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ এর পরিচালক কে?
উত্তর : খিজির হায়াত খান
প্রশ্ন : জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল, ২০২৩’ পাস হয় কবে?
উত্তর : ২৪ জানুয়ারি ২০২৩।
প্রশ্ন : চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম কী?
উত্তর : মায়িশা রহমান ।
প্রশ্ন : বঙ্গভবন তোশাখানা জাদুঘর করে উদ্বোধন করা হয়?
উত্তর : ২৪ জানুয়ারি ২০২৩।
প্রশ্ন : ২০২২ সালে কতজন বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
উত্তর : ১৫ জন ।
প্রশ্ন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাকার মাছকে (Suckermouth Catfish Common Pleco) করে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে?
উত্তর : ১১ জানুয়ারি ২০২৩।
প্রশ্ন : বাংলাদেশের কতটি তৈরি পোশাক কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে?
উত্তর : ১৮৩টি ।
আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন : ১ জানুয়ারি ২০২৩ কোন ৫ দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে?
উত্তর : ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড।
প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম কাচের স্কাইওয়াক নির্মিত হচ্ছে কোথায়?
উত্তর : মহারাষ্ট্র, ভারত।
প্রশ্ন : মেক্সিকোয় প্রথম নারী প্রধান • বিচারপতির নাম কী?
উত্তর : নরমা লুসিয়া পিনা ।
প্রশ্ন : ৭১তম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে?
উত্তর : আর বনি গ্যাব্রিয়েল (যুক্তরাষ্ট্র)।
প্রশ্ন : লেপার্ড-২ ট্যাংক কোন দেশের তৈরি?
উত্তর : জার্মানি।
প্রশ্ন : চ্যালেঞ্জার-২ ট্যাংক কোন দেশ তৈরি করে?
উত্তর : যুক্তরাজ্য।
প্রশ্ন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন রুশ কমান্ডার কে?
উত্তর : চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ।
প্রশ্ন : চিপ যুদ্ধ কী?
উত্তর : সাম্প্রতিক সময়ে ‘সেমিকন্ডাক্টর চিপ’ শিল্পের বাজার ধরতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চিপ যুদ্ধ বলে পরিচিত।
প্রশ্ন : ২৫০ বছরের ইতিহাস সমৃদ্ধ ইস্তানবুলের রামি ব্যারাককে পুনঃসংস্কারের পর তৈরি করা ‘রামি লাইব্রেরি’ কবে উদ্বোধন করা হয়?
উত্তর : ২০ জানুয়ারি ২০২৩।
প্রশ্ন : ২৩ জানুয়ারি ২০২৩ ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া পঞ্চম সাবমেরিনের নাম কী?
উত্তর : আইএনএস বাগির।
প্রশ্ন : Ghostwriting কী?
উত্তর : একজনের মুখ থেকে শুনে শুনে লেখার রীতি হলো Ghostwriting । যিনি লেখেন তিনি Ghostwriter.